সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উৎসর্গীকরণ

উৎসর্গীকরণ

যিহোবা ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করার পিছনে সঠিক মনোভাব কী?

আমরা যদি ঈশ্বরের সেবা করতে চাই, তা হলে বাইবেলকে আমাদের কীভাবে দেখা উচিত?

পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বর যেভাবে আমাদের সাহায্য করেন, সেই বিষয়ে আমাদের কী স্বীকার করা উচিত?

আগে আমরা যে-মন্দ বিষয়গুলো করেছি, সেগুলোর জন্য অনুতপ্ত হওয়ার সঙ্গে কী জড়িত?

প্রেরিত ৩:১৯; ২৬:২০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ১৯:১-১০—একজন প্রধান কর আদায়কারী সক্কেয় তার অসৎ কাজের জন্য অনুতপ্ত হয়েছিলেন। আর তিনি লোকদের কাছ থেকে যা-কিছু ছিনিয়ে নিয়েছিলেন, সেগুলোর ক্ষতিপূরণ করেছিলেন

    • ১তীম ১:১২-১৬—প্রেরিত পৌল বলেছিলেন, কীভাবে তিনি তার পাপপূর্ণ জীবন ত্যাগ করেছিলেন এবং ঈশ্বর ও খ্রিস্টের করুণার কারণে ক্ষমা পেয়েছিলেন

মন্দ আচরণ ত্যাগ করার পাশাপাশি আমাদের আর কী করতে হবে?

আমরা যদি চাই, ঈশ্বর আমাদের উপাসনা গ্রহণ করুক, তা হলে আমাদের কোন মানগুলো মেনে চলতে হবে?

১করি ৬:৯-১১; কল ৩:৫-৯; ১পিতর ১:১৪, ১৫; ৪:৩, ৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১করি ৫:১-১৩—করিন্থের মণ্ডলীতে একজন ব্যক্তি চরম যৌন অনৈতিক কাজে রত ছিলেন; প্রেরিত পৌল তাকে মণ্ডলী থেকে বের করে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন

    • ২তীম ২:১৬-১৯—প্রেরিত পৌল তীমথিয়কে সাবধান করেছিলেন যেন তিনি সেই ধর্মভ্রষ্ট ব্যক্তিদের কথা না শোনেন, যাদের কথাবার্তা পচা ঘায়ের মতো ছড়িয়ে পড়ত

কেন ঈশ্বরের দাসদের এই জগতের সরকারগুলোকে সমর্থন করা উচিত নয়?

যিশা ২:৩, ৪; যোহন ১৫:১৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যোহন ৬:১০-১৫—যিশু যখন অনেক লোককে অলৌকিকভাবে খাইয়েছিলেন, তখন লোকেরা তাকে রাজা করতে চেয়েছিল; কিন্তু, যিশু তাদের কাছ থেকে চলে গিয়েছিলেন

    • যোহন ১৮:৩৩-৩৬—যিশু বলেছিলেন, তাঁর রাজ্যের সঙ্গে এই জগতের সরকারগুলোর কোনো সম্পর্ক নেই

কীভাবে পবিত্র শক্তি আমাদের ঈশ্বরের সেবা করতে সাহায্য করে?

যোহন ১৬:১৩; গালা ৫:২২, ২৩

আরও দেখুন, প্রেরিত ২০:২৮; ইফি ৫:১৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ১৫:২৮, ২৯—প্রথম শতাব্দীর পরিচালকগোষ্ঠী পবিত্র শক্তির নির্দেশনা অনুযায়ী ত্বকচ্ছেদ সম্বন্ধে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল

ঈশ্বরের সেবা করার বিষয়ে আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

কেন সেই ব্যক্তিদের বাপ্তিস্ম নিতে হবে, যারা যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করেছে?

মথি ২৮:১৯, ২০; প্রেরিত ২:৪০, ৪১; ৮:১২; ১পিতর ৩:২১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ৩:১৩-১৭—যিশু তাঁর পিতার ইচ্ছা পালন করতে চেয়েছিলেন আর তিনি বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে তা প্রকাশ করেছিলেন

    • প্রেরিত ৮:২৬-৩৯—ইথিওপিয়ার একজন কর্মচারী, যিনি ইতিমধ্যেই যিহোবাকে উপাসনা করতেন, যিশু খ্রিস্টের বিষয়ে সত্য জানার পর বাপ্তিস্ম নিতে চেয়েছিলেন