সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরই হলেন আপনার সবচেয়ে ভাল বন্ধু

ঈশ্বরই হলেন আপনার সবচেয়ে ভাল বন্ধু

পাঠ ২

ঈশ্বরই হলেন আপনার সবচেয়ে ভাল বন্ধু

ঈশ্বরের বন্ধু হওয়াই আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ঈশ্বর আপনাকে শেখাবেন যে কী করে সুখী হওয়া যায় ও নিরাপদে থাকা যায়; তিনি আপনাকে মিথ্যা বিশ্বাস ও ক্ষতিকর অভ্যাসগুলো থেকে ফিরিয়ে আনবেন। তিনি আপনার প্রার্থনা শুনবেন। মনের শান্তি পেতে ও আত্মবিশ্বাসী হতে আপনাকে সাহায্য করবেন। (গীতসংহিতা ৭১:৫; ৭৩:২৮) বিপদের সময় তিনি আপনাকে উদ্ধার করবেন। (গীতসংহিতা ১৮:১৮) আর সবচেয়ে বড় বিষয় হল যে ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দিতে চান।—রোমীয় ৬:২৩.

যতই আপনি ঈশ্বরের কাছে আসবেন, ততই আপনি তাঁর বন্ধুদেরও কাছে যাবেন। আর তারাও আপনার বন্ধু হবেন। তারা আপনার ভাইবোনের মতো হবেন। তারা আপনাকে ঈশ্বর সম্বন্ধে শিখিয়ে খুশি হবেন এবং আপনাকে সাহায্য করবেন ও উৎসাহ দেবেন।

আমরা ঈশ্বরের সমান নই। আপনি যদি ঈশ্বরের বন্ধু হতে চান, তাহলে আপনাকে একটা জরুরি বিষয় বুঝতে হবে। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করা আর মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এক কথা নয়। আমাদের জন্মেরও অনেক অনেক দিন আগে থেকে ঈশ্বর আছেন আর তিনি আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী ও শক্তিশালী। তিনি আমাদের শাসক আর আমাদের শাসন করার অধিকারও তাঁর আছে। তাই আমরা যদি তাঁর বন্ধু হতে চাই, তাহলে তাঁর কথা আমাদের শুনতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। আর তা করলে আমাদের ভাল ছাড়া খারাপ হবে না।—যিশাইয় ৪৮:১৮.