সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রার্থনা

প্রার্থনা

কীভাবে আমরা বলতে পারি, যিহোবা আমাদের প্রার্থনা শোনেন এবং প্রার্থনার উত্তর দেন?

গীত ৬৫:২; ১৪৫:১৮; ১যোহন ৫:১৪

আরও দেখুন, গীত ৬৬:১৯; প্রেরিত ১০:৩১; ইব্রীয় ৫:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ১৮:৩৬-৩৮—কর্মিল পর্বতে বালের ভাববাদীদের সামনে ভাববাদী এলিয় যখন যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন, তখন যিহোবা সঙ্গেসঙ্গে উত্তর দিয়েছিলেন

    • মথি ৭:৭-১১—যিশু আমাদের বলেছিলেন, আমরা যেন প্রার্থনা করে চলি। আর তিনি আমাদের এই আশ্বাসও দিয়েছেন, একজন প্রেমময় পিতা হিসেবে যিহোবা আমাদের প্রার্থনা শোনেন

খ্রিস্টানদের একমাত্র কার কাছে প্রার্থনা করতে হবে?

আমরা কার নামে প্রার্থনা করি?

যিহোবা কাদের প্রার্থনা শোনেন?

যিহোবা কাদের প্রার্থনা শোনেন না?

হিতো ১৫:২৯; ২৮:৯; যিশা ১:১৫; মীখা ৩:৪; যাকোব ৪:৩; ১পিতর ৩:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিহো ২৪:৯, ১০—বালাম ঈশ্বরের ইচ্ছার বিপরীতে প্রার্থনা করেছিলেন, তাই যিহোবা বালামের প্রার্থনা শোনেননি

    • যিশা ১:১৫-১৭—লোকেরা যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করেনি এবং হিংস্র কাজ করেছিল, তাই যিহোবা তাদের প্রার্থনা শোনেননি

প্রার্থনার শেষে আমরা সাধারণত কী বলি এবং কেন?

বাইবেল কি বলে যে, আমাদের সবসময় নির্দিষ্ট একটা ভঙ্গিতে প্রার্থনা করতে হবে?

যিহোবার দাসেরা যখন উপাসনার জন্য একত্রে মিলিত হয়, তখন তারা কোন বিষয়গুলোর জন্য প্রার্থনা করতে পারে?

প্রেরিত ৪:২৩, ২৪; ১২:৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১বংশা ২৯:১০-১৯—ইজরায়েলের লোকেরা যখন মন্দির তৈরি করার জন্য বিভিন্ন জিনিস দান করেছিল, তখন রাজা দায়ূদ তাদের সামনে প্রার্থনা করেছিলেন

    • প্রেরিত ১:১২-১৪—জেরুসালেমে উপরের একটা ঘরে প্রেরিতেরা, যিশুর ভাইয়েরা, যিশুর মা মরিয়ম এবং অন্য বিশ্বস্ত নারীরা একত্রে মিলিত হয়ে প্রার্থনা করেছিল

কেন আমাদের কখনো এমনভাবে প্রার্থনা করা উচিত নয়, যাতে মনে হয় আমরা নিজেদের বড়ো করে তুলে ধরার চেষ্টা করছি অথবা অন্যদের প্রশংসা লাভ করতে চাইছি?

কেন আমাদের খাবারের আগে প্রার্থনা করা উচিত?

কেন আমাদের যিহোবার কাছে সবসময় প্রার্থনা করতে হবে?

রোমীয় ১২:১২; ইফি ৬:১৮; ১থিষল ৫:১৭; ১পিতর ৪:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ৬:৬-১০—দানিয়েল সবসময় নির্দিষ্ট একটা জায়গায় প্রার্থনা করতেন; তিনি সেইসময়ও তার এই অভ্যাস বাদ দেননি, যখন তা করার ফলে তার মৃত্যুদণ্ড হতে পারত

    • লূক ১৮:১-৮—একজন মহিলা একজন অধার্মিক বিচারকের কাছে গিয়ে বার বার ন্যায়বিচারের জন্য অনুরোধ করতেন; এই কারণে সেই বিচারক এক পর্যায়ে সেই মহিলার প্রতি ন্যায়বিচার করেছিলেন। এই উদাহরণ ব্যবহার করে যিশু বলেছিলেন যে, আমরা যখন ক্রমাগত যিহোবার কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন

আমরা যখন যিহোবার কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করি, তখন আমাদের কেমন মনোভাব রাখা উচিত?

২বংশা ৭:১৩, ১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ২২:১১-১৩, ১৮-২০—যিহোবা রাজা যোশিয়ের প্রতি করুণা ও দয়া দেখিয়েছিলেন, কারণ তিনি নম্র হয়েছিলেন এবং যিহোবাকে খুশি করার চেষ্টা করেছিলেন

    • ২বংশা ৩৩:১০-১৩—রাজা মনঃশি নম্রভাবে প্রার্থনা করেছিলেন বলে যিহোবা তাকে ক্ষমা করেছিলেন এবং আবার তাকে রাজা করেছিলেন

আমরা যদি যিহোবার কাছ থেকে ক্ষমা পেতে চাই, তা হলে আমাদের কী করতে হবে?

কেন আমাদের এই বিষয়ে প্রার্থনা করা উচিত যেন ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ হয়?

কেন আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে, আমাদের স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনায় আমরা যা চাই, তিনি আমাদের তা দেবেন?

আমরা কোন কোন বিষয়ে প্রার্থনা করতে পারি?

ঈশ্বরের নাম যেন পবিত্র হয়

ঈশ্বরের রাজ্য যেন আসে এবং সেই রাজ্য সমস্ত পৃথিবীর উপর শাসন করে

ঈশ্বরের ইচ্ছা যেন পরিপূর্ণ হয়

যিহোবা যেন আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো জোগান

যিহোবা যেন আমাদের পাপ ক্ষমা করেন

দানি ৯:১৯; লূক ১১:৪

যিহোবা যেন আমাদের প্রলোভনের হাত থেকে রক্ষা করেন

ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই

যিহোবা যেন আমাদের তাঁর ইচ্ছা জানতে ও বুঝতে সাহায্য করেন এবং আমাদের প্রজ্ঞা দেন

হিতো ২:৩-৬; ফিলি ১:৯; যাকোব ১:৫

আরও দেখুন, গীত ১১৯:৩৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ৩:১১, ১২—রাজা শলোমন যিহোবার কাছে প্রজ্ঞা চেয়েছিলেন আর যিহোবা তাকে প্রচুর প্রজ্ঞা দিয়েছিলেন

যিহোবা যেন আমাদের পবিত্র শক্তি দেন

সহউপাসকদের জন্য, যে-উপাসকদের মধ্যে সেই ভাই-বোনেরাও রয়েছে, যাদের তাড়না করা হচ্ছে

যিহোবার প্রশংসা করতে পারি

গীত ৮৬:১২; যিশা ২৫:১; দানি ২:২৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ১০:২১—যিশু সবার সামনে তাঁর পিতার প্রশংসা করেছিলেন, কারণ ঈশ্বর নম্র ব্যক্তিদের সত্য জানিয়েছেন

    • প্রকা ৪:৯-১১—স্বর্গদূতেরা যিহোবার গৌরব ও সমাদর করেছিল, কারণ তিনি এগুলো পাওয়ার যোগ্য

যারা কর্তৃত্বে রয়েছে, তারা যেন আমাদের শান্তিতে যিহোবার উপাসনা করতে এবং লোকদের কাছে প্রচার করতে দেন

মথি ৫:৪৪; ১তীম ২:১, ২

আরও দেখুন, যির ২৯:৭

আমরা যখন বাপ্তিস্ম নিই, তখন কি আমরা প্রার্থনা করতে পারি?

আমরা কি সেই ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারি, যিহোবার সঙ্গে যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে?

প্রার্থনা করার সময় কেন খ্রিস্টান পুরুষেরা মাথায় কাপড় দেয় না আর নারীরা কখনো কখনো মাথায় কাপড় দিয়ে থাকে?

আমরা যখন প্রার্থনা করি, তখন আমাদের প্রার্থনা কতটা বড়ো অথবা কতটা জোরালো, সেটার চেয়ে ঈশ্বরের কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় কী?

বিলাপ ৩:৪১; মথি ৬:৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১রাজা ১৮:২৫-২৯, ৩৬-৩৯—ভাববাদী এলিয় যখন বালের ভাববাদীদের প্রমাণ করে দেখাতে বলেছিলেন যে, বাল সত্য ঈশ্বর কি না, তখন তারা চিৎকার করে বার বার বালের কাছে প্রার্থনা করেছিল কিন্তু তাদের দেবতা উত্তর দেয়নি

    • প্রেরিত ১৯:৩২-৪১—ইফিষের লোকেরা যখন দু-ঘণ্টা ধরে চিৎকার করে বলছিল, তাদের দেবী আর্তেমিসই মহান, তখন কিছুই হয়নি; বরং নগরের শাসনকর্তা তাদের গণ্ডগোল না করার আদেশ দিয়েছিলেন