সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৪-ছ

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিরূশালেমে যিশুর পরবর্তী পরিচর্যা (ভাগ ১)

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিরূশালেমে যিশুর পরবর্তী পরিচর্যা (ভাগ ১)

সময়

স্থান

ঘটনা

মথি

মার্ক

লূক

যোহন

৩৩ সাল, ৮ নিশান

বৈথনিয়া

যিশু নিস্তারপর্বের ছয় দিন আগে আসেন

     

১১:৫৫–১২:১

৯ নিশান

বৈথনিয়া

মরিয়ম তাঁর মাথায় এবং পায়ে তেল ঢেলে দেন

২৬:৬-১৩

১৪:৩-৯

 

১২:২-১১

বৈথনিয়া-বৈৎফগী-যিরূশালেম

গাধার পিঠে চড়ে বিজয়ীর মতো যিরূশালেমে প্রবেশ করেন

২১:১-১১, ১৪-১৭

১১:১-১১

১৯:২৯-৪৪

১২:১২-১৯

১০ নিশান

বৈথনিয়া-যিরূশালেম

ডুমুর গাছকে শাপ দেন; আবারও মন্দির পরিষ্কার করেন

২১:১৮, ১৯; ২১:১২, ১৩

১১:১২-১৭

১৯:৪৫, ৪৬

 

যিরূশালেম

প্রধান যাজক ও অধ্যাপকরা যিশুকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেন

 

১১:১৮, ১৯

১৯:৪৭, ৪৮

 

যিহোবা কথা বলেন; যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন; যিহুদিদের অবিশ্বাস যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করে

     

১২:২০-৫০

১১ নিশান

বৈথনিয়া-যিরূশালেম

শুকিয়ে যাওয়া ডুমুর গাছ থেকে শিক্ষা

২১:১৯-২২

১১:২০-২৫

   

যিরূশালেমের মন্দির

তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়; দুই পুত্রের দৃষ্টান্ত

২১:২৩-৩২

১১:২৭-৩৩

২০:১-৮

 

দৃষ্টান্ত: খুনি কৃষক, বিবাহভোজ

২১:৩৩–২২:১৪

১২:১-১২

২০:৯-১৯

 

ঈশ্বর ও কৈসর সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দেন, পুনরুত্থান, সর্বমহৎ আজ্ঞা

২২:১৫-৪০

১২:১৩-৩৪

২০:২০-৪০

 

জনতাকে জিজ্ঞেস করেন, খ্রিস্ট দায়ূদের সন্তান কি না

২২:৪১-৪৬

১২:৩৫-৩৭

২০:৪১-৪৪

 

অধ্যাপক এবং ফরীশীদের ধিক্কার দেন

২৩:১-৩৯

১২:৩৮-৪০

২০:৪৫-৪৭

 

বিধবার দান লক্ষ করেন

 

১২:৪১-৪৪

২১:১-৪

 

জৈতুন পর্বত

ভাবি আগমন বা উপস্থিতির চিহ্ন দেন

২৪:১-৫১

১৩:১-৩৭

২১:৫-৩৮

 

দৃষ্টান্ত: দশ কুমারী, তালন্ত, মেষ ও ছাগ

২৫:১-৪৬

     

১২ নিশান

যিরূশালেম

যিহুদি নেতারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করেন

২৬:১-৫

১৪:১, ২

২২:১, ২

 

যিহূদা বিশ্বাসঘাতকতা করার ব্যবস্থা করেন

২৬:১৪-১৬

১৪:১০, ১১

২২:৩-৬

 

১৩ নিশান (বৃহস্পতিবার দুপুর)

যিরূশালেমের কাছে এবং যিরূশালেমে

শেষ নিস্তারপর্বের জন্য প্রস্তুতি নেওয়া হয়

২৬:১৭-১৯

১৪:১২-১৬

২২:৭-১৩

 

১৪ নিশান

যিরূশালেম

প্রেরিতদের সঙ্গে নিস্তারপর্বের ভোজ খান

২৬:২০, ২১

১৪:১৭, ১৮

২২:১৪-১৮

 

প্রেরিতদের পা ধুয়ে দেন

     

১৩:১-২০