১৯
ইব্রীয় ক্যালেন্ডার
নিশান (আবীব) মার্চ-এপ্রিল |
১৪ নিস্তারপর্ব ১৫-২১ তাড়িশূন্য রুটি ১৬ অগ্রিমাংশের নৈবেদ্য |
যর্দন নদী বৃষ্টি ও বরফ-গলা জলে ভরে যায় |
যব |
আইয়ার (সিব) এপ্রিল-মে |
১৪ নিস্তারপর্বের পর |
শুষ্ক মরসুম শুরু হয়, আকাশ সাধারণত পরিষ্কার থাকে |
গম |
সিবন মে-জুন |
৬ সাত সপ্তাহের উৎসব (পঞ্চাশত্তমীর দিন) |
গ্রীষ্মের তাপ, বিশুদ্ধ বাতাস |
গম, আশুপক্ব ডুমুর |
তামুজ জুন-জুলাই |
তাপমাত্রা বাড়তে থাকে, বিভিন্ন এলাকায় খুব শিশির পড়ে |
আশুপক্ব আঙুর |
|
আব জুলাই-আগস্ট |
তাপমাত্রা চরমে পৌঁছায় |
গ্রীষ্মকালীন ফল |
|
এলুল আগস্ট-সেপ্টে. |
তাপমাত্রা একই থাকে |
খেজুর, আঙুর এবং ডুমুর |
|
তিসরি (এথানিম) -সেপ্টে.-অক্টো. |
১ তূরীধ্বনির দিন ১০ প্রায়শ্চিত্তের দিন ১৫-২১ কুটিরোৎসব ২২ পর্ব সভা |
গ্রীষ্মকাল শেষ, বর্ষাকাল শুরু |
লাঙল দেওয়ার সময় |
চেশবান (বুল) অক্টো.-নভে. |
সামান্য বৃষ্টিপাত |
জিত বৃক্ষের ফল |
|
কিসলেব নভে.-ডিসে. |
২৫ মন্দির প্রতিষ্ঠার পর্ব |
বৃষ্টিপাত বাড়তে থাকে, তুষারপাত, বরফাবৃত পাহাড় |
শীতকালে পশুপালন |
তেবেত ডিসে.-জানু. |
সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত, বরফাবৃত পাহাড় |
শাকসবজির ফলন |
|
শেবাত জানু.-ফেব্রু. |
শীত কমতে থাকে, বৃষ্টিপাত হতে থাকে |
বাদামপুষ্প |
|
আদর ফেব্রু.-মার্চ |
১৪, ১৫ পূরীম |
প্রায়ই বজ্রপাত-সহ শিলাবৃষ্টি |
মসীনা ডাটা |
ভিয়াডার মার্চ |
প্রতি ১৯ বছরে সাত বার এই মাস যুক্ত করা হতো |