পাঠ ৫
শমূয়েল যা সঠিক, তা-ই করতেন
শমূয়েল যখন অনেক ছোটো ছিলেন, তখন থেকেই তিনি আবাসে থাকতে এবং কাজ করতে শুরু করেন। আবাস হল সেই জায়গা, যেখানে লোকেরা যিহোবার উপাসনা করার জন্য আসত। তুমি কি জানো, কীভাবে শমূয়েল আবাসে থাকতে শুরু করেছিলেন? এসো, আমরা প্রথমে শমূয়েলের মা হান্না সম্বন্ধে শিখি?
অনেক দিন ধরে হান্না আকুলভাবে একটা সন্তান চাইলেও তার কোনো সন্তান ছিল না। তাই, তিনি যিহোবার কাছে প্রার্থনা করেন এবং তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। তিনি প্রতিজ্ঞা করেন যে, তার যদি একটা ছেলে হয়, তাহলে তিনি তাকে আবাসে পাঠাবেন, যাতে তার সন্তান সেখানে থেকে কাজ করতে পারে। যিহোবা তার প্রার্থনার উত্তর দেন আর তার একটা ছেলে হয়। তিনি তার নাম রাখেন শমূয়েল। আর শমূয়েলের বয়স যখন তিন অথবা চার, তখন হান্না তার প্রতিজ্ঞা অনুযায়ী তাকে আবাসে নিয়ে যান, যাতে সেখানে তিনি ঈশ্বরের সেবা করতে পারেন।
সেই সময় আবাসের মহাযাজক ছিলেন এলি। তার দুই ছেলেও সেখানে কাজ করতেন। মনে আছে, আবাস ছিল ঈশ্বরের উপাসনাগৃহ আর সেখানে লোকেদের ভালো কাজ করার কথা। কিন্তু, এলির ছেলেরা অনেক মন্দ কাজ করতেন। আর শমূয়েল তা দেখতে পান। শমূয়েল কি এলির ছেলেদের মতো মন্দ কাজ করতেন?— না, তিনি যা সঠিক, তা-ই করতেন, ঠিক যেমনটা তার বাবা-মা তাকে শিখিয়েছিলেন।
তোমার কী মনে হয়, তার দুই ছেলের প্রতি এলির কী করা উচিত ছিল?— তার উচিত ছিল তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদেরকে ঈশ্বরের গৃহে আর কাজ করার সুযোগ না দেওয়া। কিন্তু, এলি তা করেননি আর তাই যিহোবা তার এবং তার দুই ছেলের ওপর রেগে যান। যিহোবা তাদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
একদিন রাতে শমূয়েল যখন ঘুমিয়ে ছিলেন, তখন তিনি শুনতে পান যে, কেউ তাকে ডাকছে: ‘শমূয়েল!’ তিনি দৌড়ে এলির কাছে যান কিন্তু এলি বলেন: ‘আমি তোমাকে ডাকিনি।’ আরও দু-বার এইরকমটা ঘটে। তৃতীয় বার একই বিষয় ঘটার পর, এলি শমূয়েলকে বলেন যে, তিনি যদি আবারও সেই স্বর শুনতে পান, তাহলে যেন বলেন: ‘বলুন যিহোবা, আমি শুনছি।’ শমূয়েল তা-ই করেন। তখন যিহোবা শমূয়েলকে বলেন: ‘এলিকে বলো যে, তার পরিবার মন্দ কাজ করছে বলে আমি তার পরিবারকে শাস্তি দেব।’ তোমার কী মনে হয়, এলিকে এই বার্তা জানানো কি শমূয়েলের জন্য সহজ ছিল?—
না, সহজ ছিল না। কিন্তু, ভয় পাওয়া সত্ত্বেও, শমূয়েল ঈশ্বরের কথামতো কাজ করেন। যিহোবা যা বলেন, ঠিক তা-ই ঘটে। এলির দুই ছেলেকে হত্যা করা হয় এবং এলিও মারা যান।শমূয়েল আমাদের জন্য এক ভালো উদাহরণ। অন্য লোকেদের মন্দ কাজ করতে দেখা সত্ত্বেও, তিনি যা সঠিক, তা-ই করতেন। তোমার সম্বন্ধে কী বলা যায়? তুমি কি শমূয়েলের মতো হবে এবং যা সঠিক, তা-ই করবে? যদি করো, তাহলে তুমি যিহোবাকে এবং তোমার বাবা-মাকে খুশি করতে পারবে।