সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মা

মা

একজন মায়ের কোন দায়িত্ব রয়েছে?

হিতো ৩১:১৭, ২১, ২৬, ২৭; তীত ২:৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ২১:৮-১২—সারা যখন দেখেছিলেন যে, ইশ্মায়েল তার ছেলে ইস্‌হাককে নিয়ে ঠাট্টাতামাশা করছে, তখন তিনি তার ছেলের সুরক্ষার জন্য অব্রাহামের কাছে অনুরোধ করেছিলেন

    • ১রাজা ১:১১-২১—বৎশেবা যখন জানতে পেরেছিলেন যে, আদোনিয় গোপনে রাজা হওয়ার চেষ্টা করছেন, তখন তিনি রাজা দায়ূদের কাছে গিয়ে অনুরোধ করেছিলেন, যেন তিনি শলোমনকে রাজা করেন এবং তার সুরক্ষা জোগান

কেন আমাদের মায়ের বাধ্য থাকা এবং তার সমাদর করা উচিত?

যাত্রা ২০:১২; দ্বিতীয় ৫:১৬; ২৭:১৬; হিতো ১:৮; ৬:২০-২২; ২৩:২২

আরও দেখুন, ১তীম ৫:৯, ১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১পিতর ৩:৫, ৬—প্রেরিত পিতর বলেছিলেন, সারা তার দৃঢ় বিশ্বাসের কারণে অনেক মেয়ের কাছে একজন মায়ের মতো হয়ে উঠেছিলেন

    • হিতো ৩১:১, ১৫, ২১, ২৮—রাজা লমূয়েলের মা তাকে বিয়ের বিষয়ে এবং একজন স্ত্রী ও মায়ের কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই বিষয়ে খুব ভালো পরামর্শ দিয়েছিলেন

    • ২তীম ১:৫; ৩:১৫—প্রেরিত পৌল তীমথিয়ের মা উনীকীর প্রশংসা করেছিলেন, কারণ তিনি তার ছেলেকে শাস্ত্র সম্বন্ধে ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন, যদিও তার স্বামী খ্রিস্টের অনুসারী ছিলেন না