সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৪-ঘ

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—গালীলে যিশুর ব্যাপক পরিচর্যা (ভাগ ২)

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—গালীলে যিশুর ব্যাপক পরিচর্যা (ভাগ ২)

সময়

স্থান

ঘটনা

মথি

মার্ক

লূক

যোহন

৩১ অথবা ৩২ সাল

কফরনাহূম

এলাকা যিশু রাজ্যের বিষয়ে দৃষ্টান্ত দেন

১৩:১-৫৩

৪:১-৩৪

৮:৪-১৮

 

গালীল সমুদ্র

নৌকা থেকে ঝড় থামান

৮:১৮,২৩-২৭

৪:৩৫-৪১

৮:২২-২৫

 

গাদার অঞ্চল

ভূতদের শূকরপালের মধ্যে পাঠান

৮:২৮-৩৪

৫:১-২০

৮:২৬-৩৯

 

সম্ভবত কফরনাহূম

রক্তস্রাবগ্রস্ত মহিলাকে সুস্থ করেন; যায়ীরের মেয়েকে পুনরুত্থিত করেন

৯:১৮-২৬

৫:২১-৪৩

৮:৪০-৫৬

 

কফরনাহূম (?)

অন্ধ ও বোবাদের সুস্থ করেন

৯:২৭-৩৪

     

নাসরৎ

নিজের নগরে আবারও প্রত্যাখ্যাত হন

১৩:৫৪-৫৮

৬:১-৫

   

গালীল

গালীলে তৃতীয় যাত্রা; প্রেরিতদের পাঠানোর দ্বারা কাজকে প্রসারিত করেন

৯:৩৫–১১:১

৬:৬-১৩

৯:১-৬

 

তিবিরিয়া

হেরোদ যোহন বাপ্তাইজকের মস্তক ছেদন করেন; যিশুর কারণে হেরোদ অস্থির হয়ে ওঠেন

১৪:১-১২

৬:১৪-২৯

৯:৭-৯

 

৩২ সাল, নিস্তারপর্বের কাছাকাছি সময়ে (যোহন ৬:৪)

কফরনাহূম (?); গালীল সমুদ্রের উত্তর-পূর্ব দিক

প্রেরিতরা প্রচার থেকে ফিরে আসেন; যিশু ৫,০০০ পুরুষকে খাওয়ান

১৪:১৩-২১

৬:৩০-৪৪

৯:১০-১৭

৬:১-১৩

গালীল সমুদ্রের উত্তর-পূর্ব দিক; গিনেষরৎ

লোকেরা যিশুকে রাজা করার চেষ্টা করে; তিনি সমুদ্রের ওপর হাঁটেন; অনেককে সুস্থ করেন

১৪:২২-৩৬

৬:৪৫-৫৬

 

৬:১৪-২১

কফরনাহূম

তিনি বলেন যে, তিনিই “সেই জীবন-খাদ্য”; অনেকে বিঘ্ন পায় এবং চলে যায়

     

৬:২২-৭১

৩২ সাল, নিস্তারপর্বের পর

সম্ভবত কফরনাহূম

মানুষের পরম্পরাগত বিধি উন্মোচন করে দেন

১৫:১-২০

৭:১-২৩

 

৭:১

ফৈনীকিয়া; দিকাপলি

সুর-ফৈনীকীয় একজন মহিলার মেয়েকে সুস্থ করেন; ৪,০০০ পুরুষকে খাওয়ান

১৫:২১-৩৮

৭:২৪–৮:৯

   

মগদন

যোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন দেননি

১৫:৩৯–১৬:৪

৮:১০-১২