সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ধৈর্য

ধৈর্য

কীভাবে যিহোবা ধৈর্য দেখিয়েছেন?

রোমীয় ২:৪; ৯:২২

আরও দেখুন, নহি ৯:৩০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যির ৭:২৩-২৫—যিহোবা বলেছিলেন, কীভাবে তিনি তাঁর অবাধ্য লোকদের প্রতি ধৈর্য দেখিয়েছেন

    • ২পিতর ৩:৩-৯, ১৫—প্রেরিত পিতর বলেছিলেন, কীভাবে এবং কেন যিহোবা প্রচুর ধৈর্য দেখিয়েছেন আর তিনি এও বলেছিলেন, যিহোবা চিরকাল ধরে ধৈর্য দেখাবেন না

যিহোবার দাসদের কি ধৈর্যের প্রয়োজন রয়েছে?

হিতো ২৫:১৫; ১করি ১৩:৪, ৭; ইফি ৪:১-৩; ১তীম ৬:১১; ২তীম ২:২৪, ২৫; ৪:২; ২পিতর ১:৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৯:১৯-২১; ৪০:১৪, ১৫, ২৩; ৪১:১, ৯-১৪—যোষেফকে একজন দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং তিনি অপরাধ না করা সত্ত্বেও তাকে অনেক বছর ধরে জেলে রাখা হয়েছিল। এরপরও, তিনি ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করেছিলেন এবং বিশ্বাস বজায় রেখেছিলেন

    • ইব্রীয় ৬:১০-১৫—অব্রাহামের উদাহরণ ব্যবহার করে প্রেরিত পৌল খ্রিস্টানদের ধৈর্য ধরার গুরুত্ব সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন

কীভাবে আমরা জানি যে, আমরা যখন প্রচার করব, তখন কেউ কেউ আমাদের কথা শুনবে না আর এমনকী আমাদের বিরোধিতা করবে?

মথি ১০:২২; যোহন ১৫:১৮, ১৯; ২করি ৬:৪, ৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২পিতর ২:৫; আদি ৭:২৩; মথি ২৪:৩৭-৩৯—নোহ “ঈশ্বরের সঠিক পথ সম্বন্ধে প্রচার করেছিলেন,” তবে লোকেরা তার কথা শোনেনি; আর কেবল তিনি এবং তার পরিবার জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন

    • ২তীম ৩:১০-১৪—প্রেরিত পৌল নিজের ধৈর্যের উদাহরণ ব্যবহার করে তীমথিয়কে ধৈর্য ধরার জন্য উৎসাহ দিয়েছিলেন

আমাদের পরিবার যখন যিহোবার সেবা করার ব্যাপারে আমাদের বিরোধিতা করে, তখন কেন আমরা অবাক হই না?

মথি ১০:২২, ৩৬-৩৮; লূক ২১:১৬-১৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৪:৩-১১; ১যোহন ৩:১১, ১২—কয়িন তার ভাইকে হত্যা করেছিলেন, কারণ তার নিজের কাজ মন্দ ছিল আর তার ভাই হেবলের কাজ সঠিক ছিল

    • আদি ৩৭:৫-৮, ১৮-২৮—যোষেফকে যিহোবা যখন একটা স্বপ্ন দেখিয়েছিলেন, তখন যোষেফ তার দাদাদের তা জানিয়েছিলেন; তার দাদারা সেই স্বপ্নের কথা শুনে তাকে গর্তে ফেলে দিয়েছিল এবং তাকে একজন দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল

আমাদের যখন তাড়না করা হয়, তখন কেন আমাদের মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই?

মথি ১০:২৮; ২তীম ৪:৬, ৭

আরও দেখুন, প্রকা ২:১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ৩:১-৬, ১৩-১৮—মৃত্যুর হুমকি থাকা সত্ত্বেও শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো মূর্তির সামনে প্রণিপাত করেননি

    • প্রেরিত ৫:২৭-২৯, ৩৩, ৪০-৪২—মৃত্যুর হুমকি থাকা সত্ত্বেও প্রেরিতেরা তাদের প্রচার কাজ বন্ধ করেনি

কী আমাদের এমনকী সেই সময়েও যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করবে, যখন আমাদের শাসন করা হয়?

হিতো ৩:১১, ১২; ইব্রীয় ১২:৫-৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গণনা ২০:৯-১২; দ্বিতীয় ৩:২৩-২৮; ৩১:৭, ৮—যিহোবা যখন মোশিকে শাসন করেছিলেন, তখন মোশি হতাশ হয়েছিলেন; তবে, তিনি শেষ পর্যন্ত যিহোবার সেবা করে গিয়েছিলেন

    • ২রাজা ২০:১২-১৮; ২বংশা ৩২:২৪-২৬—রাজা হিষ্কিয় পাপ করেছিলেন আর তাকে কড়া শাসন করা হয়েছিল; তবে, পরে তিনি নিজেকে নত করেছিলেন এবং যিহোবার সেবা করে গিয়েছিলেন

অন্যেরা যখন যিহোবার সেবা করা বন্ধ করে দেয়, তখন আমাদের জন্য ধৈর্য ধরা কেন কঠিন হতে পারে?

যির ১:১৬-১৯; হবক্‌ ১:২-৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৭৩:২-২৪—গীতরচক যখন দেখেছিলেন যে, দুষ্ট লোকেরা শান্তিতে আছে, তখন তিনি তার সেবা নিয়ে সন্দেহ করেছিলেন

    • যোহন ৬:৬০-৬২, ৬৬-৬৮—যদিও অনেকে যিশুকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু প্রেরিত পিতর বিশ্বাস বজায় রেখে যিশুকে অনুসরণ করে গিয়েছিলেন

কী আমাদের ধৈর্য ধরতে সাহায্য করবে?

যিহোবাকে আঁকড়ে ধরে রাখা

ঈশ্বরের বাক্য পড়া এবং এটি নিয়ে গভীরভাবে চিন্তা করার মাধ্যমে জ্ঞান লাভ করা

নিয়মিতভাবে যিহোবার কাছে মন খুলে প্রার্থনা করা

রোমীয় ১২:১২; কল ৪:২; ১পিতর ৪:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ৬:৪-১১—যদিও ভাববাদী দানিয়েলের জীবন হুমকির মুখে ছিল, তবুও তিনি নিয়মিতভাবে যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন

    • মথি ২৬:৩৬-৪৬; ইব্রীয় ৫:৭—পৃথিবীতে যিশুর জীবনের শেষ রাতে তিনি হৃদয় উজাড় করে প্রার্থনা করেছিলেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহ দিয়েছিলেন

নিয়মিতভাবে আমাদের ভাই-বোনদের সঙ্গে একত্রিত হয়ে উপাসনা করা

যিহোবা যে-পুরস্কারগুলো দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, সেগুলো নিয়ে চিন্তা করা

যিহোবা এবং আমাদের খ্রিস্টান ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসাকে আরও গভীর করা

আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করা

আমরা কেন কষ্ট ভোগ করি, তা মনে রাখা

আমরা যখন ধৈর্য ধরে চলি, তখন কোন কোন উপকার লাভ করি?

আমরা যিহোবা ঈশ্বরের জন্য সম্মান নিয়ে আসি

হিতো ২৭:১১; যোহন ১৫:৭, ৮; ১পিতর ১:৬, ৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইয়োব ১:৬-১২; ২:৩-৫—শয়তান ইয়োবের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছিল; আর ধৈর্য ধরার মাধ্যমে কেবল ইয়োবই এই প্রশ্নের উত্তর দিতে পারতেন

    • রোমীয় ৫:১৯; ১পিতর ১:২০, ২১—শেষ পর্যন্ত ধৈর্য ধরার মাধ্যমে যিশু এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন: একজন নিখুঁত ব্যক্তি কি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত থাকতে পারবেন, যেখানে কিনা আদম পারেননি?

আমরা অন্যদের ধৈর্য ধরতে উৎসাহ দিই

ধৈর্য আমাদের প্রচার কাজে সফল হতে সাহায্য করে

আমরা যদি ধৈর্য ধরি, তা হলে যিহোবা খুশি হন এবং আমাদের পুরস্কার দেন