পাঠ ১৫
কেন আপনার ক্রমাগত সুসমাচার সম্বন্ধে জানা উচিত?
১. আপনার বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়া কীভাবে আপনাকে উপকৃত করবে?
কোনো সন্দেহ নেই যে, বাইবেলের এই মৌলিক শিক্ষাগুলো সম্বন্ধে সাধারণ জ্ঞান যিহোবার প্রতি আপনার প্রেমকে আরও শক্তিশালী করেছে। এই প্রেমকে ক্রমাগত শক্তিশালী করতে হবে। (১ পিতর ২:২) আপনার অনন্তজীবনের আশা, আপনি তাঁর বাক্য অধ্যয়ন করার মাধ্যমে ক্রমাগত তাঁর নিকটবর্তী হওয়ার বিষয়টা চালিয়ে যাবেন কি না, সেটার ওপর নির্ভর করে।—পড়ুন, যোহন ১৭:৩; যিহূদা ২১.
আপনার যখন ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান আরও বৃদ্ধি পাবে, তখন আপনার বিশ্বাস আরও শক্তিশালী হয়ে উঠবে। বিশ্বাস আপনাকে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সাহায্য করবে। (ইব্রীয় ১১:১, ৬) এটা আপনাকে অনুতপ্ত হতে এবং আপনার জীবনধারায় উপকারজনক পরিবর্তন নিয়ে আসতে পরিচালিত করবে।—পড়ুন, প্রেরিত ৩:১৯.
২. ঈশ্বর সম্বন্ধে আপনার জ্ঞান কীভাবে অন্যদের উপকৃত করতে পারে?
সাধারণত, আপনি যা শিখেছেন, তা অন্যদেরকে জানাতে চাইবেন—আমরা সকলেই সুসমাচার সম্বন্ধে বলতে ভালোবাসি। আপনি যখন ক্রমাগত বাইবেল অধ্যয়ন চালিয়ে যাবেন, তখন আপনি যিহোবা এবং সুসমাচারের প্রতি আপনার বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য কীভাবে বাইবেল ব্যবহার করতে হয়, তা শিখতে পারবেন।—পড়ুন, রোমীয় ১০:১৩-১৫.
বেশিরভাগ লোকই বন্ধুবান্ধব অথবা আত্মীয়স্বজনের কাছে বলার মাধ্যমে সুসমাচার জানানো শুরু করে থাকে। কৌশলী হোন। তাদের ধর্ম ভুল এই কথা বলার পরিবর্তে, তাদেরকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে বলুন। এ ছাড়া, মনে রাখবেন যে, লোকেরা প্রায়ই আপনার কথার চেয়ে বরং সদয় আচরণের দ্বারা প্রভাবিত হয়ে থাকে।—পড়ুন, ২ তীমথিয় ২:২৪, ২৫.
৩. ঈশ্বরের সঙ্গে আপনি কোন সম্পর্ক উপভোগ করতে পারেন?
ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা আপনাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে। পরিশেষে, আপনি হয়তো যিহোবার সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলতে পারবেন। আপনি আসলে তাঁর পরিবারের একজন সদস্য হতে পারেন।—পড়ুন, ২ করিন্থীয় ৬:১৮.
৪. কীভাবে আপনি ক্রমাগত উন্নতি করতে পারেন?
ক্রমাগত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার মাধ্যমে আপনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে পারেন। (ইব্রীয় ৫:১৩, ১৪) যিহোবার সাক্ষিদের একজনকে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের মাধ্যমে আপনাকে বাইবেল অধ্যয়ন করানোর কথা বলুন। আপনি যতই ঈশ্বরের বাক্য থেকে শিখবেন, ততই আপনার জীবন আরও সফল হবে।—পড়ুন, গীতসংহিতা ১:১-৩; ৭৩:২৭, ২৮.
সুসমাচার, ধন্য বা সুখী ঈশ্বর যিহোবার কাছ থেকে আসে। তাঁর লোকেদের নিকটবর্তী হওয়ার মাধ্যমে আপনি তাঁর নিকটবর্তী হতে পারেন। (ইব্রীয় ১০:২৪, ২৫) যিহোবাকে খুশি করার বিষয়ে আপনার ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে আপনি এক প্রকৃত জীবন—অনন্তজীবন—লাভ করতে পারেন। আপনার জন্য ঈশ্বরের নিকটবর্তী হওয়া সত্যিই সর্বোত্তম বিষয়।—পড়ুন, ১ তীমথিয় ১:১১; ৬:১৯.