পাঠ ১০
যিশু সবসময় বাধ্য ছিলেন
তোমার বাবা-মায়ের বাধ্য হওয়া কি সবসময় সহজ?— কখনো কখনো তা সহজ নয়। তুমি কি জানো, যিশু যিহোবা এবং তাঁর বাবা-মায়ের বাধ্য ছিলেন?— তাঁর উদাহরণ তোমাকে তোমার বাবা-মায়ের বাধ্য হওয়ার জন্য সাহায্য করতে পারে আর তা এমনকী সেই সময়ও, যখন বাধ্য হওয়া সহজ নয়। এসো আমরা এই বিষয়ে আরও শিখি।
পৃথিবীতে আসার আগে, যিশু স্বর্গে তাঁর পিতা যিহোবার সঙ্গে ছিলেন। কিন্তু, এই পৃথিবীতেও যিশুর বাবা-মা ছিল। তাদের নাম ছিল যোষেফ এবং মরিয়ম। তুমি কি জানো, কীভাবে তারা তাঁর বাবা-মা হয়েছিলেন?—
যিহোবা স্বর্গ থেকে যিশুর জীবন নিয়ে মরিয়মের গর্ভে স্থাপন করেছিলেন, যেন যিশু জন্ম লাভ করতে এবং পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। এটা ছিল এক অলৌকিক কাজ! যিশু মরিয়মের গর্ভে বেড়ে উঠেছিলেন, যেমনটা অন্যান্য শিশু তাদের মায়ের গর্ভে বেড়ে ওঠে। প্রায় ন-মাস পর যিশুর জন্ম হয়েছিল। এভাবেই মরিয়ম এবং তার স্বামী যোষেফ, পৃথিবীতে যিশুর বাবা-মা হয়েছিলেন।
যিশুর বয়স যখন ১২ বছর, তখন তিনি এমন কিছু করেছিলেন, যা দেখিয়েছিল যে, তিনি তাঁর পিতা যিহোবাকে কতটা ভালোবাসেন। এটা সেই সময় ঘটেছিল, যখন যিশু ও তাঁর পরিবার নিস্তারপর্বের জন্য দীর্ঘ যাত্রা করে যিরূশালেমে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার পথে যোষেফ এবং মরিয়ম যিশুকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তুমি কি জানো, তিনি কোথায় ছিলেন?—
কেন যিশু মন্দিরে ছিলেন?
যোষেফ এবং মরিয়ম দ্রুত যিরূশালেমে ফিরে গিয়েছিলেন এবং সমস্ত জায়গায় যিশুকে খুঁজতে শুরু করেছিলেন। তারা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ তারা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু, তিন দিন পর তারা তাঁকে মন্দিরে খুঁজে পেয়েছিলেন! তুমি কি জানো, কেন যিশু মন্দিরে ছিলেন?— কারণ সেখানে তিনি তাঁর পিতা যিহোবা সম্বন্ধে শিখতে পারতেন। তিনি যিহোবাকে ভালোবাসতেন আর তাই কীভাবে তাঁকে খুশি করা যায়, তা জানতে আগ্রহী ছিলেন। এমনকী যিশু যখন বড়ো হয়েছিলেন, তখনও তিনি সবসময় যিহোবার বাধ্য ছিলেন। যিশু এমনকী সেই সময়ও বাধ্য ছিলেন, যখন বাধ্য থাকা তাঁর পক্ষে কঠিন ছিল আর এর জন্য তাঁকে কষ্ট ভোগ করতে হয়েছিল। যিশু কি যোষেফ এবং মরিয়মেরও বাধ্য ছিলেন?— হ্যাঁ, বাইবেল বলে যে, তিনি তাদের বাধ্য ছিলেন।
যিশুর উদাহরণ থেকে তুমি কী শিখতে পারো?— তোমাকে তোমার বাবা-মায়ের বাধ্য হতে হবে, এমনকী সেই সময়ও, যখন বাধ্য হওয়া সহজ নয়। তুমি কি বাধ্য হবে?—