ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন
পাঠ ১৫
ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন
আপনার যদি এমন কোন বন্ধু থাকে যাকে আপনি শ্রদ্ধা ও সম্মান করেন, তাহলে আপনি তার মতো হওয়ার চেষ্টা করেন। বাইবেল বলে: “সদাপ্রভু মঙ্গলময় ও সরল।” (গীতসংহিতা ২৫:৮) ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য আমাদেরও মঙ্গলময় ও সরল হতে হবে। বাইবেল বলে: “প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। আর প্রেমে চল।” (ইফিষীয় ৫:১, ২) কী করে আমরা ঈশ্বরকে অনুকরণ করতে পারি তার কয়েকটা উপায় এখানে বলা হল:
অন্যদের সাহায্য করুন। “আইস, আমরা . . . সকলের প্রতি, . . . সৎকর্ম্ম করি।”—গালাতীয় ৬:১০.
পরিশ্রম করুন। “চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক।”—ইফিষীয় ৪:২৮.
শারীরিক ও নৈতিক দিক দিয়ে বিশুদ্ধ থাকুন। “আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।”—২ করিন্থীয় ৭:১.
পরিবারের লোকেদের ভালবাসুন ও সম্মান করুন। “তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে . . . আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় [“সম্মান,” NW] করে। সন্তানেরা, তোমরা . . . পিতামাতার আজ্ঞাবহ হও।”—অন্যদের ভালবাসুন। “আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের।”—১ যোহন ৪:৭.
দেশের আইনকানুন মেনে চলুন। “প্রত্যেক প্রাণী [সরকারের] বশীভূত হউক; . . . যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও।”—রোমীয় ১৩:১, ৭.