ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!

ঈশ্বরের কাছ থেকে সুসমাচারটা আসলে কী? কেন আমরা সেটা বিশ্বাস করতে পারি? এই ব্রোশার বাইবেলের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেয়।

এই ব্রোশার থেকে যেভাবে উপকার লাভ করা যায়

এই ব্রোশার আপনাকে সরাসরি ঈশ্বরের বাক্য, বাইবেল থেকে শিক্ষা লাভ করার বিষয়টা উপভোগ করতে সাহায্য করবে। শাস্ত্রপদের রেফারেন্স খুঁজে পাওয়ার জন্য আপনি কীভাবে নিজের বাইবেল ব্যবহার করতে পারেন, তা দেখুন।

LESSON ১

সুসমাচারটা আসলে কী?

ঈশ্বরের কাছ থেকে সুসমাচারটা আসলে কী, কেন তা অত্যন্ত জরুরি আর আমাদের কী করা উচিত, সেই বিষয়ে জানুন।

LESSON ২

ঈশ্বর কে?

ঈশ্বরের কি কোনো নাম আছে আর তিনি কি আমাদের জন্য চিন্তা করেন?

LESSON ৩

সুসমাচার কি আসলেই ঈশ্বরের কাছ থেকে?

কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেলের বার্তা সত্য?

LESSON ৪

যিশু খ্রিস্ট কে?

যিশু কেন মারা গিয়েছিলেন, মুক্তির মূল্য কী আর যিশু এখন কী করছেন, তা জানুন।

LESSON ৫

পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?

বাইবেল ব্যাখ্যা করে যে, কেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন, কখন দুঃখকষ্ট শেষ হবে, ভবিষ্যতে পৃথিবী কেমন হবে আর কারা সেখানে বাস করবে।

LESSON ৬

মৃত ব্যক্তিদের জন্য কোন আশা রয়েছে?

আমরা মারা গেলে কী হয়? আমরা কি আমাদের মৃত প্রিয়জনদের আবার কখনো দেখতে পাব?

LESSON ৭

ঈশ্বরের রাজ্য কী?

ঈশ্বরের রাজ্যের রাজা কে আর সেই রাজ্য কী সম্পাদন করবে?

LESSON ৮

কেন ঈশ্বর মন্দতা ও দুঃখকষ্ট থাকতে দিয়েছেন?

কীভাবে মন্দতা শুরু হয়েছিল আর কেন ঈশ্বর এখনও পর্যন্ত তা থাকতে দিয়েছেন? দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?

LESSON ৯

কীভাবে আপনার পরিবার সুখী হতে পারে?

সুখী ঈশ্বর যিহোবা চান যেন পরিবারগুলো সুখী হয়। স্বামী, স্ত্রী, বাবা-মা ও সন্তানদের জন্য বাইবেলের ব্যবহারিক উপদেশ খুঁজে বের করুন।

LESSON ১০

কীভাবে আপনি সত্য উপাসনাকে শনাক্ত করতে পারেন?

সত্য ধর্ম কি কেবল একটাই? সত্য উপাসনার পাঁচটা শনাক্তকারী চিহ্ন বিবেচনা করুন।

LESSON ১১

বাইবেলের নীতিগুলো কীভাবে আমাদের উপকৃত করে?

কেন আমাদের নির্দেশনা প্রয়োজন এবং কোন দুটো নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা যিশু ব্যাখ্যা করেছিলেন।

LESSON ১২

কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন?

ঈশ্বর সমস্ত প্রার্থনা শোনেন কি না, কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আমরা আর কী করতে পারি, তা খুঁজে বের করুন।

LESSON ১৩

ধর্ম সম্বন্ধে সুসমাচারটা কী?

কখনো কি এমন এক সময় আসবে, যখন সকলে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনায় একতাবদ্ধ হবে?

LESSON ১৪

কেন ঈশ্বরের একটা সংগঠন রয়েছে?

কেন এবং কীভাবে সত্য খ্রিস্টানরা সংগঠিত হয়েছিল, বাইবেল তা জানায়।

LESSON ১৫

কেন আপনার ক্রমাগত সুসমাচার সম্বন্ধে জানা উচিত?

ঈশ্বর ও তাঁর বাক্য সম্বন্ধে আপনার জ্ঞান কীভাবে অন্যদের উপকৃত করতে পারে? ঈশ্বরের সঙ্গে আপনি কোন সম্পর্ক উপভোগ করতে পারেন?