ঈশ্বরের বন্ধু কারা?
পাঠ ৯
ঈশ্বরের বন্ধু কারা?
যীশু খ্রীষ্ট হলেন যিহোবার পুত্র এবং তাঁর সবচেয়ে কাছের ও প্রিয় বন্ধু। মানুষ হয়ে পৃথিবীতে আসার আগে যীশু স্বর্গে শক্তিশালী আত্মিক প্রাণী ছিলেন। (যোহন ১৭:৫) তিনি মানুষকে ঈশ্বরের সম্বন্ধে সত্য শেখাতে পৃথিবীতে এসেছিলেন। (যোহন ১৮:৩৭) শুধু তাই নয়, বাধ্য মানুষদের পাপ ও মৃত্যু থেকে রক্ষা করার জন্য তিনি তাঁর জীবন পর্যন্ত দিয়েছিলেন। (রোমীয় ৬:২৩) যীশু এখন ঈশ্বরের রাজ্যের রাজা আর এই রাজ্য হল স্বর্গীয় সরকার, যা এই পৃথিবীতে পরমদেশ নিয়ে আসবে।—প্রকাশিত বাক্য ১৯:১৬.
স্বর্গদূতেরাও ঈশ্বরের বন্ধু। দূতেদের পৃথিবীতে সৃষ্টি করা হয়নি আর তারা মানুষও নন। পৃথিবী বানানোর আগে ঈশ্বর তাদেরকে স্বর্গে সৃষ্টি করেছিলেন। (ইয়োব ৩৮:৪-৭) স্বর্গে লাখ লাখ দূত আছে। (দানিয়েল ৭:১০) যিহোবার এই বন্ধুরা চান যে মানুষেরা যিহোবার সম্বন্ধে সত্য জানুক।—প্রকাশিত বাক্য ১৪:৬, ৭.
পৃথিবীতেও ঈশ্বরের বন্ধুরা আছেন আর তিনি তাদেরকে তাঁর সাক্ষি বলেন। আদালতে একজন সাক্ষি কোন একজন ব্যক্তি বা ঘটনা সম্বন্ধে যা জানেন তাই-ই বলেন। ঠিক তেমনই যিহোবার সাক্ষিরাও যিহোবা ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে যা জানেন তাই-ই লোকেদের বলেন। (যিশাইয় ৪৩:১০) স্বর্গদূতেদের মতো সাক্ষিরাও যিহোবার সম্বন্ধে সত্য জানতে আপনাকে সাহায্য করতে চান। তারা চান আপনিও ঈশ্বরের বন্ধু হোন।