আপনি যেভাবে ঈশ্বরকে জানতে পারেন
পাঠ ৪
আপনি যেভাবে ঈশ্বরকে জানতে পারেন
আপনি বাইবেল পড়ে যিহোবাকে জানতে পারেন। অনেক অনেক দিন আগে ঈশ্বর তাঁর কথা লেখার জন্য কিছু মানুষকে বেছে নেন। আর ঈশ্বরের কথা লেখা সেই বইগুলোই হল বাইবেল। আজকে আমরা বাইবেল পড়ে ঈশ্বরকে জানতে পারি। বাইবেলে যিহোবার বাক্য বা বার্তা রয়েছে আর তাই এটাকে ঈশ্বরের বাক্যও বলা হয়। বাইবেলে যা লেখা আছে, তা আমরা বিশ্বাস করতে পারি কারণ যিহোবা কখনোই মিথ্যা কথা বলেন না। “মিথ্যাকথা বলা ঈশ্বরের আসাধ্য।” (ইব্রীয় ৬:১৮) ঈশ্বরের বাক্যে সত্য রয়েছে।—যোহন ১৭:১৭.
ঈশ্বর আমাদেরকে যে মূল্যবান উপহারগুলো দিয়েছেন তার মধ্যে একটা হল বাইবেল। একজন স্নেহময় বাবা যেমন তার সন্তানকে চিঠি লেখেন, বাইবেলও ঈশ্বরের কাছ থেকে আসা তেমনই একটা চিঠি। এটা আমাদের জানায় যে ঈশ্বর এই পৃথিবীকে এক সুন্দর পরমদেশ বানানোর প্রতিজ্ঞা করেছেন, যেখানে মানুষেরা থাকবে। ঈশ্বর তাঁর বিশ্বস্ত সন্তানদের জন্য প্রাচীনকালে কী করেছেন, এখন কী করছেন এবং ভবিষ্যতে কী করবেন এটা আমাদেরকে তা-ও জানায়। শুধু তাই নয়, এটা আমাদেরকে আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠতে এবং সুখী হতে সাহায্য করে।—২ তীমথিয় ৩:১৬, ১৭.
মথি ১০:৮) বাইবেল অধ্যয়ন করা ছাড়াও আপনি তাদের সভাগুলোতে আসতে পারেন। এই সভাগুলো কিংডম হলে হয়ে থাকে আর এই কিংডম হলই তাদের উপাসনা করার জায়গা। আপনি যদি সভাগুলোতে আসেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি ঈশ্বর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।
যিহোবার সাক্ষিরা ঈশ্বরের বন্ধু; তারা আপনাকে বাইবেল শিখতে সাহায্য করবেন। তাদেরকে শুধু একবার বলুন যে আপনি বাইবেল অধ্যয়ন করতে চান। তারা এর জন্য আপনার কাছ থেকে কোন পয়সা নেবেন না। (ঈশ্বরকে আপনি তাঁর সৃষ্টি থেকে জানতে পারেন। বাইবেল বলে: “ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।” (আদিপুস্তক ১:১) ঈশ্বর “আকাশমণ্ডল” সৃষ্টি করার সময় সূর্য বানিয়েছিলেন। এটা আমাদেরকে তাঁর সম্বন্ধে কী জানায়? এর থেকে জানা যায় যে যিহোবা অনেক শক্তিশালী। একমাত্র তিনিই সূর্যের মতো এত শক্তিশালী কিছু বানাতে পারেন। এটা আমাদের এও জানায় যে যিহোবা খুবই জ্ঞানী কারণ সূর্যের মতো একটা জিনিস বানানোর জন্য অনেক জ্ঞানের দরকার কারণ সেটা তাপ ও আলো দেয় ঠিকই কিন্তু কখনোই পুড়ে শেষ হয়ে যায় না।
যিহোবার সৃষ্টি বলে দেয় যে তিনি আমাদের ভালবাসেন। পৃথিবীতে কত রকমের ফল আছে তা একবার ভেবে দেখুন। যিহোবা ইচ্ছা করলে আমাদের জন্য শুধু একরকমের ফল দিতে পারতেন বা কোন ফল না-ও দিতে পারতেন। কিন্তু তা না করে তিনি আমাদের খাওয়ার জন্য অনেক রকমের ফল দিয়েছেন আর এদের আকার, রং ও স্বাদও আলাদা আলাদা রকমের। এটা বলে দেয় যে যিহোবা শুধু প্রেমময় ঈশ্বরই নন, তিনি খুবই উদার ও দয়াময় এবং সবার জন্য চিন্তা করেন।—গীতসংহিতা ১০৪:২৪.