সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৪-খ

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিশুর পরিচর্যার শুরু

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিশুর পরিচর্যার শুরু

সময়

স্থান

ঘটনা

মথি

মার্ক

লূক

যোহন

২৯ সাল, শরৎকাল

যর্দন নদী, সম্ভবত যর্দনের ওপারে বৈথনিয়াতে অথবা এর কাছাকাছি

যিশু বাপ্তাইজিত এবং অভিষিক্ত হন; যিহোবা তাঁকে তাঁর পুত্র বলে ঘোষণা করেন এবং তাঁকে অনুমোদন করেন

৩:১৩-১৭

১:৯-১১

৩:২১-৩৮

 

যিহূদিয়ার প্রান্তর

দিয়াবলের দ্বারা প্রলোভিত

৪:১-১

১:১২, ১৩

৪:১-১৩

 

যর্দনের ওপারে বৈথনিয়া

যোহন বাপ্তাইজক যিশুকে ঈশ্বরের মেষশাবক হিসেবে শনাক্ত করেন; প্রথম শিষ্যরা যিশুর সঙ্গে যোগ দেন

     

১:১৫, ১৯-৫১

গালীলের কান্না নগর; কফরনাহূম

বিবাহভোজে প্রথম অলৌকিক কাজ, জলকে দ্রাক্ষারসে পরিণত করেন; কফরনাহূমে যান

     

২:১-১২

৩০ সাল, নিস্তারপর্ব

যিরূশালেম

মন্দির পরিষ্কার করেন

     

২:১৩-২৫

নীকদীমের সঙ্গে কথা বলেন

     

৩:১-২১

যিহূদিয়া; ঐনোন

যিহূদিয়া দেশে যান, তাঁর শিষ্যরা বাপ্তিস্ম নেন; যিশু সম্বন্ধে যোহনের শেষ সাক্ষ্য

     

৩:২২-৩৬

তিবিরিয়া; যিহূদিয়া

যোহনকে কারাগারে নিয়ে যাওয়া হয়; যিশু গালীলের উদ্দেশে রওনা দেন

৪:১২; ১৪:৩-৫

৬:১৭-২০

৩:১৯, ২০

৪:১-৩

শমরিয়ার শুখর নগর

গালীলে যাওয়ার সময় শমরীয়দের শিক্ষা দেন

     

৪:৪-৪৩

যিহূদিয়ার প্রান্তর