মৃদুতা
কীভাবে আমরা বলতে পারি, যিহোবা মৃদুশীল?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১রাজা ১৯:১২—ভাববাদী এলিয় যখন চাপের মধ্যে ছিলেন এবং খুব চিন্তিত ছিলেন, তখন যিহোবা তার সঙ্গে ‘কোমল ও মৃদু কণ্ঠস্বরে’ কথা বলেছিলেন
-
যোনা ৩:১০–৪:১১—যদিও যোনা যিহোবার সঙ্গে রেগে কথা বলেছিলেন, কিন্তু যিহোবা কোমলভাবে তাকে করুণা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন
-
কীভাবে আমরা মৃদুশীল মনোভাব দেখাতে পারি?
হিতো ১৫:১; ইফি ৪:১-৩; তীত ৩:২; যাকোব ৩:১৩, ১৭; ১পিতর ৩:১৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
গণনা ১১:২৬-২৯—যিহোশূয় যখন ভাববাদী মোশিকে বলেছিলেন, তিনি যেন দু-জন ব্যক্তিকে ভাববাণী করতে বারণ করেন, তখন মোশি তাকে মৃদুতা সহকারে উত্তর দিয়েছিলেন
-
বিচার ৮:১-৩—ইফ্রয়িমের লোকেরা যখন বিচারক গিদিয়োনের ওপর রেগে গিয়ে ঝগড়া করতে চেয়েছিল, তখন গিদিয়োন মৃদুতা সহকারে কথা বলে তাদের শান্ত করেছিলেন
-