সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের জন্য আপনার ভালবাসা দেখান

ঈশ্বরের জন্য আপনার ভালবাসা দেখান

পাঠ ১৬

ঈশ্বরের জন্য আপনার ভালবাসা দেখান

বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য বন্ধুর সঙ্গে কথা বলা দরকার। আপনি তার কথা শোনেন আর সে-ও আপনার কথা শোনে। শুধু তাই নয়, আপনি অন্যদের কাছেও আপনার বন্ধুর সুনাম করেন। ঈশ্বরের বন্ধু হওয়ার ব্যাপারটাও ঠিক এইরকম। বাইবেল এই বিষয়ে কী বলে তা দেখুন:

রোজ প্রার্থনায় যিহোবার সঙ্গে কথা বলুন। “প্রার্থনায় নিবিষ্ট থাক।”—রোমীয় ১২:১২.

ঈশ্বরের বাক্য, বাইবেল পড়ুন। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের . . . নিমিত্ত উপকারী।”—২ তীমথিয় ৩:১৬.

অন্যদের ঈশ্বর সম্বন্ধে শেখান। “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।”—মথি ২৮:১৯, ২০.

ঈশ্বরের বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন। “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে।”—হিতোপদেশ ১৩:২০.

কিংডম হলের সভাগুলোতে আসুন। “আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; . . . পরস্পরকে চেতনা দিই।”—ইব্রীয় ১০:২৪, ২৫.

রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্ব্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভাল বাসেন।”—২ করিন্থীয় ৯:৭.