সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উদ্‌বিগ্নতা

উদ্‌বিগ্নতা

আপনি কি এই বিষয়গুলো নিয়ে উদ্‌বিগ্ন হয়ে পড়েন যে, একসময় আপনি দরিদ্র হয়ে যাবেন এবং আপনার খাবারের অভাব হবে অথবা থাকার মতো কোনো জায়গা থাকবে না?

হিতো ১০:১৫; ১৯:৭; ৩০:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • বিলাপ ৩:১৯—জেরুসালেমের ধ্বংসের পর অনেকের মতো ভাববাদী যিরমিয়েরও থাকার মতো কোনো জায়গা ছিল না

    • ২করি ৮:১, ২; ১১:২৭—ম্যাসিডোনিয়ার খ্রিস্টানদের চরম দরিদ্রতার কারণে কষ্ট পেতে হয়েছিল। আর প্রেরিত পৌলকে প্রায়ই খাবার, কাপড় এবং থাকার জায়গার অভাবে কষ্ট পেতে হয়েছিল

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

আপনি কি এই ভেবে ভয় পান যে, আপনার কোনো বন্ধু থাকবে না, আপনি একা হয়ে যাবেন অথবা আপনাকে কেউ ভালোবাসবে না?

ইয়োব ১৯:১৯; উপ ৪:১০, ১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ১৮:২২; ১৯:৯, ১০—ভাববাদী এলিয় মনে করেছিলেন, যিহোবার বিশ্বস্ত দাসদের মধ্যে একমাত্র তিনিই বেঁচে আছেন

    • যির ১৫:১৬-২১—যিরমিয় নিজেকে একা মনে করেছিলেন, কারণ লোকেরা যিহোবার বার্তা না শুনে বরং আনন্দফুর্তি করায় ব্যস্ত ছিল

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ১রাজা ১৯:১-১৯—যিহোবা ভাববাদী এলিয়ের জন্য খাবার ও জল জুগিয়েছিলেন এবং তার চিন্তার বিষয়গুলো মন দিয়ে শুনেছিলেন। এ ছাড়া, তিনি এলিয়কে দেখিয়েছিলেন যে, তাকে সাহায্য করার শক্তিও তাঁর রয়েছে

    • যোহন ১৬:৩২, ৩৩—যিশু জানতেন, তাঁর বন্ধুরা একসময় তাঁকে একা রেখে চলে যাবে। তবে, তিনি এও জানতেন যে, যিহোবা সবসময় তাঁর সঙ্গে থাকবেন