বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাকেও বন্ধু হতে হবে
পাঠ ১৭
বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য আপনাকেও বন্ধু হতে হবে
বন্ধুত্বের ভিত হল ভালবাসা। আপনি যিহোবাকে যতই জানবেন, তাঁর জন্য আপনার ভালবাসা ততই বাড়বে। ঈশ্বরের জন্য আপনার ভালবাসা বাড়লে তাঁকে সেবা করার ইচ্ছাও বাড়বে। আর এটাই আপনাকে যীশু খ্রীষ্টের শিষ্য হওয়ার জন্য উৎসাহ জোগাবে। (মথি ২৮:১৯) যিহোবার সাক্ষিদের সুখী পরিবারের লোক হয়ে আপনি চিরকালের জন্য ঈশ্বরের বন্ধু হতে পারেন। এর জন্য আপনার কী করা দরকার?
ঈশ্বরের দেওয়া আইন মেনে চলে আপনাকে দেখাতে হবে যে আপনি ঈশ্বরকে ভালবাসেন। “ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি; আর তাঁহার আজ্ঞা সকল দুর্ব্বহ নয়।”—১ যোহন ৫:৩.
যা শিখছেন তা কাজে লাগান। যীশু এই বিষয়ে একটা গল্প বলেছিলেন। একজন বুদ্ধিমান লোক ছিলেন, যিনি পাথরের ওপর তার ঘর বানিয়েছিলেন। আর একজন বোকা লোক ছিল, যে বালির ওপর তার ঘর বানিয়েছিল। একদিন প্রচণ্ড ঝড় হয় আর ওই ঝড়ে বালির ওপর বানানো ঘর ভেঙে গুড়িয়ে যায় কিন্তু পাথরের ওপরে বানানো ঘরের কিছুই হয় না। যীশু বলেছিলেন যে যারা তাঁর শিক্ষা শুনে কাজে লাগান তারা ওই বুদ্ধিমান লোকের মতো, যিনি পাথরের ওপর তার ঘর বানিয়েছিলেন। কিন্তু যারা তার শিক্ষা শুনে কাজে লাগায় না তারা সেই বোকা লোকের মতো, যে বালির ওপর তার ঘর বানিয়েছিল। আপনি কোন্ লোকের মতো হতে চান?—মথি ৭:২৪-২৭.
নিজেকে উৎসর্গ করুন। এর মানে হল যিহোবার কাছে প্রার্থনা করুন এবং বলুন যে আপনি চিরকাল তাঁর ইচ্ছা পালন করতে চান। আর ঈশ্বরের ইচ্ছা পালন করা দেখাবে যে আপনি যীশু খ্রীষ্টের একজন শিষ্য।—বাপ্তিস্ম। “তাঁহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও, ও তোমার পাপ ধুইয়া ফেল।”—প্রেরিত ২২:১৬.
ঈশ্বরের সেবায় নিজেকে উজাড় করে দিন। “যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য্য কর, মনুষ্যের কর্ম্ম নয়, কিন্তু প্রভুরই [“যিহোবার,” NW] কর্ম্ম বলিয়া কর।”—কলসীয় ৩:২৩.