সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

১৬-খ

পৃথিবীতে যিশুর জীবনের শেষ সপ্তাহ (ভাগ ২)

পৃথিবীতে যিশুর জীবনের শেষ সপ্তাহ (ভাগ ২)

১২ নিশান

সূর্যাস্ত (সূর্যাস্তের মাধ্যমে যিহুদি দিন শুরু এবং শেষ হয়)

সূর্যোদয়

  • শিষ্যদের সঙ্গে নিরিবিলি দিন

  • যিহূদা বিশ্বাসঘাতকতা করার ব্যবস্থা করেন

সূর্যাস্ত

১৩ নিশান

সূর্যাস্ত

সূর্যোদয়

  • পিতর ও যোহন নিস্তারপর্বের জন্য প্রস্তুতি নেন

  • যিশু এবং অন্যান্য প্রেরিত বিকেলে আসেন

সূর্যাস্ত

১৪ নিশান

সূর্যোদয়

  • প্রেরিতদের সঙ্গে নিস্তারপর্বের ভোজ খান

  • প্রেরিতদের পা ধুয়ে দেন

  • যিহূদাকে বহিষ্কার করেন

  • প্রভুর সান্ধ্যভোজ প্রতিষ্ঠা করেন

  • বিশ্বাসঘাতকতা করা এবং গেৎশিমানী বাগানে গ্রেপ্তার করা হয়

  • প্রেরিতরা পালিয়ে যান

  • কায়াফার ঘরে মহসভার দ্বারা বিচারিত হন

  • পিতর যিশুকে অস্বীকার করেন

সূর্যোদয়

  • আবারও মহাসভার সামনে আসেন

  • প্রথমে পীলাত, এরপর হেরোদ এবং পরে আবার পীলাতের কাছে নিয়ে যাওয়া হয়

  • মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গল্‌গথায় তা কার্যকর করা হয়

  • দুপুর প্রায় তিনটের সময় মারা যান

  • দেহ সরিয়ে নিয়ে কবর দেওয়া হয়

সূর্যাস্ত

১৫ নিশান (বিশ্রামবার)

সূর্যাস্ত

সূর্যোদয়

  • পীলাত যিশুর কবরের সামনে প্রহরী রাখার অনুমতি দেন

সূর্যাস্ত

১৬ নিশান

সূর্যাস্ত

  • কবর দেওয়ার জন্য আরও সুগন্ধি দ্রব্য কিনে আনা হয়

সূর্যোদয়

  • পুনরুত্থিত হন

  • শিষ্যদের দেখা দেন

সূর্যাস্ত