খারাপ আচরণ সহ্য করা
অন্যেরা যখন আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, তখন আমাদের কেমন লাগে?
গীত ৬৯:২০; হিতো ১৮:১৪; উপ ৪:১-৩; মালাখি ২:১৩-১৬; কল ৩:২১
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
২শমূ ১০:১-৫—রাজা দায়ূদ তার সেনাবাহিনীর সেই সৈন্যদের সঙ্গে সদয় আচরণ করেছিলেন, শত্রুরা যাদের চরম অপমান করেছিল
২শমূ ১৩:৬-১৯—তামরকে তার দাদা অম্নোন যখন ধর্ষণ করেছিলেন এবং এরপর তাকে অপমান করেছিলেন, তখন তামর খুব কেঁদেছিলেন এবং নিজের জামা ছিঁড়ে ফেলেছিলেন
কী দেখায় যে, যিহোবা এমন একজন ব্যক্তির পরিস্থিতি পুরোপুরিভাবে জানেন, যার সঙ্গে খারাপ আচরণ করা হয়? যিহোবা এই বিষয়ে কী করবেন?
ইয়োব ৩৪:২১, ২২; গীত ৩৭:৮, ৯; যিশা ২৯:১৫, ১৯-২১; রোমীয় ১২:১৭-২১
আরও দেখুন, গীত ৬৩:৬, ৭
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
১শমূ ২৫:৩, ১৪-১৭, ২১, ৩২-৩৮—নাবল রাজা দায়ূদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছিলেন আর এভাবে তার বাড়ির সবার জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। পরে যিহোবা নাবলকে শাস্তি দিয়েছিলেন আর তিনি মারা গিয়েছিলেন
যির ২০:১-৬, ৯, ১১-১৩—পশ্হূর নামে একজন যাজক যখন ভাববাদী যিরমিয়কে মেরেছিলেন এবং তাকে হাঁড়িকাঠে আটকে রেখেছিলেন, তখন যিরমিয় নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন; পরে যিহোবা তাঁর ভাববাদীকে উৎসাহ দিয়েছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন