সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু খ্রিস্ট

যিশু খ্রিস্ট

যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ করার ক্ষেত্রে যিশুর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

প্রেরিত ৪:১২; ১০:৪৩; ২করি ১:২০; ফিলি ২:৯, ১০

আরও দেখুন, হিতো ৮:২২, ২৩, ৩০, ৩১; যোহন ১:১০; প্রকা ৩:১৪

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১৬:১৩-১৭—প্রেরিত পিতর বুঝতে পেরেছিলেন যে, যিশুই হলেন খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র

    • মথি ১৭:১-৯—যিশুর তিন জন প্রেরিতের সামনে তাঁর রূপ বদলে গিয়েছিল আর যিহোবা স্বর্গ থেকে বলেছিলেন যে, যিশু তাঁর পুত্র

কেন যিশু সমস্ত মানুষের চেয়ে আলাদা ছিলেন?

যোহন ৮:৫৮; ১৪:৯, ১০; কল ১:১৫-১৭; ১পিতর ২:২২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ২১:১-৯—যিশু যখন একটা গর্দভশাবকের উপরে বসে জেরুসালেমে প্রবেশ করেছিলেন, তখন তিনি সেই মশীহ রাজা সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করেছিলেন, যাঁকে যিহোবা মনোনীত করেছেন

    • ইব্রীয় ৭:২৬-২৮—কীভাবে মহান মহাযাজক যিশু অন্য সমস্ত মহাযাজকের চেয়ে আলাদা ছিলেন, তা প্রেরিত পৌল ব্যাখ্যা করেছিলেন

যিশুর অলৌকিক কাজগুলো তাঁর সম্বন্ধে এবং তাঁর পিতা সম্বন্ধে আমাদের কী শেখায়?

যোহন ৩:১, ২; ৫:৩৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ৪:২৩, ২৪—যিশু দেখিয়েছিলেন, তিনি মন্দ স্বর্গদূতদের চেয়ে আরও বেশি শক্তিশালী এবং তিনি যেকোনো ধরনের অসুস্থতা দূর করতে পারেন

    • মথি ১৪:১৫-২১—যিশু অলৌকিকভাবে পাঁচটা রুটি এবং দুটো মাছ দিয়ে হাজার হাজার ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়েছিলেন

    • মথি ১৭:২৪-২৭—যিশু একটা অলৌকিক কাজ করেছিলেন, যাতে পিতর মন্দিরের কর দেওয়ার জন্য এবং লোকদের অসন্তুষ্ট না করার জন্য মুদ্রা দিতে পারেন

    • মার্ক ১:৪০, ৪১—একজন কুষ্ঠ রোগী যখন যিশুর কাছে বিনতি করেছিলেন, তখন যিশু তার প্রতি গভীর সমবেদনা বোধ করেছিলেন এবং তাকে সুস্থ করেছিলেন; এটা দেখায়, যিশু সত্যিই অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে চান

    • মার্ক ৪:৩৬-৪১—যিশু এক প্রচণ্ড ঝড়কে শান্ত করেছিলেন; এটা দেখায়, যিহোবা তাঁকে প্রাকৃতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন

    • যোহন ১১:১১-১৫, ৩১-৪৫—যিশুর বন্ধু লাসার যখন মারা গিয়েছিলেন, তখন যিশু কেঁদেছিলেন; এরপর তিনি লাসারকে পুনরুত্থিত করেছিলেন আর এটা দেখায়, তিনি মৃত্যুকে এবং এই মৃত্যু মানুষের জন্য যে-কষ্ট নিয়ে আসে, তা ঘৃণা করেন

যিশুর শিক্ষার মূল বার্তা কী ছিল?

যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন কোন কোন চমৎকার গুণ দেখিয়েছেন? লক্ষ করুন, কীভাবে তিনি দেখিয়েছিলেন . . .

যে-কেউ সহজেই তাঁর কাছে আসতে পারে—মথি ১৩:২; মার্ক ১০:১৩-১৬; লূক ৭:৩৬-৫০

তিনি সমবেদনাময়; তিনি করুণাময় —মার্ক ৫:২৫-৩৪; লূক ৭:১১-১৫

তিনি সাহসী—মথি ৪:২-১১; যোহন ২:১৩-১৭; ১৮:১-৬

তিনি নম্র—মথি ১১:২৯; ২০:২৮; যোহন ১৩:১-৫; ফিলি ২:৭, ৮

তিনি প্রেমময়—যোহন ১৩:১; ১৪:৩১; ১৫:১৩; ১যোহন ৩:১৬

তিনি বাধ্য—লূক ২:৪০, ৫১, ৫২; ইব্রীয় ৫:৮

তাঁর প্রজ্ঞা রয়েছে—মথি ১২:৪২; ১৩:৫৪; কল ২:৩

কেন যিশু ইচ্ছুক মনে তাঁর জীবন দিয়েছিলেন আর তাঁর বলিদান থেকে আমরা কীভাবে উপকার লাভ করি?

যিশু খ্রিস্ট স্বর্গে রাজা হিসেবে আছেন বলে কেন আমাদের আনন্দ করা উচিত?

গীত ৭২:১২-১৪; দানি ২:৪৪; ৭:১৩, ১৪; প্রকা ১২:৯, ১০

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৪৫:২-৭, ১৬, ১৭—এই গীত দেখায় যে, ঈশ্বরের মনোনীত রাজা তাঁর সমস্ত শত্রুকে পরাজিত করবেন এবং সত্যে, নম্রতায় ও ধার্মিকতায় শাসন করবেন

    • যিশা ১১:১-১০—যিশু যখন পৃথিবীতে রাজা হিসেবে শাসন করবেন, তখন এই পৃথিবী এমন এক পরমদেশ হয়ে উঠবে, যেখানে শান্তি থাকবে

খুব শীঘ্রই যিশু কী করবেন?