সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের শত্রু কারা?

ঈশ্বরের শত্রু কারা?

পাঠ ৮

ঈশ্বরের শত্রু কারা?

ঈশ্বরের বড় শত্রু হল শয়তান দিয়াবল। সে একজন আত্মিক ব্যক্তি। সে যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এখনও সে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করেই চলেছে এবং মানুষের জন্য অনেক সমস্যা নিয়ে আসছে। শয়তান খুবই খারাপ ব্যক্তি। সে মিথ্যাবাদী এবং খুনি।—যোহন ৮:৪৪.

অন্য আত্মিক প্রাণীরাও ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য শয়তানের দলে যোগ দেয়। বাইবেলে তাদেরকে মন্দ দূত বলা হয়েছে। শয়তানের মতো এই মন্দ দূতেরাও মানুষের শত্রু। তারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। (মথি ৯:৩২, ৩৩; ১২:২২) কিন্তু শয়তান ও মন্দ দূতেদের যিহোবা চিরদিনের জন্য ধ্বংস করে দেবেন। মানুষকে সমস্যায় ফেলার জন্য তাদের হাতে এখন খুব কম সময়ই আছে।—প্রকাশিত বাক্য ১২:১২.

ঈশ্বরের বন্ধু হতে চাইলে শয়তানের খুশি মতো চলা যাবে না। শয়তান ও মন্দ দূতেরা যিহোবাকে দুচোখে দেখতে পারে না। তারাই হল ঈশ্বরের শত্রু আর তারা আপনাকেও ঈশ্বরের শত্রু বানাতে চায়। আপনি কাকে খুশি করতে চান শয়তানকে না যিহোবাকে, তা আপনাকেই ঠিক করতে হবে। অনন্ত জীবন পেতে চাইলে আপনাকে ঈশ্বরের ইচ্ছা মেনে চলতে হবে। লোকেদের ধোঁকা দেওয়ার জন্য শয়তান অনেক ছলচাতুরী করে। আজকে বেশির ভাগ লোককেই সে বোকা বানাচ্ছে।—প্রকাশিত বাক্য ১২:৯.