অনুতপ্ত হওয়া
কেন সমস্ত মানুষকে তাদের পাপের জন্য অনুতপ্ত হতে হবে এবং যিহোবা ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে?
আরও দেখুন, প্রেরিত ২৬:২০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
লূক ১৮:৯-১৪—যিশু একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছিলেন, আমাদের পাপ স্বীকার করতে হবে এবং ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করতে হবে
-
রোমীয় ৭:১৫-২৫—পৌল একজন প্রেরিত ছিলেন এবং তার দৃঢ়বিশ্বাস ছিল; তা সত্ত্বেও তাকে তার পাপপূর্ণ স্বভাবের সঙ্গে লড়াই করতে হয়েছিল বলে তিনি দুঃখিত হয়ে পড়েছিলেন
-
যিহোবা সেই ব্যক্তিদের কীভাবে দেখেন, যারা অনুতপ্ত হয়?
যিহি ৩৩:১১; রোমীয় ২:৪; ২পিতর ৩:৯
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
লূক ১৫:১-১০—যিশু একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলেন, যখন একজন পাপী অনুতপ্ত হন, তখন যিহোবা ও স্বর্গদূতেরা আনন্দ করেন
-
লূক ১৯:১-১০—সক্কেয় একজন কর আদায়কারী ছিলেন এবং লোকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতেন। কিন্তু, তিনি যখন এই কাজগুলোর জন্য অনুতপ্ত হয়েছিলেন, তখন যিশু তাকে ক্ষমা করেছিলেন
-
কীভাবে আমরা দেখাতে পারি, আমরা সত্যিই অনুতপ্ত?
যিহি ১৮:২১-২৩; প্রেরিত ৩:১৯; ইফি ৪:১৭, ২২-২৪; কল ৩:৫-১০
আরও দেখুন, ১পিতর ৪:১-৩
কীভাবে সঠিক জ্ঞান সেই ব্যক্তিকে সাহায্য করে, যিনি সত্যিই অনুতপ্ত হয়েছেন?
রোমীয় ১২:২; কল ৩:৯, ১০; ২তীম ২:২৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১৭:২৯-৩১—প্রেরিত পৌল এথেন্সের লোকদের বলেছিলেন, যেহেতু তারা না জেনে প্রতিমাপূজা করেছে, তাই তারা যেন অনুতপ্ত হয়
-
১তীম ১:১২-১৫—প্রেরিত পৌল যিশু খ্রিস্ট সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করার আগে না বুঝে গুরুতর পাপ করেছিলেন
-
অনুতপ্ত হওয়া কতটা গুরুত্বপূর্ণ?
এমনকী অনেক বার পাপ করার পরও আমরা যদি অনুতপ্ত হই, তা হলে কেন আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের ক্ষমা করবেন?
যিহোবা সেই ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করেন, যারা তাদের পাপ স্বীকার করে এবং নিজেদের পরিবর্তন করে?
গীত ৩২:৫; হিতো ২৮:১৩; ১যোহন ১:৯
আরও দেখুন, “করুণা”
কেন আমরা বলতে পারি, একজন অনুতপ্ত ব্যক্তির জন্য কেবল মুখে বলাই যথেষ্ট নয় যে, তিনি তার পাপের জন্য অনুতপ্ত?
২বংশা ৭:১৪; হিতো ২৮:১৩; যিহি ১৮:৩০, ৩১; ৩৩:১৪-১৬; মথি ৩:৮; প্রেরিত ৩:১৯; ২৬:২০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২বংশা ৩৩:১-৬, ১০-১৬—রাজা মনঃশি অনেক সময় ধরে মন্দ কাজ করেছিলেন। কিন্তু, পরে তিনি নিজেকে নত করেছিলেন, ক্রমাগত যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন এবং নিজেকে পরিবর্তন করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন, তিনি সত্যিই অনুতপ্ত হয়েছেন
-
গীত ৩২:১-৬; ৫১:১-৪, ১৭—রাজা দায়ূদ যখন যিহোবার বিরুদ্ধে পাপ করেছিলেন, তখন তিনি সেটার জন্য অনেক অনুশোচনা করেছিলেন, সেই পাপ স্বীকার করেছিলেন এবং যিহোবার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন, তিনি সত্যিই অনুতপ্ত হয়েছেন
-
কেন আমাদের সেই ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া উচিত, যারা আমাদের বিরুদ্ধে পাপ করার পরে অনুতপ্ত হয়?
মথি ৬:১৪, ১৫; ১৮:২১, ২২; লূক ১৭:৩, ৪
আরও দেখুন, “ক্ষমা”