সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের ইচ্ছা পালন করতে অন্যদের সাহায্য করা

ঈশ্বরের ইচ্ছা পালন করতে অন্যদের সাহায্য করা

পাঠ ১৫

ঈশ্বরের ইচ্ছা পালন করতে অন্যদের সাহায্য করা

আপনি যা শিখছেন সে সম্বন্ধে অপরকে বলবেন কেন? (১)

কাদের সাথে আপনি সুসমাচার বন্টন করতে পারেন? (২)

অপরের উপরে আপনার আচরণের কী প্রভাব হতে পারে? (২)

মণ্ডলীর সঙ্গে আপনি কখন প্রচার করতে পারেন? (৩)

১. ইতিমধ্যেই বাইবেল থেকে অনেক উত্তম বিষয় আপনি শিখেদুছন। এক খ্রীষ্টীয় ব্যক্তিত্বের অনুশীলন করতে এই জ্ঞানের উচিত আপনাকে পরিচালনা করা। (ইফিষীয় ৪:২২-২৪) অনন্ত জীবন লাভ করতে আপনার জন্য এই জ্ঞান অপরিহার্য। (যোহন ১৭:৩) কিন্তু, অন্যদেরও সুসমাচার শোনা প্রয়োজন যাতে তারাও রক্ষা পেতে পারে। সকল সত্য খ্রীষ্টীয় ব্যক্তিরা অবশ্যই অন্যদের কাছে সাক্ষ্যদান করবে। এটি ঈশ্বরের আদেশ।—রোমীয় ১০:১০; ১ করিন্থীয় ৯:১৬; ১ তীমথিয় ৪:১৬.

২. উত্তম বিষয়গুলি যা আপনি শিখছেন আপনার কাছাকাছি যারা রয়েছে তাদের সাথে তা বন্টন করে নিয়ে আপনি শুরু করতে পারেন। আপনার পরিবার, বন্ধুবান্ধব, স্কুলের সঙ্গীসাথী এবং সহকর্মীদের সেগুলি বলুন। তা বলবার সময়ে দয়ালু এবং ধৈর্যশীল হোন। (২ তীমথিয় ২:২৪, ২৫) স্মরণে রাখবেন যে, কোন ব্যক্তি যা বলে তা শোনার চেয়ে লোকে প্রায়ই তার আচরণের প্রতি অধিক লক্ষ্য রাখে। তাই আপনার উত্তম আচরণ আপনি যে বার্তা বলদুছন তা শুনতে অন্যদের আকৃষ্ট করতে পারে।—মথি ৫:১৬; ১ পিতর ৩:১, ২, ১৬.

৩. যথা সময়ে, আপনি যিহোবার সাক্ষীদের স্থানীয় মণ্ডলীর সঙ্গে প্রচার আরম্ভ করার যোগ্য হতে পারেন। আপনার অগ্রগতিতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (মথি ২৪:১৪) কী আনন্দই না হবে যদি আপনি অন্য কাউকে যিহোবার একজন সেবক হতে ও অনন্ত জীবন লাভ করায় সাহায্য করতে সক্ষম হন!—১ থিষলনীকীয় ২:১৯, ২০.