সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাপ

পাপ

পাপ কী আর আমাদের সবার ওপর এর কোন প্রভাব রয়েছে?

কীভাবে বাইবেল আমাদের এই আশ্বাস দেয় যে, আমরা পাপ করার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে পারি?

রোমীয় ৬:১২-১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২শমূ ১১:২-৫, ১৪, ১৫, ২৬, ২৭; ১২:১-১৩—রাজা দায়ূদ গুরুতর পাপ করেছিলেন; এই কারণে তাকে কড়াভাবে শাসন করা হয়েছিল আর তিনি অনুতপ্ত হয়েছিলেন

    • রোমীয় ৭:১৫-২৪—প্রেরিত পৌলের দৃঢ়বিশ্বাস ছিল এবং তিনি মনপ্রাণ দিয়ে ঈশ্বরের উপাসনা করতেন; তা সত্ত্বেও, তাকে ভুল চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল

কী কারণে অনেকে পাপ করে থাকে?

আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো পাপ করে চলি, তা হলে কেন সেটা খুবই গুরুতর বিষয়?

ঈশ্বরের দাসদের দিয়ে পাপ করানোর জন্য শয়তান কোন বিষয়গুলো ব্যবহার করে থাকে?

হিতো ১:১০, ১১, ১৫; মথি ৫:২৮; যাকোব ১:১৪, ১৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩:১-৬—শয়তান একটা সাপকে ব্যবহার করে হবাকে প্রলোভন দেখিয়েছিল; এর ফলে, হবার মধ্যে স্বার্থপর মনোভাব জেগে উঠেছিল আর যিহোবার উপর তার আস্থা দুর্বল হয়ে গিয়েছিল

    • হিতো ৭:৬-১০, ২১-২৩—রাজা শলোমন এমন একজন যুবক সম্বন্ধে বলেছিলেন, যার বুদ্ধির অভাব ছিল; একজন বেশ্যা যখন সেই যুবককে প্রলোভন দেখিয়েছিলেন, তখন তিনি বেশ্যার ফাঁদে পা দিয়েছিলেন

কীভাবে আমরা শয়তানের প্রলোভনগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারি?

ইফি ৪:২৭; ৬:১০-১৮; যাকোব ৪:৭, ৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • হিতো ৫:১-১৪—একজন বাবার মতোই শলোমন পরামর্শ দিয়েছিলেন, কেন এবং কীভাবে যৌন অনৈতিকতার প্রলোভন এড়িয়ে চলতে হবে

    • মথি ৪:১-১১—যিশু ঈশ্বরের বাক্য ব্যবহার করে শয়তানের চতুর প্রলোভনকে প্রতিরোধ করেছিলেন

কিছু গুরুতর পাপ কী, যেগুলো খ্রিস্টানদের অবশ্যই এড়িয়ে চলতে হবে?

দেখুন, “ভুল কাজ ও আচরণ

পাপ স্বীকার করা

কেন আমাদের পাপ লুকোনোর চেষ্টা করা উচিত নয়?

কার কাছে আমাদের পাপ স্বীকার করতে হবে?

কে যিহোবার সামনে আমাদের হয়ে “সাহায্যকারী” হিসেবে কাজ করেন?

কীভাবে একজন পাপী দেখাতে পারেন যে, তিনি তার কাজের জন্য অনুতপ্ত?

প্রেরিত ২৬:২০; যাকোব ৪:৮-১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যাত্রা ২২:১-১২—মোশির ব্যবস্থায় বলা হয়েছিল, একজন চোর যদি কারো কাছ থেকে কিছু চুরি করে, তা হলে তাকে সেটার ক্ষতিপূরণ করতে হবে

    • লূক ১৯:৮, ৯—প্রধান কর আদায়কারী সক্কেয় অন্যদের কাছ থেকে যা-কিছু ছিনিয়ে নিয়েছিলেন, সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আর এইরকমটা করেননি; এভাবে, তিনি দেখিয়েছিলেন, তিনি তার কাজের জন্য অনুতপ্ত

    • দেখুন, “অনুতপ্ত হওয়া

কেন আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের ক্ষমা করবেন?

দেখুন, “ক্ষমা

কেউ যখন গুরুতর পাপ করে, তখন তাকে সাহায্য করার এবং মণ্ডলীর সুরক্ষা জোগানোর জন্য যিহোবা কোন ব্যবস্থা করেছেন?

কেউ যদি গুরুতর পাপ করে, তা হলে তা পরিবারের সদস্যদের কিংবা মণ্ডলীর উপর কোন প্রভাব ফেলতে পারে?

ইব্রীয় ১২:১৫, ১৬

আরও দেখুন, দ্বিতীয় ২৯:১৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিহো ৭:১-১৩, ২০-২৬—আখন এক গুরুতর পাপ করে তা লুকোনোর চেষ্টা করেছিলেন; এর ফলে, পুরো ইজরায়েলের উপর বিপর্যয় এসেছিল

    • যোনা ১:১-১৬—যিহোবার নির্দেশনা অনুযায়ী কাজ করেননি বলে যোনা জাহাজে থাকা লোকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলেন

    • ১করি ৫:১-৭—করিন্থের মণ্ডলীর মধ্যে এক গুরুতর পাপ ছিল, যা পুরো মণ্ডলীর জন্য বিপদজনক ছিল; প্রেরিত পৌল সেই পাপ সম্বন্ধে প্রকাশ করেছিলেন

কেন শাসনের ভয়ে আমাদের প্রাচীনদের কাছ থেকে সাহায্য লাভ করার চেষ্টা করা কখনো বন্ধ করা উচিত নয়?

অতীতে আমরা যে-পাপ করেছি, সেটা নিয়ে ক্রমাগত দুঃখ করার পরিবর্তে কেন আমাদের এই আস্থা রাখা উচিত যে, যিহোবা আমাদের পাপ ক্ষমা করেছেন?

দেখুন, “ক্ষমা

কেউ যদি গুরুতর পাপ করে আর আমরা সেই পাপ সম্বন্ধে জানতে পারি, তা হলে কেন আমাদের লক্ষ রাখতে হবে, যাতে তিনি প্রাচীনদের তার পাপ সম্বন্ধে জানান?

লেবীয় ৫:১

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • দ্বিতীয় ১৩:৬-৯; ২১:১৮-২০—মোশির ব্যবস্থা অনুযায়ী একজন ব্যক্তি যদি তার পরিবারের কোনো সদস্য অথবা প্রিয়জনের কোনো গুরুতর পাপ সম্বন্ধে জানতেন, তা হলে তাকে সেটা জানাতে হত