সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন

ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন

পাঠ ১

ঈশ্বর আপনাকে তাঁর বন্ধু হতে বলেন

ঈশ্বর চান আপনি তাঁর বন্ধু হোন। আপনি কি কখনও স্বপ্নেও ভেবেছেন যে আপনি এই বিশ্বের সবচেয়ে মহান ব্যক্তির বন্ধু হতে পারেন? কিন্তু অব্রাহাম নামে প্রাচীনকালের একজন লোককে ঈশ্বরের বন্ধু বলা হয়েছিল। (যাকোব ২:২৩) বাইবেলে আরও অনেকের কথা বলা আছে যারা ঈশ্বরের বন্ধু হয়েছিলেন আর অনেক অনেক আশীর্বাদ পেয়েছিলেন। আজকেও পৃথিবীর সমস্ত জায়গা থেকে অনেক লোকেরা ঈশ্বরের বন্ধু হয়েছেন। তাই আপনিও ঈশ্বরের বন্ধু হতে পারেন।

মানুষের চেয়ে ঈশ্বরের বন্ধু হওয়া হাজার গুণ ভাল। ঈশ্বর তাঁর ভাল বন্ধুদের কখনোই দুঃখ দেন না। (গীতসংহিতা ১৮:২৫) টাকাপয়সা, ধনদৌলতের চেয়ে ঈশ্বরের বন্ধু হতে পারা হাজার গুণ ভাল। কারণ একজন ধনী লোক যখন মারা যান তখন তার সমস্ত টাকাপয়সা অন্যের হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের বন্ধু তাদের এমন ধন আছে, যা কেউই কেড়ে নিতে পারবে না।—মথি ৬:১৯.

কিছু লোকেরা হয়তো আপনাকে বাধা দেবে যাতে আপনি ঈশ্বরকে জানতে না পারেন। আপনার বন্ধু ও পরিবারের লোকেরাই হয়তো আপনাকে বাধা দেবে। (মথি ১০:৩৬, ৩৭) আপনি ঈশ্বরের বিষয়ে শিখছেন বলে অন্যরা যদি আপনাকে ঠাট্টা করে বা ভয় দেখায়, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, ‘কাকে আমি খুশি করতে চাই—মানুষকে না ঈশ্বরকে?’ এবার একটু ভেবে দেখুন, আপনাকে যদি কেউ খাওয়া বন্ধ করে দিতে বলে, তাহলে কি আপনি তাই-ই করবেন? অবশ্যই না! কারণ বেঁচে থাকার জন্য আপনার খাবার দরকার। আর ঈশ্বর আপনাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারেন! তাই কী করে ঈশ্বরের বন্ধু হওয়া যায়, তা জানার পথে কেউই যেন আপনাকে বাধা দিতে না পারে।—যোহন ১৭:৩.