সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ক্ষমা

ক্ষমা

যিহোবা কি সত্যিই ক্ষমা করতে চান?

গীত ৮৬:৫; দানি ৯:৯; মীখা ৭:১৮

আরও দেখুন, ২পিতর ৩:৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৭৮:৪০, ৪১; ১০৬:৩৬-৪৬—যদিও ইজরায়েলীয়েরা অনেক বার যিহোবাকে কষ্ট দিয়েছিল, কিন্তু তিনি বার বার তাদের ক্ষমা করেছিলেন

    • লূক ১৫:১১-৩২—যিহোবার ক্ষমা সম্বন্ধে তুলে ধরার জন্য যিশু একজন করুণাময় বাবার গল্প বলেছিলেন; তার ছেলে খারাপ কাজ করার পর যখন অনুতপ্ত হয়েছিল, তখন বাবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন

যিহোবা এমন কী করেছিলেন, যাতে আমরা ক্ষমা লাভ করতে পারি?

যোহন ১:২৯; ইফি ১:৭; ১যোহন ২:১, ২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইব্রীয় ৯:২২-২৮—প্রেরিত পৌল বলেছিলেন যে, যিহোবা আমাদের পাপ ক্ষমা করতে পারেন, কারণ যিশু আমাদের জন্য তাঁর জীবন দিয়েছেন

    • প্রকা ৭:৯, ১০, ১৪, ১৫—প্রেরিত যোহন লিখেছিলেন যে, ঈশ্বর ‘এক বিরাট জনতার’ পাপ ক্ষমা করেছেন, কারণ তারা খ্রিস্টের বলিদানের উপর বিশ্বাস দেখিয়েছে

আমরা যদি যিহোবার কাছ থেকে আমাদের পাপের ক্ষমা লাভ করতে চাই, তা হলে সেইসময় আমাদের কী করতে হবে, যখন অন্যেরা আমাদের বিরুদ্ধে পাপ করে?

মথি ৬:১৪, ১৫; মার্ক ১১:২৫; লূক ১৭:৩, ৪; যাকোব ২:১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইয়োব ৪২:৭-১০—ইয়োবকে সুস্থ ও আশীর্বাদ করার আগে যিহোবা তাকে বলেছিলেন, তিনি যেন তার সেই তিন বন্ধুর জন্য প্রার্থনা করেন, যারা তার বিরুদ্ধ কথা বলেছিল

    • মথি ১৮:২১-৩৫—যিশু একটা গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন যে, আমরা যদি যিহোবার কাছ থেকে ক্ষমা লাভ করতে চাই, তা হলে আমাদেরও অন্যদের ক্ষমা করতে হবে

আমাদের পাপ স্বীকার করা এবং অনুতপ্ত হওয়া কতটা গুরুত্বপূর্ণ?

প্রেরিত ৩:১৯; ২৬:২০; ১যোহন ১:৮-১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৩২:১-৫; ৫১:১, ২, ১৬, ১৭—রাজা দায়ূদ গুরুতর পাপ করেছিলেন বলে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন আর তিনি আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছিলেন

    • যাকোব ৫:১৪-১৬—যাকোব বলেছিলেন যে, আমরা যদি কোনো গুরুতর পাপ করি, তা হলে আমাদের প্রাচীনদের কাছে যাওয়া উচিত

আমরা যদি যিহোবার কাছ থেকে ক্ষমা লাভ করতে চাই, তা হলে আমাদের কোন কোন পরিবর্তন করতে হবে?

হিতো ২৮:১৩; যিশা ৫৫:৭; ইফি ৪:২৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ২১:২৭-২৯; ২বংশা ১৮:১৮-২২, ৩৩, ৩৪; ১৯:১, ২—রাজা আহাব যখন শুনেছিলেন যে, যিহোবা তাকে শাস্তি দেবেন, তখন তিনি নিজেকে নত করেছিলেন; তবে, তিনি তার কাজের জন্য সত্যিই অনুতপ্ত হননি বলে যিহোবা তাকে ক্ষমা করেননি

    • ২বংশা ৩৩:১-১৬—মনঃশি খুব দুষ্ট রাজা ছিলেন; তবে, তিনি যখন অনুতপ্ত হয়েছিলেন, তখন যিহোবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। পরে মনঃশি ইজরায়েলীয়দের মধ্যে মূর্তিপূজা বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন আর তাদের যিহোবার উপাসনা করতে সাহায্য করেছিলেন। এভাবে তিনি দেখিয়েছিলেন যে, তিনি সত্যিই অনুতপ্ত হয়েছেন

আমরা যদি সত্যিই অনুতপ্ত হই, তা হলে যিহোবা আমাদের কতটুকু ক্ষমা করতে ইচ্ছুক?

গীত ১০৩:১০-১৪; যিশা ১:১৮; ৩৮:১৭; যির ৩১:৩৪; মীখা ৭:১৯

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ২শমূ ১২:১৩; ২৪:১; ১রাজা ৯:৪, ৫—যদিও দায়ূদ গুরুতর পাপ করেছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন বলে যিহোবা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর পরে তিনি বলেছিলেন, দায়ূদ একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন

কীভাবে যিশু একেবারে নিখুঁতভাবে দেখিয়েছিলেন যে, যিহোবার মতো তিনিও ক্ষমা করতে ইচ্ছুক?

গীত ৮৬:৫; লূক ২৩:৩৩, ৩৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ২৬:৩৬, ৪০, ৪১—যিশুর খুব ঘনিষ্ঠ অনুসারীরা সেইসময় ঘুমিয়ে পড়েছিল, যখন তাদের সাহায্য তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল; তবে, যিশু বুঝতে পেরেছিলেন, তারা অনেক ক্লান্ত ছিল

    • মথি ২৬:৬৯-৭৫; লূক ২৪:৩৩, ৩৪; প্রেরিত ২:৩৭-৪১—পিতর তিন বার বলেছিলেন, তিনি যিশুকে চেনেন না। তবে, পরে তিনি অনুতপ্ত হয়েছিলেন আর যিশু তাকে ক্ষমা করেছিলেন; যিশু পুনরুত্থিত হওয়ার পর পিতরকে দেখা দিয়েছিলেন এবং পরে তাকে মণ্ডলীতে বিশেষ সুযোগ দিয়েছিলেন

কীভাবে আমরা জানি যে, যিহোবা প্রত্যেককে ক্ষমা করবেন না?

মথি ১২:৩১; ইব্রীয় ১০:২৬, ২৭; ১যোহন ৫:১৬, ১৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ২৩:২৯-৩৩—যিশু অধ্যাপক ও ফরীশীদের সাবধান করেছিলেন যে, তারা গিহেন্নার বিচার থেকে রেহাই পাবে না বা তাদের চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হবে

    • যোহন ১৭:১২; মার্ক ১৪:২১—যিশু ঈষ্করিয়োতীয় যিহূদাকে “বিনাশসন্তান” বলে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, তার জন্ম না হলেই তার পক্ষে ভালো হত

কী আমাদের অন্যদের ক্ষমা করতে সাহায্য করবে?