আমোদপ্রমোদ; বিনোদন
খ্রিস্টানদের জন্য অবসর সময় কাটানো এবং কিছুটা বিনোদন উপভোগ করা কি ভুল?
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
মার্ক ৬:৩১, ৩২—যদিও যিশু ব্যস্ত ছিলেন, কিন্তু তিনি তাঁর শিষ্যদের কোনো জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিতে বলেছিলেন
কোন নীতিগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে, বিনোদনের পিছনে আমরা যেন এত সময় না দিই, যার ফলে ঈশ্বরের সেবা করার জন্য আমাদের হাতে কোনো সময় থাকে না?
মথি ৬:২১, ৩৩; ইফি ৫:১৫-১৭; ফিলি ১:৯, ১০; ১তীম ৪:৮
আরও দেখুন, হিতো ২১:১৭; উপ ৭:৪
কেন আমাদের এমন আমোদপ্রমোদ অথবা বিনোদন থেকে দূরে থাকতে হবে, যেগুলোর সঙ্গে যৌন অনৈতিকতা যুক্ত রয়েছে?
কেন আমাদের এমন বিনোদন এড়িয়ে চলতে হবে, যেগুলো আমাদের মধ্যে প্রতিযোগিতা করার মনোভাব জাগিয়ে তোলে?
কেন আমাদের এমন বিনোদন এড়িয়ে চলতে হবে, যেগুলোর মধ্যে হিংস্রতা রয়েছে?
কোন ধরনের রসিকতা খ্রিস্টানদের জন্য উপযুক্ত নয়?
বিনোদন ও আমোদপ্রমোদ বাছাই করার সময় কেন আমাদের অন্যদের বিবেকের কথা চিন্তা করতে হবে?