সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পরামর্শ

পরামর্শ

যখন কেউ আমাদের পরামর্শ দেন

কেন আমাদের বাইবেল থেকে পরামর্শ খোঁজা উচিত?

গীত ৩২:৮; হিতো ১৫:২২; ১৯:২০; ২০:১৮

আরও দেখুন, হিতো ১১:১৪; যিশা ২৮:২৯; যির ৩২:১৯

কেন অজুহাত না দেখিয়ে পরামর্শ শোনা ভালো?

হিতো ১২:১৫; ২৯:১

আরও দেখুন, হিতো ১:২৩-৩১; ১৫:৩১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৫:৩, ৯-২৩—ভাববাদী শমূয়েল যখন রাজা শৌলকে সংশোধন করেছিলেন, তখন শৌল অজুহাত দেখিয়েছিলেন এবং পরামর্শ শোনেননি; তাই, যিহোবা তাকে প্রত্যাখ্যান করেছিলেন

    • ২বংশা ২৫:১৪-১৬, ২৭—রাজা অমৎসিয় যখন পাপ করেছিলেন, তখন যিহোবার ভাববাদী তাকে সংশোধন করার জন্য পরামর্শ দিয়েছিলেন; কিন্তু, তিনি তা শোনেননি আর এর ফলে যিহোবা তার প্রতি আর দয়া দেখাননি এবং তাকে সুরক্ষা জোগাননি

অধ্যক্ষেরা যখন পরামর্শ দেয়, তখন কেন তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত?

১থিষল ৫:১২; ১তীম ৫:১৭; ইব্রীয় ১৩:৭, ১৭

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ৩যোহন ৯, ১০—খ্রিস্টীয় মণ্ডলীতে যারা নেতৃত্ব নিচ্ছিল, তাদের প্রতি দিয়ত্রিফি যখন অসম্মান দেখিয়েছিলেন, তখন বৃদ্ধ প্রেরিত যোহন দিয়ত্রিফির নিন্দা করেছিলেন

কেন বয়স্ক ব্যক্তিদের কথা শোনা উচিত?

লেবীয় ১৯:৩২; হিতো ১৬:৩১

আরও দেখুন, ইয়োব ১২:১২; ৩২:৭; তীত ২:৩-৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ২৩:১৬-১৮—রাজা দায়ূদ যোনাথনের পরামর্শ শুনেছিলেন, যিনি বয়সে তার চেয়ে প্রায় ৩০ বছর বড়ো ছিলেন; আর এই পরামর্শ দায়ূদকে শক্তিশালী করেছিল

    • ১রাজা ১২:১-১৭—রাজা রহবিয়াম বয়স্ক ব্যক্তিদের ভালো পরামর্শ না শুনে বরং যুবকদের কঠোর পরামর্শ শুনেছিলেন; এর ফলে, তার ভয়ংকর পরিণতি হয়েছিল

কী দেখায় যে, বিশ্বস্ত নারীরা এবং কমবয়সি ব্যক্তিরা মূল্যবান পরামর্শ দিতে পারে?

ইয়োব ৩২:৬, ৯, ১০; হিতো ৩১:১, ১০, ২৬; উপ ৪:১৩

আরও দেখুন, গীত ১১৯:১০০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ২৫:১৪-৩৫—রাজা দায়ূদকে অবীগল যে-পরামর্শ দিয়েছিলেন, তা অনেকের জীবন রক্ষা করেছিল আর দায়ূদ রক্তপাতের দোষ এড়াতে পেরেছিলেন

    • ২শমূ ২০:১৫-২২—আবেল নগরের একজন বুদ্ধিমতী মহিলা তার পরামর্শের মাধ্যমে পুরো নগরকে রক্ষা করেছিলেন

    • ২রাজা ৫:১-১৪—একজন ইজরায়েলীয় অল্পবয়সি মেয়ে এক বীরযোদ্ধাকে বলেছিল যে, কীভাবে সেই যোদ্ধার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেতে পারে

কেন আমাদের সেই ব্যক্তিদের পরামর্শ শোনা উচিত নয়, যারা যিহোবাকে সম্মান করে না অথবা তাঁর বাক্যের প্রতি সম্মান দেখায় না?

গীত ১:১; হিতো ৪:১৪

আরও দেখুন, লূক ৬:৩৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১বংশা ১০:১৩, ১৪—রাজা শৌল যিহোবার কাছে নির্দেশনা না চেয়ে বরং এমন একজন মহিলার কাছে নির্দেশনা চেয়েছিলেন, যিনি মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করতেন। এভাবে, শৌল যিহোবার অবাধ্য হয়েছিলেন এবং পরে মারা গিয়েছিলেন

    • ২বংশা ২২:২-৫, ৯—রাজা অহসিয় ভুল পরামর্শদাতাদের কথা শুনেছিলেন আর এর পরিণতি হয়েছিল মৃত্যু

    • ইয়োব ২১:৭, ১৪-১৬—ইয়োব কোনোভাবেই সেই ব্যক্তিদের মতো চিন্তা করতে চাননি, যারা যিহোবাকে সম্মান করত না

পরামর্শ দেওয়া

কেন পরামর্শ দেওয়ার আগে মন দিয়ে শোনা, সমস্ত বিষয় জানা এবং দু-পক্ষের কথা শোনা উত্তম?

হিতো ১৮:১৩, ১৭

আরও দেখুন, হিতো ২৫:৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১:৯-১৬—হান্নার পরিস্থিতি না জেনেই মহাযাজক এলি তাকে রূঢ়ভাবে পরামর্শ দিয়েছিলেন; কারণ এলি মনে করেছিলেন, এই বিশ্বস্ত নারী মাতাল হয়ে আছেন

    • মথি ১৬:২১-২৩—প্রেরিত পিতর সমস্ত কিছু না জেনে যিশুকে এমন কিছু করার পরামর্শ দিয়েছিলেন, যেটা যিহোবা নয়, বরং শয়তান চেয়েছিল

কেন আমাদের পরামর্শ দেওয়ার আগে প্রার্থনায় যিহোবার নির্দেশনা চাইতে হবে?

গীত ৩২:৮; ৭৩:২৩, ২৪; হিতো ৩:৫, ৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ৩:১৩-১৮—মোশি ইজরায়েলীয়দের সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন, তা বোঝার জন্য যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলেন

    • ১রাজা ৩:৫-১২—যুবক রাজা শলোমন নিজের উপর নির্ভর না করে বরং যিহোবার কাছে প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করেছিলেন। আর যিহোবা তাকে আশীর্বাদ করেছিলেন

কেন আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা সবসময় ঈশ্বরের বাক্য থেকে পরামর্শ দিই?

গীত ১১৯:২৪, ১০৫; হিতো ১৯:২১; ২তীম ৩:১৬, ১৭

আরও দেখুন, দ্বিতীয় ১৭:১৮-২০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ৪:১-১১—শয়তান যখন যিশুকে প্রলোভন দেখিয়েছিল, তখন যিশু নিজের প্রজ্ঞা অনুযায়ী নয়, বরং ঈশ্বরের বাক্য থেকে উত্তর দিয়েছিলেন

    • যোহন ১২:৪৯, ৫০—যিশু বলেছিলেন যে, তিনি সবসময় লোকদের সেই বিষয়গুলোই শেখান, যেগুলো তাঁর পিতা তাকে শিখিয়েছেন। তাই, আমাদের যিশুকে অনুকরণ করা উচিত

কেন আমাদের মৃদুভাবে আর সেইসঙ্গে প্রশংসা সহকারে পরামর্শ দেওয়ার চেষ্টা করা উচিত?

গালা ৬:১; কল ৩:১২

আরও দেখুন, যিশা ৯:৬; ৪২:১-৩; মথি ১১:২৮, ২৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ১৯:২, ৩—যিহোবা একজন ভাববাদীর মাধ্যমে রাজা যিহোশাফটকে সংশোধন করেছিলেন; কিন্তু, পরে তিনি তার ভালো কাজগুলোর জন্য তার প্রশংসা করেছিলেন

    • প্রকা ২:১-৪, ৮, ৯, ১২-১৪, ১৮-২০—যিশু কয়েকটা মণ্ডলীকে পরামর্শ দেওয়ার আগে তাদের প্রশংসা করেছিলেন

কোনো ভাই বা বোন যদি আমাদের কাছে অভিযোগ করেন যে, মণ্ডলীর কেউ তার সঙ্গে প্রতারণা করেছেন অথবা তাকে অপবাদ দিয়েছেন, তা হলে কেন আমাদের তাকে বলা উচিত যেন তিনি ব্যক্তিগতভাবে সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন?

মথি ১৮:১৫-১৭; লূক ১৭:৩

আরও দেখুন, লেবীয় ১৯:১৭

কেউ যদি মনে করেন যে, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে, তা হলে কীভাবে তাকে আমরা করুণা দেখানোর, ধৈর্য ধরার এবং ক্ষমা করার ব্যাপারে উৎসাহিত করতে পারি?

মথি ১৮:২১, ২২; মার্ক ১১:২৫; লূক ৬:৩৬; ইফি ৪:৩২; কল ৩:১৩

আরও দেখুন, মথি ৬:১৪; ১করি ৬:১-৮; ১পিতর ৩:৮, ৯

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১৮:২৩-৩৫—কেন আমাদের জন্য ক্ষমা করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করার জন্য যিশু অত্যন্ত জোরালো একটা দৃষ্টান্ত তুলে ধরেছিলেন

কেন আমাদের পরামর্শ দেওয়ার সময় যিহোবার মানগুলোর ব্যাপারে দৃঢ় থাকতে হবে?

গীত ১৪১:৫; হিতো ১৭:১০; ২করি ৭:৮-১১

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৫:২৩-২৯—ভাববাদী শমূয়েল রাজা শৌলকে পরামর্শ দেওয়ার সময় ভয় পাননি

    • ১রাজা ২২:১৯-২৮—ভাববাদী মীখায়কে হুমকি দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। তা সত্ত্বেও, তিনি রাজা আহাবকে সাবধানবাণী জানিয়েছিলেন

কীভাবে আমরা লক্ষ রাখতে পারি, কাউকে পরামর্শ দেওয়ার সময় সেই ব্যক্তি যেন বিশ্বাস হারিয়ে না ফেলেন?

ইব্রীয় ১২:১১-১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ২২:৩১-৩৪—যদিও প্রেরিত পিতর গুরুতর ভুল করেছিলেন, কিন্তু যিশু নিশ্চিত ছিলেন যে, পিতর তার ভুল সংশোধন করে যিহোবার সেবা চালিয়ে যাবেন আর অন্যদেরও তা করার জন্য সাহায্য করবেন

    • ফিলী ২১—ফিলীমনকে পরামর্শ দেওয়ার সময় প্রেরিত পৌল এই আস্থা দেখিয়েছিলেন যে, ফিলীমন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করবেন

কীভাবে আমরা সেই ব্যক্তিদের প্রতি দয়া দেখাতে পারি, যারা কষ্ট পাচ্ছে অথবা নিরুৎসাহিত হয়ে পড়েছে?

কীভাবে আমরা দেখাতে পারি যে, যিনি ভুল করেছেন, তাকে আমরা যিহোবার সঙ্গে আবার উত্তম সম্পর্ক গড়ে তোলার জন্য সাহায্য করতে চাই?

ছোটো-বড়ো অথবা নারী-পুরুষ, যাকেই আমরা পরামর্শ দিই না কেন, তার প্রতি কীভাবে আমরা সম্মান দেখাতে পারি?

বাইবেল থেকে পরামর্শ দেওয়া সত্ত্বেও যারা বার বার সেই পরামর্শ মানতে চায় না, তাদের ব্যাপারে কেন প্রাচীনদের আরও দৃঢ় হতে হবে?