তাড়না
কেন খ্রিস্টানেরা জানে যে, তাদের উপর তাড়না আসবেই?
আমাদের যখন তাড়না করা হয়, তখন কেন আমাদের যিহোবার কাছে শক্তি চেয়ে প্রার্থনা করা উচিত?
গীত ৫৫:২২; ২করি ১২:৯, ১০; ২তীম ৪:১৬-১৮; ইব্রীয় ১৩:৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১রাজা ১৯:১-১৮—ভাববাদী এলিয়কে যখন তাড়না করা হয়েছিল, তখন তিনি হৃদয় উজাড় করে যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন আর যিহোবা তাকে উৎসাহ ও সান্ত্বনা দিয়েছিলেন
-
প্রেরিত ৭:৯-১৫—যোষেফকে তার দাদারা তাড়না করেছিল, কিন্তু যিহোবা তার প্রতি অনুগত ছিলেন, তাকে রক্ষা করেছিলেন এবং তাকে তার পরিবারকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন
-
কোন কোন উপায়ে তাড়না করা হয়?
অপমান বা ঠাট্টাতামাশা
২বংশা ৩৬:১৬; মথি ৫:১১; প্রেরিত ১৯:৯; ১পিতর ৪:৪
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২রাজা ১৮:১৭-৩৫—অশূরের রাজার মুখপাত্র রব্শাকি যিহোবাকে অপমান করেছিলেন এবং জেরুসালেমের লোকদের নিয়ে ঠাট্টাতামাশা করেছিলেন
-
লূক ২২:৬৩-৬৫; ২৩:৩৫-৩৭—যিশুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি যখন যাতনাদণ্ডে ছিলেন, তখন তাঁর তাড়নাকারীরা তাঁকে অপমান করেছিল এবং তাঁকে নিয়ে উপহাস করেছিল
-
আত্মীয়স্বজনের কাছ থেকে বিরোধিতা
গ্রেপ্তার করা এবং কর্তৃপক্ষের সামনে নিয়ে যাওয়া
মারধর
জনতার আক্রমণ
হত্যা
খ্রিস্টানদের যখন তাড়না করা হয়, তখন তাদের কী করা উচিত?
মথি ৫:৪৪; প্রেরিত ১৬:২৫; ১করি ৪:১২, ১৩; ১পিতর ২:২৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ৭:৫৭–৮:১—একদল জনতার আক্রমণের কারণে শিষ্য স্তিফান যখন মারা যাচ্ছিলেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর তার তাড়নাকারীদের প্রতি করুণা দেখান, যাদের মধ্যে তার্ষের শৌলও ছিলেন
-
প্রেরিত ১৬:২২-৩৪—প্রেরিত পৌলকে যখন প্রহার করে হাড়িকাঠে আটকে রাখা হয়েছিল, তখন তিনি তার কারারক্ষীর প্রতি দয়া দেখিয়েছিলেন; এর ফলে, সেই কারারক্ষী এবং তার পুরো পরিবার খ্রিস্টান হয়েছিল
-
প্রথম শতাব্দীর কিছু খ্রিস্টানের প্রতি কী ঘটেছিল?
আমাদের যখন তাড়না করা হয়, তখন আমাদের কেমন মনোভাব বজায় রাখা উচিত?
আমাদের যখন তাড়না করা হয়, তখন ভবিষ্যতের প্রত্যাশা কীভাবে আমাদের শক্তিশালী করে?
মথি ১০:২৮, ২৯; ইব্রীয় ১১:৩৫-৪০
আরও দেখুন, ফিলি ৩:৮, ১০, ১১; প্রকা ২:১০
আমাদের যখন তাড়না করা হয়, তখন কেন আমাদের লজ্জিত হওয়া, ভয় পাওয়া অথবা নিরুৎসাহিত হয়ে পড়া উচিত নয়? কেন আমরা যিহোবার সেবা করা বন্ধ করব না?
গীত ৫৬:১-৪; প্রেরিত ৪:১৮-২০; ২তীম ১:৮, ১২
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২বংশা ৩২:১-২২—রাজা সন্হেরীব যখন বিশাল সেনাবাহিনী নিয়ে জেরুসালেম আক্রমণ করতে এসেছিলেন, তখন রাজা হিষ্কিয় যিহোবার উপর নির্ভর করেছিলেন এবং তার লোকদের শক্তিশালী করেছিলেন; এর ফলে যিহোবা তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন
-
ইব্রীয় ১২:১-৩—তাড়নাকারীরা যিশুকে লজ্জায় ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি তাদের খারাপ কথা শুনে কোনোভাবেই নিরুৎসাহিত হয়ে পড়েননি
-
আমাদের যখন তাড়না করা হয়, তখন এর ভালো ফল কী হতে পারে?
পরীক্ষার সময় আমরা যখন ধৈর্য বজায় রাখি, তখন তা যিহোবাকে খুশি করে এবং তাঁর নামের সম্মান নিয়ে আসে
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
ইয়োব ১:৬-২২; ২:১-১০—যদিও ইয়োব জানতেন না, তার কষ্টকর পরীক্ষাগুলোর পিছনে শয়তান রয়েছে, তবুও তিনি যিহোবার বিরুদ্ধে যাননি; এভাবে তিনি ঈশ্বরের গৌরব নিয়ে এসেছিলেন এবং শয়তানকে মিথ্যাবাদী প্রমাণ করেছিলেন
-
দানি ১:৬, ৭; ৩:৮-৩০—বিশ্বস্ত হনানিয়, মীশায়েল ও অসরিয় (শদ্রক, মৈশক ও অবেদ্-নগো) যিহোবার অবাধ্য হওয়ার চেয়ে বরং মারা যেতেও ইচ্ছুক ছিলেন; এর ফলে, রাজা নবূখদ্নিৎসর স্বীকার করেছিলেন যে, যিহোবাই হলেন সর্বমহান ঈশ্বর
-
আমাদের যখন তাড়না করা হয়, তখন লোকেরা হয়তো যিহোবা সম্বন্ধে জানতে পারে
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১১:১৯-২১—যে-খ্রিস্টানেরা তাড়নার কারণে ছিন্নভিন্ন হয়ে পড়েছিল, তারা বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করে গিয়েছিল
-
ফিলি ১:১২, ১৩—প্রেরিত পৌলকে যখন কারাগারে রাখা হয়েছিল, তখন অনেকে সুসমাচার সম্বন্ধে জানতে পেরেছিল বলে তিনি খুশি হয়েছিলেন
-
তাড়নার সময় আমরা যখন ধৈর্য ধরি, তখন আমাদের সহবিশ্বাসীরা এতে শক্তি লাভ করে
সাধারণত কারা যিহোবার দাসদের তাড়না করে থাকে?
যির ২৬:১১; মার্ক ৩:৬; যোহন ১১:৪৭, ৪৮, ৫৩; প্রেরিত ২৫:১-৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১৯:২৪-২৯—ইফিষে যারা আর্তেমিস দেবীর ছোটো ছোটো মন্দির তৈরি করে যথেষ্ট মুনাফা অর্জন করত, তাদের মধ্যে কেউ কেউ মনে করেছিল যে, খ্রিস্টানেরা যে-বার্তা প্রচার করছে, সেটার কারণে তাদের ব্যাবসার ক্ষতি হবে; এই কারণে তারা খ্রিস্টানদের তাড়না করেছিল
-
গালা ১:১৩, ১৪—খ্রিস্টান হওয়ার আগে পৌল (শৌল) যিহুদি ধর্মের ব্যাপারে খুবই উদ্যোগী ছিলেন; এই কারণে তিনি খ্রিস্টানদের প্রচণ্ড তাড়না করেছিলেন
-
যিহোবার দাসদের তাড়না করার জন্য কে দায়ী?