সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মিথ্যা ধর্ম থেকে বেরিয়ে আসুন!

মিথ্যা ধর্ম থেকে বেরিয়ে আসুন!

পাঠ ১১

মিথ্যা ধর্ম থেকে বেরিয়ে আসুন!

শয়তান ও তাঁর দূতেরা চায় না যে আপনি ঈশ্বরের সেবা করুন। তারা পারলে সবাইকেই ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায়। কীভাবে তারা এটা করার চেষ্টা করে? একটা উপায় হল মিথ্যা ধর্ম। (২ করিন্থীয় ১১:১৩-১৫) মিথ্যা ধর্ম নকল টাকার মতো, যেটাকে আসল মনে হলেও আসলে এর কোন মূল্যই নেই। এটা শুধু আপনাকে সমস্যায় ফেলতে পারে।

মিথ্যা ধর্ম সত্যের ঈশ্বর যিহোবাকে কখনোই খুশি করে না। যীশু যখন পৃথিবীতে ছিলেন সেই সময় একটা ধর্মীয় দল ছিল, যারা যীশুকে হত্যা করতে চেয়েছিল। তারা ভেবেছিল যে তারা ঠিক পদ্ধতিতে উপাসনা করছে। তারা বলেছিল: “আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।” যীশু কি তাদের কথা মেনে নিয়েছিলেন? অবশ্যই না! তিনি তাদেরকে বলেছিলেন: “তোমরা আপনাদের পিতা দিয়াবলের।” (যোহন ৮:৪১, ৪৪) আজকেও অনেক লোকেরা মনে করেন যে তারা ঈশ্বরের উপাসনা করছেন কিন্তু আসলে তারা শয়তান ও তার দূতেদের উপাসনা করছেন!—১ করিন্থীয় ১০:২০.

একটা খারাপ গাছে যেমন খারাপ ফল ধরে, তেমনই মিথ্যা ধর্মের লোকেরা খারাপ কাজ করে। লোকেরা খারাপ কাজ করে বলেই আজকে পৃথিবীতে এত সমস্যা রয়েছে। পৃথিবীর সব জায়গায় অনৈতিকতা, মারামারি, চুরি, অত্যাচার, খুনখারাপি ও ধর্ষণ রয়েছে। যারা এইসব খারাপ কাজ করছে তাদের অনেকেই কোন না কোন ধর্ম পালন করে কিন্তু তাদের ধর্ম তাদের দিয়ে ভাল কাজ করাতে পারে না। তারা খারাপ কাজ না ছাড়া পর্যন্ত ঈশ্বরের বন্ধু হতে পারবে না।—মথি ৭:১৭, ১৮.

মিথ্যা ধর্ম লোকেদেরকে মূর্তির কাছে প্রার্থনা করতে শেখায়। কিন্তু ঈশ্বর মূর্তির কাছে প্রার্থনা করতে নিষেধ করেন। আর এটাই ঠিক। আপনি কি এমন কাউকে পছন্দ করবেন যিনি আপনার সঙ্গে কথা না বলে শুধু আপনার ছবির সঙ্গে কথা বলেন? এই লোকটা কি আপনার সত্যিকারের বন্ধু হতে পারেন? না। তেমনই যিহোবা চান লোকেরা তাঁর সঙ্গে কথা বলুক। কোন মূর্তি বা ছবির সঙ্গে নয় যেগুলোর জীবন নেই।—যাত্রাপুস্তক ২০:৪, ৫.

মিথ্যা ধর্ম শেখায় যে যুদ্ধে মানুষকে হত্যা করা অন্যায় নয়। যীশু বলেছিলেন যে ঈশ্বরের বন্ধুরা একে অন্যকে ভালবাসবে। আমরা যাদের ভালবাসি তাদের হত্যা করি না। (যোহন ১৩:৩৫) আর এমনকি খারাপ লোকেদের হত্যা করাও অন্যায়। শত্রুরা যখন যীশুকে গ্রেপ্তার করতে এসেছিল, সেই সময় তিনি নিজেকে বাঁচানোর জন্য শিষ্যদেরকে লড়াই করতে দেননি।—মথি ২৬:৫১, ৫২.

মিথ্যা ধর্ম শেখায় যে খারাপ লোকেরা নরকের আগুনে পুড়বে। কিন্তু বাইবেল শেখায় যে পাপের শাস্তি হল মৃত্যু। (রোমীয় ৬:২৩) যিহোবা হলেন প্রেমের ঈশ্বর। একজন প্রেমময় ঈশ্বর কি কখনও মানুষকে অনন্তকাল ধরে যন্ত্রণা দেবেন? অবশ্যই না! পরমদেশে শুধু একটাই ধর্ম থাকবে, যেটাকে যিহোবা মেনে নেবেন। (প্রকাশিত বাক্য ১৫:৪) শয়তানের মিথ্যা ভিত্তির ওপর গড়ে ওঠা সমস্ত ধর্ম ধ্বংস হয়ে যাবে।