সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন

ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন

পাঠ ১৫

ঈশ্বরের বন্ধুরা ভাল কাজ করেন

আপনার যদি এমন কোন বন্ধু থাকে যাকে আপনি শ্রদ্ধা ও সম্মান করেন, তাহলে আপনি তার মতো হওয়ার চেষ্টা করেন। বাইবেল বলে: “সদাপ্রভু মঙ্গলময় ও সরল।” (গীতসংহিতা ২৫:৮) ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য আমাদেরও মঙ্গলময় ও সরল হতে হবে। বাইবেল বলে: “প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। আর প্রেমে চল।” (ইফিষীয় ৫:১, ২) কী করে আমরা ঈশ্বরকে অনুকরণ করতে পারি তার কয়েকটা উপায় এখানে বলা হল:

অন্যদের সাহায্য করুন। “আইস, আমরা . . . সকলের প্রতি, . . . সৎকর্ম্ম করি।”—গালাতীয় ৬:১০.

পরিশ্রম করুন। “চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক।”—ইফিষীয় ৪:২৮.

শারীরিক ও নৈতিক দিক দিয়ে বিশুদ্ধ থাকুন। “আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।”—২ করিন্থীয় ৭:১.

পরিবারের লোকেদের ভালবাসুন ও সম্মান করুন। “তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে . . . আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় [“সম্মান,” NW] করে। সন্তানেরা, তোমরা . . . পিতামাতার আজ্ঞাবহ হও।”—ইফিষীয় ৫:৩৩–৬:১.

অন্যদের ভালবাসুন। “আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের।”—১ যোহন ৪:৭.

দেশের আইনকানুন মেনে চলুন। “প্রত্যেক প্রাণী [সরকারের] বশীভূত হউক; . . . যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও।”—রোমীয় ১৩:১, ৭.