সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাধ্যতা

বাধ্যতা

কেন বাধ্য থাকা গুরুত্বপূর্ণ?

যাত্রা ১৯:৫; দ্বিতীয় ১০:১২, ১৩; উপ ১২:১৩; যাকোব ১:২২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৫:১৭-২৩—ভাববাদী শমূয়েল রাজা শৌলকে কড়াভাবে শাসন করেছিলেন, কারণ তিনি যিহোবার অবাধ্য হয়েছিলেন; এরপর শমূয়েল এই বিষয়ের উপর জোর দিয়েছিলেন যে, বাধ্য থাকা কতটা গুরুত্বপূর্ণ

    • ইব্রীয় ৫:৭-১০—যদিও যিশু সবসময় তাঁর পিতার বাধ্য ছিলেন, তবুও তিনি যখন পৃথিবীতে ছিলেন এবং অন্যেরা তাঁকে কষ্ট দিয়েছিল, তখন তিনি তাঁর পিতার বাধ্য থাকতে শিখেছিলেন

কর্তৃত্বে থাকা কোনো ব্যক্তি যখন একজন খ্রিস্টানকে ঈশ্বরের অবাধ্য হতে বলেন, তখন সেই খ্রিস্টানের কী করা উচিত?

প্রেরিত ৫:২৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • দানি ৩:১৩-১৮—রাজা নবূখদ্‌নিৎসর যখন একটা মূর্তি তৈরি করে সেটাকে প্রণাম করার আদেশ দিয়েছিলেন, তখন এমনকী মৃত্যুর হুমকি থাকা সত্ত্বেও তিন জন ইব্রীয় যুবক সেটাকে প্রণাম করেনি

    • মথি ২২:১৫-২২—যিশু বলেছিলেন যে, তাঁর অনুসারীরা সরকারের বাধ্য থাকে, যদি না সরকার তাদের যিহোবা ঈশ্বরের অবাধ্য হতে বলে

    • প্রেরিত ৪:১৮-৩১—যদিও কর্তৃপক্ষ প্রচার না করার আদেশ দিয়েছিল, তবুও প্রেরিতেরা সাহসের সঙ্গে প্রচার কাজ চালিয়ে গিয়েছিল

সবসময় যিহোবার আজ্ঞা পালন করতে হলে আমাদের কী করতে হবে?

দ্বিতীয় ৬:১-৫; গীত ১১২:১; ১যোহন ৫:২, ৩

আরও দেখুন, গীত ১১৯:১১, ১১২; রোমীয় ৬:১৭

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ইষ্রা ৭:৭-১০—বিশ্বস্ত যাজক ইষ্রা তার হৃদয়কে প্রস্তুত করেছিলেন, যাতে ঈশ্বরের ব্যবস্থা পালন করার এবং অন্যদের সেই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভালো উদাহরণ দেখাতে পারেন

    • যোহন ১৪:৩১—যিশু বলেছিলেন যে, কেন তিনি ঠিক সেইমতো কাজ করেন, যেমনটা তাঁর পিতা আজ্ঞা দিয়েছেন

যিহোবা ও যিশুর বাধ্য হওয়ার পিছনে কারণ কী হওয়া উচিত?

কীভাবে আমাদের বাধ্যতা দেখায় যে, আমাদের বিশ্বাস রয়েছে?

রোমীয় ১:৫; ১০:১৬, ১৭; যাকোব ২:২০-২৩

আরও দেখুন, দ্বিতীয় ৯:২৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৬:৯-২২; ইব্রীয় ১১:৭—যিহোবা নোহকে যেভাবে আজ্ঞা দিয়েছিলেন, নোহ ঠিক সেভাবে একটা জাহাজ তৈরি করে দেখিয়েছিলেন যে, তার বিশ্বাস রয়েছে

    • ইব্রীয় ১১:৮, ৯, ১৭—যিহোবার আজ্ঞা অনুযায়ী ঊর নগর ত্যাগ করার আর এমনকী নিজের ছেলেকে উৎসর্গ করার মাধ্যমে অব্রাহাম দেখিয়েছিলেন, তার বিশ্বাস রয়েছে

যিহোবা সেই ব্যক্তিদের কাছে কী প্রতিজ্ঞা করেছেন, যারা তাঁর বাধ্য হয়?

যির ৭:২৩; মথি ৭:২১; ১যোহন ৩:২২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লেবীয় ২৬:৩-৬—যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে, যারা তাঁর বাধ্য হয়, তাদের তিনি আশীর্বাদ করবেন এবং যত্ন নেবেন

    • গণনা ১৩:৩০, ৩১; ১৪:২২-২৪—কালেব বাধ্য ছিলেন আর তাই যিহোবা তাকে আশীর্বাদ করেছিলেন

আমরা যদি অবাধ্য হই, তা হলে কী হবে?

রোমীয় ৫:১৯; ২থিষল ১:৮, ৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ২:১৬, ১৭; ৩:১৭-১৯—আদম ও হবা যিহোবার অবাধ্য হয়েছিলেন আর তাই তারা আর নিখুঁত থাকতে পারেননি এবং তারা পরমদেশ ও অনন্তজীবন হারিয়েছিলেন

    • দ্বিতীয় ১৮:১৮, ১৯; প্রেরিত ৩:১২, ১৮, ২২, ২৩—যিহোবা ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, এমন একজন ভাববাদী আসবেন, যিনি মোশির চেয়ে মহান। আর যারা তাঁর অবাধ্য হবে, তাদের তিনি শাস্তি দেবেন

    • যিহূদা ৬, ৭—বিদ্রোহী স্বর্গদূতেরা এবং সদোম ও ঘমোরার লোকেরা অবাধ্য হয়েছিল আর এতে যিহোবা খুব রেগে গিয়েছিলেন

কেন আমাদের যিশু খ্রিস্টের বাধ্য হওয়া উচিত?

আদি ৪৯:১০; মথি ২৮:১৮

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

কেন খ্রিস্টানেরা মণ্ডলীর অধ্যক্ষদের বাধ্য থাকে?

কেন একজন খ্রিস্টান স্ত্রীর তার স্বামীর বশীভূত হওয়া উচিত?

কেন সন্তানদের তাদের বাবা-মায়ের বাধ্য থাকতে হবে?

হিতো ২৩:২২; ইফি ৬:১; কল ৩:২০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৭:৩, ৪, ৮, ১১-১৩, ১৮—অল্পবয়সি যোষেফ তার বাবার বাধ্য হয়ে দূরে তার দাদাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যদিও তারা তাকে ঘৃণা করত

    • লূক ২:৫১—যদিও যিশু নিখুঁত ছিলেন, তবুও তিনি তাঁর বাবা-মা যোষেফ ও মরিয়মের বাধ্য ছিলেন, যারা কিনা নিখুঁত ছিলেন না

কেন আমাদের একজন কর্মকর্তার বাধ্য থাকা উচিত, এমনকী সেই সময়েও, যখন অন্যেরা আমাদের দেখে না?

কেন খ্রিস্টানেরা সরকারের বাধ্য থাকে?