যিহোবা
তাঁর নাম
যিহোবা নামের অর্থ “তিনি অস্ত্বিত্বে আনেন”
আদি ১:১; যাত্রা ৩:১৩-১৫; গীত ১০২:২৫; যিশা ৪২:৫
যিহোবা তাঁর দাসদের যত্ন নেওয়ার জন্য কী হন অথবা কোন ভূমিকা পালন করেন?
গীত ১৯:১৪; ৬৮:৫; যিশা ৩৩:২২; ৪০:১১; ২করি ১:৩, ৪
আরও দেখুন, গীত ১১৮:১৪; যিশা ৩০:২০; যির ৩:১৪; সখ ২:৫
কেন প্রত্যেককে জানতে হবে যে, যিহোবা পবিত্র আর একমাত্র তিনিই সত্য ঈশ্বর?
গীত ৮৩:১৮; যিশা ২৯:২৩; যিহি ৩৬:২৩; লূক ১১:২
কেন আমাদের প্রত্যেকের নিখিলবিশ্বের প্রভু যিহোবার বাধ্য হতে হবে?
যিহোবার কিছু উপাধি
সর্বশক্তিমান—আদি ১৭:১; প্রকা ১৯:৬
পিতা—মথি ৬:৯; যোহন ৫:২১
সর্বমহান শিক্ষক—যিশা ৩০:২০, পাদ
স্বর্গীয় বাহিনীর শাসক—১শমূ ১:১১
অনন্তকালীন রাজা—১তীম ১:১৭; প্রকা ১৫:৩
মহান ঈশ্বর—ইব্রীয় ১:৩; ৮:১
পরাৎপর—আদি ১৪:১৮-২২; গীত ৭:১৭
শৈল—দ্বিতীয় ৩২:৪; যিশা ২৬:৪
নিখিলবিশ্বের প্রভু—যিশা ২৫:৮; আমোষ ৩:৭
যিহোবার কিছু চমৎকার গুণ
কীভাবে যিহোবা তাঁর পবিত্রতার উপর জোর দিয়েছেন আর এটা জেনে তাঁর দাসদের কী করা উচিত?
যাত্রা ২৮:৩৬; লেবীয় ১৯:২; ২করি ৭:১; ১পিতর ১:১৩-১৬
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
যিশা ৬:১-৮—ভাববাদী যিশাইয় একটা দর্শন দেখেছিলেন, যেখানে যিহোবার পবিত্রতার উপর জোর দেওয়া হয়েছিল। এই দর্শন দেখে তিনি নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন, কারণ তিনি পাপী ছিলেন। কিন্তু, একজন সরাফ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, একজন মানুষ নিখুঁত না হলেও সে ঈশ্বরের কাছে শুচি হতে পারে
-
রোমীয় ৬:১২-২৩; ১২:১, ২—প্রেরিত পৌল বলেছিলেন, কীভাবে আমরা আমাদের পাপপূর্ণ স্বভাবের বিরুদ্ধে লড়াই করতে এবং “পবিত্রতার” পথে চলতে পারি
-
যিহোবা কতটা শক্তিশালী আর কিছু ক্ষেত্র কী, যেখানে তিনি তাঁর শক্তি ব্যবহার করেন?
যাত্রা ১৫:৩-৬; ২বংশা ১৬:৯; যিশা ৪০:২২, ২৫, ২৬, ২৮-৩১
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
দ্বিতীয় ৮:১২-১৮—ভাববাদী মোশি লোকদের বলেছিলেন, যিহোবা তাঁর শক্তি ব্যবহার করে তাদের জন্য সমস্ত ভালো বিষয় জুগিয়েছেন
-
১রাজা ১৯:৯-১৪—ভাববাদী এলিয় যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য যিহোবা এলিয়কে দেখিয়েছিলেন যে, তাঁর কতটা শক্তি রয়েছে
-
কেন আমরা যিহোবার ন্যায়বিচারের উপর পুরোপুরিভাবে আস্থা রাখতে পারি?
দ্বিতীয় ৩২:৪; ইয়োব ৩৪:১০; ৩৭:২৩; গীত ৩৭:২৮; যিশা ৩৩:২২
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
দ্বিতীয় ২৪:১৬-২২—মোশির ব্যবস্থা স্পষ্টভাবে দেখায় যে, যিহোবা সবসময় ন্যায্য, প্রেমময় ও করুণাময়
-
২বংশা ১৯:৪-৭—রাজা যিহোশাফট বিচারকদের মনে করিয়ে দিয়েছিলেন, তারা যেন কোনো মানুষের হয়ে নয়, বরং যিহোবা হয়ে বিচার করে
-
কী দেখায় যে, যিহোবার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই?
গীত ১০৪:২৪; হিতো ২:১-৮; যির ১০:১২; রোমীয় ১১:৩৩; ১৬:২৭
আরও দেখুন, গীত ১৩৯:১৪; যির ১৭:১০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
১রাজা ৪:২৯-৩৪—যিহোবা রাজা শলোমনকে তার সময়ের সমস্ত লোকের চেয়ে সবচেয়ে বেশি প্রজ্ঞা দিয়েছিলেন
-
লূক ১১:৩১; যোহন ৭:১৪-১৮—শলোমনের চেয়ে যিশুর প্রজ্ঞা আরও অনেক বেশি; তা সত্ত্বেও, যিশু নম্রভাবে স্বীকার করেছিলেন, তিনি যিহোবার কাছ থেকে এই প্রজ্ঞা পেয়েছেন
-
যিহোবা আমাদের কতটা ভালোবাসেন, তা দেখানোর জন্য তিনি কী করেছেন?
যোহন ৩:১৬; রোমীয় ৮:৩২; ১যোহন ৪:৮-১০, ১৯
আরও দেখুন, সফ ৩:১৭; যোহন ৩:৩৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ১০:২৯-৩১—যিশু চড়ুই পাখির উদাহরণ ব্যবহার করে দেখিয়েছিলেন যে, যিহোবা তাঁর প্রত্যেক দাসকে কতটা ভালোবাসেন এবং তাদের কতটা মূল্যবান বলে মনে করেন
-
মার্ক ১:৯-১১—যিহোবা স্বর্গ থেকে তাঁর পুত্রের সঙ্গে কথা বলেছিলেন। তিনি সবার সামনে প্রকাশ করেছিলেন, তিনি যিশুকে কতটা ভালোবাসেন এবং তাঁকে নিয়ে কতটা গর্ব করেন। বাবা-মায়েরাও যিহোবার উদাহরণ অনুকরণ করে তাদের সন্তানদের এইরকম বিষয় বলতে পারে
-
অন্য কোন কারণগুলোর জন্য আমরা যিহোবাকে ভালোবাসি? বাইবেল দেখায়, অন্যান্য গুণের পাশাপাশি যিহোবার এই গুণগুলোও রয়েছে . . .
তিনি সমস্ত কিছু দেখতে পান—২বংশা ১৬:৯; হিতো ১৫:৩
তিনি পরিবর্তিত হন না; তিনি নির্ভরযোগ্য—মালাখি ৩:৬; যাকোব ১:১৭
যিশা ৪৯:১৫; ৬৩:৯; সখ ২:৮
তিনি সমবেদনাময়—তিনি চিরস্থায়ী; তাঁর কোনো শুরু অথবা শেষ নেই—গীত ৯০:২; ৯৩:২
তিনি উদার—গীত ১০৪:১৩-১৫; ১৪৫:১৬
তিনি গৌরবময়—প্রকা ৪:১-৬
তিনি সুখী—১তীম ১:১১
তিনি নম্র—গীত ১৮:৩৫
তিনি দয়ালু—লূক ৬:৩৫; রোমীয় ২:৪
তিনি অনুগত—প্রকা ১৫:৪
তিনি করুণাময়—যাত্রা ৩৪:৬
তিনি ধৈর্যশীল—যিশা ৩০:১৮; ২পিতর ৩:৯
তিনি শান্তিময়—ফিলি ৪:৯
তিনি ধর্মময়—গীত ৭:৯
আমরা যখন যিহোবাকে ভালোভাবে জানব, তখন তাঁর বিষয়ে আমরা কেমন অনুভব করব?
যেভাবে আমরা যিহোবাকে সেবা করতে পারি
কী দেখায় যে, যিহোবা তাঁর দাসদের কাছ থেকে তাদের সাধ্যের অতিরিক্ত আশা করেন না?
দ্বিতীয় ১০:১২; মীখা ৬:৮; ১যোহন ৫:৩
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
দ্বিতীয় ৩০:১১-১৪—ভাববাদী মোশির মাধ্যমে যে-ব্যবস্থা দেওয়া হয়েছিল, তা পালন করা ইজরায়েলীয়দের জন্য খুব কঠিন ছিল না
-
মথি ১১:২৮-৩০—যিশু, যিনি তাঁর পিতাকে নিখুঁতভাবে অনুকরণ করেন, তাঁর অনুসারীদের এই আশ্বাস দিয়েছিলেন যে, তিনি একজন দয়াশীল প্রভু
-
কেন যিহোবার প্রশংসা করা উপযুক্ত?
গীত ১০৫:১, ২; যিশা ৪৩:১০-১২, ২১
আরও দেখুন, যির ২০:৯; লূক ৬:৪৫; প্রেরিত ৪:১৯, ২০
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
গীত ১০৪:১, ২, ১০-২০, ৩৩, ৩৪—একজন গীতরচক যিহোবার সৃষ্টি দেখে তাঁর উদ্দেশে প্রশংসাগান করেছিলেন
-
গীত ১৪৮:১-১৪—সমস্ত সৃষ্টি এবং সমস্ত স্বর্গদূত যিহোবার প্রশংসা করে আর আমাদেরও তা-ই করা উচিত
-
কীভাবে আমাদের কাজ দেখে অন্যেরা যিহোবার গৌরব করতে পারে?
মথি ৫:১৬; যোহন ১৫:৮; ১পিতর ২:১২
আরও দেখুন, যাকোব ৩:১৩
কীভাবে আমরা যিহোবার বন্ধু হতে পারি?
যিহোবার বন্ধু হওয়ার জন্য কেন আমাদের নম্র হতে হবে?
গীত ১৩৮:৬; যিশা ৫৭:১৫
আমরা যদি যিহোবার বন্ধু হতে চাই, তা হলে কেন আমাদের বাইবেল পড়তে এবং আমরা যা পড়ি, তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে?
গীত ১:১-৩; ৭৭:১১-১৩; মালাখি ৩:১৬
যিহোবা সম্বন্ধে আমরা যা শিখি, কেন আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে?
কেন আমাদের কখনো যিহোবার কাছ থেকে কোনো কিছু লুকোনো উচিত নয়?
ইয়োব ৩৪:২২; হিতো ২৮:১৩; যির ২৩:২৪; ১তীম ৫:২৪, ২৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
২রাজা ৫:২০-২৭—গেহসি তার পাপ লুকোতে চেয়েছিলেন, কিন্তু যিহোবা তাঁর ভাববাদী ইলীশায়ের কাছে তা প্রকাশ করে দিয়েছিলেন
-
প্রেরিত ৫:১-১১—অননিয় ও সাফীরা তাদের পাপ লুকোতে চেয়েছিলেন। কিন্তু, যিহোবা তা প্রকাশ করে দিয়েছিলেন এবং তাদের শাস্তি দিয়েছিলেন, কারণ তারা মিথ্যা কথা বলেছিলেন
-