সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

৪-ক

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিশুর পরিচর্যার আগে পর্যন্ত

যিশুর পার্থিব জীবনের প্রধান ঘটনাগুলো—যিশুর পরিচর্যার আগে পর্যন্ত

চারটে সুসমাচারের বিবরণ কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে

পরবর্তী তালিকাগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত মানচিত্র রয়েছে, যেখানে যিশুর ভ্রমণপথ এবং প্রচার কাজের স্থান তুলে ধরা হয়েছে। মানচিত্রগুলোর মধ্যে দেওয়া তিরচিহ্ন একেবারে সঠিক পথগুলোকে চিত্রিত করে না বরং মূলত দিককে নির্দেশ করে।

যিশুর পরিচর্যার আগে পর্যন্ত

সময়

স্থান

ঘটনা

মথি

মার্ক

লূক

যোহন

খ্রিস্টপূর্ব ৩ সাল

যিরূশালেম, মন্দির

স্বর্গদূত গাব্রিয়েল সখরিয়ের কাছে যোহন বাপ্তাইজকের জন্ম সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন

   

১:৫-২৫

 

খ্রিস্টপূর্ব প্রায় ২ সাল

নাসরৎ; যিহূদিয়া

স্বর্গদূত গাব্রিয়েল মরিয়মের কাছে যিশুর জন্ম সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন; তিনি তার আত্মীয়া ইলীশাবেতের সঙ্গে দেখা করতে যান

   

১:২৬-৫৬

 

খ্রিস্টপূর্ব ২ সাল

যিহূদিয়ার পর্বতময় দেশ

যোহন বাপ্তাইজকের জন্ম হয় এবং তার নাম রাখা হয়; সখরিয় ভবিষ্যদ্‌বাণী করেন; যোহন প্রান্তরে যান

   

১:৫৭-৮০

 

খ্রিস্টপূর্ব ২ সাল, প্রায় অক্টো. ১

বৈৎলেহম

যিশুর জন্ম হয়; “সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হইলেন”

১:১-২৫

 

২:১-৭

১:১৪

বৈৎলেহমের কাছাকাছি; বৈৎলেহম

স্বর্গদূত মেষপালকদেরকে সুসমাচার জানান; স্বর্গদূতেরা ঈশ্বরের প্রশংসা করেন; মেষপালকরা শিশুকে দেখতে যায়

   

২:৮-২০

 

বৈৎলেহম; যিরূশালেম

যিশুর ত্বক্‌চ্ছেদ হয় (৮ম দিন); বাবা-মা মন্দিরে নিয়ে আসেন (৪০ দিন পর)

   

২:২১-৩৮

 

খ্রিস্টপূর্ব ১ সাল অথবা ১ খ্রিস্টাব্দ

যিরূশালেম; বৈৎলেহম; মিশর; নাসরৎ

জ্যোতিষীরা দেখা করতে আসেন; পরিবার মিশরে পালিয়ে যায়; হেরোদ ছেলে শিশুদের হত্যা করেন; পরিবার মিশর থেকে ফিরে আসে এবং নাসরতে থাকতে শুরু করে

২:১-২৩

 

২:৩৯, ৪০

 

১২ খ্রিস্টাব্দ, নিস্তারপর্ব

যিরূশালেম

বারো বছর বয়সে যিশু মন্দিরে গুরুদের প্রশ্ন করেন

   

২:৪১-৫০

 
 

নাসরৎ

নাসরতে ফিরে আসেন; বাবা-মায়ের বশীভূত থাকেন; কাঠের কাজ শেখেন; মরিয়মের আরও চার ছেলে ও সেইসঙ্গে মেয়ে হয় (মথি ১৩:৫৫, ৫৬; মার্ক ৬:৩)

   

২:৫১, ৫২

 

২৯ সাল, বসন্তকাল

প্রান্তর, যর্দন নদী

যোহন বাপ্তাইজক তার পরিচর্যা শুরু করেন

৩:১-১২

১:১-৮

৩:১-১৮

১:৬-৮