সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিবেক

বিবেক

কী দেখায় যে, যিহোবা সমস্ত মানুষকে একটা বিবেক দিয়েছেন?

একজন ব্যক্তি যদি অন্যায় করেই চলেন, তা হলে তার বিবেক কেমন হয়ে যেতে পারে?

কেবল এটা বিশ্বাস করাই কি যথেষ্ট যে, আমরা যা করছি, তা সঠিক?

যোহন ১৬:২, ৩; রোমীয় ১০:২, ৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২বংশা ১৮:১-৩; ১৯:১, ২—রাজা যিহোশাফট দুষ্ট রাজা আহাবকে সাহায্য করেছিলেন আর যিহোবা যিহোশাফটের উপর রেগে গিয়েছিলেন

    • প্রেরিত ২২:১৯, ২০; ২৬:৯-১১—প্রেরিত পৌল বলেছিলেন যে, আগে তিনি খ্রিস্টের অনুসারীদের তাড়না ও হত্যা করাকে সঠিক বলে মনে করতেন

কীভাবে বিবেককে সঠিকভাবে প্রশিক্ষিত করা যেতে পারে?

২তীম ৩:১৬, ১৭; ইব্রীয় ৫:১৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ২৪:২-৭—রাজা দায়ূদ তার বিবেকের কারণে যিহোবার অভিষিক্ত রাজা শৌলের প্রতি সম্মান দেখিয়ে আচরণ করেছিলেন

কীভাবে পাপী মানুষেরা ঈশ্বরের সামনে এক শুচি বিবেক নিয়ে দাঁড়াতে পারে?

ইফি ১:৭; ইব্রীয় ৯:১৪; ১পিতর ৩:২১; ১যোহন ১:৭, ৯; ২:১, ২

আরও দেখুন, প্রকা ১:৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • যিশা ৬:১-৮—যিহোবা ভাববাদী যিশাইয়কে আশ্বাস দিয়েছিলেন যে, তার পাপ ক্ষমা করা হয়েছে

    • প্রকা ৭:৯-১৪—খ্রিস্টের বলিদানের মাধ্যমে শুচি হয়ে বিরাট জনতা যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পেরেছে

কেন আমাদের ঈশ্বরের বাক্যের দ্বারা প্রশিক্ষিত এক বিবেকের কথা উপেক্ষা করা উচিত নয়?

প্রেরিত ২৪:১৫, ১৬; ১তীম ১:৫, ৬, ১৯; ১পিতর ৩:১৬

আরও দেখুন, রোমীয় ১৩:৫

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ২:২৫; ৩:৬-১৩—আদম ও হবা তাদের বিবেকের কথা উপেক্ষা করেছিলেন। তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন বলে পরে লজ্জা পেয়েছিলেন

    • নহি ৫:১-১৩—রাজ্যপাল নহিমিয় তার সহযিহুদিদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন, যারা ঈশ্বরের আইনগুলো উপেক্ষা করছিল এবং চড়া সুদ নিচ্ছিল

কেন আমাদের সেই ভাই-বোনদের অসন্তুষ্ট না করার ব্যাপারে সাবধান থাকতে হবে, যাদের বিবেক এখনও ভালোভাবে প্রশিক্ষিত হয়নি?

আমাদের বিবেকের বিষয়ে কোন লক্ষ্য রাখা উচিত?