সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কাজ

কাজ

কাজ ও আনন্দের মধ্যে সম্পর্ক কী?

উপ ২:২৪; ৩:১৩, ২২; যিশা ৬৫:২২

আমরা যদি কোনো কাজে দক্ষতা অর্জন করি, তা হলে কোন কোন উপকার লাভ করতে পারি?

হিতো ২২:২৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৬:১৬-২৩—যুবক দায়ূদ খুব ভালো বীণা বাজাতে পারতেন। তিনি যখন বীণা বাজাতেন, তখন ইজরায়েলের রাজা শৌল মনের শান্তি লাভ করতেন; এই কারণে শৌল দায়ূদকে খুব পছন্দ করতেন

    • ২বংশা ২:১৩, ১৪—হূরম-আবি একজন দক্ষ কারিগর ছিলেন; তাই, রাজা শলোমন বড়ো এক নির্মাণের কাজে তাকে ব্যবহার করেছিলেন

যিহোবার দাসেরা কোন ধরনের কর্মী হিসেবে পরিচিত হতে চায়?

ইফি ৪:২৮; কল ৩:২৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ২৪:১০-২১—রিবিকার সাহায্য করার মনোভাব ছিল এবং তিনি পরিশ্রমী ছিলেন। আর অব্রাহামের দাস রিবিকাকে যতটা কাজ করতে বলেছিলেন, তিনি এর চেয়েও বেশি কাজ করেছিলেন

    • ফিলি ২:১৯-২৩—যুবক তীমথিয় নম্র ছিলেন এবং তার কঠোর পরিশ্রম করার মনোভাব ছিল; এই কারণে প্রেরিত পৌল তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন

কেন আমরা অলস হতে চাই না?

হিতো ১৩:৪; ১৮:৯; ২১:২৫, ২৬; উপ ১০:১৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • হিতো ৬:৬-১১—রাজা শলোমন পিঁপড়ের উদাহরণ ব্যবহার করে কঠোর পরিশ্রম করার এবং অলসতা এড়ানোর বিষয়ে শিক্ষা দিয়েছিলেন

কেন নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের পরিশ্রম করা উচিত?

কেন আমাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য পরিশ্রম করা উচিত?

১তীম ৫:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • রূৎ ১:১৬, ১৭; ২:২, ৩, ৬, ৭, ১৭, ১৮—বিধবা রূৎ তার শাশুড়ি নয়মীর যত্ন নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন

    • মথি ১৫:৪-৯—যারা ঈশ্বরকে সেবা করার অজুহাত দেখিয়ে বাবা-মায়ের যত্ন নিত না, তাদের যিশু নিন্দা করেছিলেন

কঠোর পরিশ্রম করে আমরা যা লাভ করি, সেটা কেন অন্যদের সঙ্গে আমাদের ভাগ করে নেওয়া উচিত?

টাকাপয়সা রোজগার করাকে আমাদের কীভাবে দেখা উচিত?

কীভাবে আমরা বলতে পারি, যিহোবা চান যেন আমরা ভালোমতো কাজ করি এবং আমাদের প্রয়োজনগুলো মেটাই?

মথি ৬:২৫, ৩০-৩২; লূক ১১:২, ৩; ২করি ৯:১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩১:৩-১৩—যাকোবের সঙ্গে লাবন ভালো আচরণ করেননি, কিন্তু যিহোবা যাকোবের কঠোর পরিশ্রম দেখেছিলেন আর তাকে আশীর্বাদ করেছিলেন

    • আদি ৩৯:১-৬, ২০-২৩—যোষেফ যখন পোটীফরের বাড়িতে একজন দাস হিসেবে এবং পরে কারাগারে একজন বন্দি হিসেবে কাজ করেছিলেন, তখন যিহোবা তার কাজে আশীর্বাদ করেছিলেন

কেন আমাদের চাকরি কখনোই ঈশ্বরের প্রতি আমাদের সেবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়?

গীত ৩৯:৫-৭; মথি ৬:৩৩; যোহন ৬:২৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ১২:১৫-২১—যিশু একটা উদাহরণের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন যে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেয়ে বস্তুগত বিষয়গুলোকে আগে রাখা বোকামির কাজ

    • ১তীম ৬:১৭-১৯—প্রেরিত পৌল ধনী খ্রিস্টানদের সাবধান করেছিলেন, তারা যেন অন্যদের নীচু চোখে না দেখে; আর তিনি তাদের উৎসাহিত করেছিলেন, তারা যেন “উত্তম কাজে উপচে পড়ে”

কোন নীতিগুলো চাকরি বাছাইয়ের ক্ষেত্রে আমাদের উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করতে পারে?

যিহোবার জন্য কাজ করা

খ্রিস্টানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?

কেন আমরা মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করতে চাই?

কেন যিহোবার সেবা করার ক্ষেত্রে আমাদের কখনো একে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়?

গালা ৬:৩-৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ২৫:১৪, ১৫—যিশু উদাহরণের মাধ্যমে আমাদের বুঝতে সাহায্য করেছিলেন যে, তিনি কখনো এইরকম আশা করেন না, তার সমস্ত অনুসারী একই পরিমাণ কাজ করবে

    • লূক ২১:২-৪—যিশু দরিদ্র বিধবার সামান্য দানকে অনেক মূল্যবান হিসেবে দেখেছিলেন

আমাদের যখন যিহোবার জন্য কিছু করতে বলা হয়, তখন আমরা কোথা থেকে শক্তি লাভ করি?

২করি ৪:৭; ইফি ৩:২০, ২১; ফিলি ৪:১৩

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ২তীম ৪:১৭—প্রেরিত পৌল বলেছিলেন, যখন তার শক্তির প্রয়োজন হয়েছিল, তখন তিনি সেই শক্তি লাভ করেছিলেন

আমরা যখন যিহোবার জন্য পরিশ্রম করি, তখন কেন আমরা আনন্দিত হই?