সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সত্য ধর্ম চেনার উপায়

সত্য ধর্ম চেনার উপায়

পাঠ ১০

সত্য ধর্ম চেনার উপায়

ঈশ্বরের বন্ধু হতে চাইলে আপনাকে সেই ধর্ম পালন করতে হবে, যেটাকে ঈশ্বর মেনে নেন। যীশু বলেছিলেন যে “প্রকৃত ভজনাকারীরা” “সত্যে” ঈশ্বরের উপাসনা করবে। (যোহন ৪:২৩, ২৪) ঈশ্বরকে উপাসনা করার শুধু একটাই সঠিক পথ রয়েছে। (ইফিষীয় ৪:৪-৬) সত্য ধর্ম অনন্ত জীবনের পথে নিয়ে যায় আর মিথ্যা ধর্ম ধ্বংসের পথে নিয়ে যায়।—মথি ৭:১৩, ১৪.

সত্য ধর্ম পালন করেন এমন লোকেদের দেখে আপনি সত্য ধর্মকে চিনতে পারেন। যিহোবা হলেন একজন ভাল ঈশ্বর আর তাই যারা তাঁর উপাসনা করেন তাদেরকেও ভাল লোক হতে হবে। একটা ভাল কমলালেবু গাছে যেমন ভাল কমলালেবু ধরে, তেমনই সত্য ধর্মে ভাল লোকেরাই থাকবে।—মথি ৭:১৫-২০.

যিহোবার বন্ধুরা বাইবেলকে গভীর সম্মান করেন। তারা জানেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর তাই বাইবেলের শিক্ষাকে তারা তাদেরকে পথ দেখাতে, সমস্যা সমাধান করতে ও ঈশ্বরকে জানতে সাহায্য করতে দেন। (২ তীমথিয় ৩:১৬) তারা যা প্রচার করেন, তা নিজেরাও মেনে চলার জন্য প্রাণপণ চেষ্টা করেন।

যিহোবার বন্ধুরা একে অন্যকে ভালবাসেন। ঈশ্বরের সম্বন্ধে শিখিয়ে এবং যারা অসুস্থ তাদের সুস্থ করে যীশু দেখিয়েছিলেন যে তিনি লোকেদের ভালবাসেন। যারা সত্য ধর্ম পালন করেন তারাও অন্যদের ভালবাসেন। যীশুর মতো তারাও গরিব বা অন্য জাতির লোকেদের নিচু চোখে দেখেন না। কারণ যীশু বলেছিলেন যে ভালবাসাই হবে তাঁর শিষ্যদেরকে চেনার উপায়।—যোহন ১৩:৩৫.

ঈশ্বরের বন্ধুরা তাঁর যিহোবা নামকে সম্মান করেন। কেউ যদি আপনাকে আপনার নাম ধরে না ডাকেন, তাহলে সে কি আপনার কাছের বন্ধু হতে পারবেন? কখনোই না! আমাদের যদি কোন বন্ধু থাকে, তাহলে আমরা তার নাম ধরে ডাকি এবং অন্য লোকেদের কাছে তার সুনাম করি। তেমনই যারা ঈশ্বরের বন্ধু হতে চান তাদেরও তাঁর নামে ডাকতে হবে এবং অন্যদেরকে তাঁর সম্বন্ধে জানাতে হবে। যিহোবাও আমাদের কাছে তাই-ই চান।—মথি ৬:৯; রোমীয় ১০:১৩, ১৪.

যীশুর মতো ঈশ্বরের বন্ধুরাও লোকেদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শেখান। ঈশ্বরের রাজ্য হল স্বর্গীয় সরকার, যা পৃথিবীকে পরমদেশ বানাবে। ঈশ্বরের বন্ধুরা ঈশ্বরের রাজ্যের এই সুসমাচার লোকেদেরকে জানান।—মথি ২৪:১৪.

যিহোবার সাক্ষিরা ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য প্রাণপণ করেন। তারা বাইবেলকে সম্মান করেন এবং একে অন্যকে ভালবাসেন। এছাড়াও তারা ঈশ্বরের নামে ডাকেন ও সেই নামকে সম্মান করেন এবং ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের শেখান। আজকে পৃথিবীতে যিহোবার সাক্ষিরা সত্য ধর্ম পালন করছেন।