সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সন্তান; অল্পবয়সি

সন্তান; অল্পবয়সি

ঈশ্বর সন্তানদের যেভাবে দেখে থাকেন

কীভাবে যিহোবা দেখান যে, সন্তানেরা ও অল্পবয়সিরা তাঁর কাছে খুব মূল্যবান?

দ্বিতীয় ৬:৬, ৭; ১৪:২৮, ২৯; গীত ১১০:৩; ১২৭:৩-৫; ১২৮:৩, ৪; যাকোব ১:২৭

আরও দেখুন, ইয়োব ২৯:১২; গীত ২৭:১০; হিতো ১৭:৬

আরও দেখুন, “পরিবার

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ১:২৭, ২৮—যিহোবা চেয়েছিলেন যেন মানুষ সন্তানের জন্ম দেয় এবং পৃথিবী পরিপূর্ণ করে

    • আদি ৯:১—জলপ্লাবনের পর ঈশ্বর নোহ এবং তাদের ছেলেদের বলেছিলেন যেন তারা সন্তানের জন্ম দেয় এবং পৃথিবী পরিপূর্ণ করে

    • আদি ৩৩:৫—বিশ্বস্ত কুলপতি যাকোব তার সন্তানদের ঈশ্বরের কাছ থেকে এক উপহার হিসেবে দেখেছিলেন

    • মার্ক ১০:১৩-১৬—যিশু ছোটো ছেলে-মেয়েদের ভালোবাসেন, ঠিক যেমন তাঁর পিতা যিহোবা তাদের ভালোবাসেন

যারা অল্পবয়সিদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের যিহোবা কীভাবে দেখেন?

বাইবেলের কোন নীতিগুলো দেখায় যে, অল্পবয়সিদের কাছ থেকে আমরা যেন এইরকম আশা না করি, তারা বড়োদের মতো কাজ করবে?

গণনা ১:৩; ১করি ১৩:১১

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ৩৩:১২-১৪—যাকোব বুঝতে পেরেছিলেন, তার ছেলে-মেয়েদের পক্ষে বড়োদের মতো একই গতিতে হাঁটা সম্ভব নয়

এই জগতে অল্পবয়সিরা যখন কষ্ট ভোগ করে, তখন এরজন্য কি ঈশ্বরকে দোষ দেওয়া উচিত?

ইয়োব ৩৪:১০; যাকোব ১:১৩; ১যোহন ৫:১৯

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

কীভাবে যিহোবা আমাদের আশ্বাস দিয়েছেন যে, ছোটো-বড়ো সবাই যে-সমস্ত কষ্ট ভোগ করছে, সেগুলো দূর হয়ে যাবে?

আমাদের বাবা-মা যদি গুরুতর ভুল করে থাকে অথবা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, তা হলে এর অর্থ কী এই যে, অন্যদের চেয়ে আমাদের মূল্য কম কিংবা বাবা-মায়েদের মতো আমরাও একইরকম ভুল করব?

দ্বিতীয় ২৪:১৬; যিহি ১৮:১-৩, ১৪-১৮

আরও দেখুন, দ্বিতীয় ৩০:১৫, ১৬

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ২রাজা ১৮:১-৭; ২বংশা ২৮:১-৪—হিষ্কিয়ের বাবা দুষ্ট ছিলেন এবং তিনি তার কয়েক জন সন্তানকে হত্যা করেছিলেন। তা সত্ত্বেও, হিষ্কিয় যিহোবার বাধ্য ছিলেন এবং একজন বিশ্বস্ত রাজা হয়েছিলেন

    • ২রাজা ২১:১৯-২৬; ২২:১, ২—যদিও যোশিয়ের বাবা আমোন খুব দুষ্ট রাজা ছিলেন, কিন্তু যোশিয় খুব ভালো একজন রাজা হয়েছিলেন

    • ১করি ১০:১১, ১২—প্রেরিত পৌল বলেছিলেন, আমরা অন্যদের ভুলগুলো থেকে শিখতে পারি; আমরাও যেন তাদের মতো একই ভুল না করি

    • ফিলি ২:১২, ১৩—প্রেরিত পৌল আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, আমরা যদি বিশ্বস্ত থাকি, তা হলে আমরা পরিত্রাণ লাভ করব

সন্তান ও অল্পবয়সিদের দায়িত্ব

সেই ছেলে-মেয়েদের যিহোবা কীভাবে দেখেন, যারা তাদের সাক্ষি বাবা অথবা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে?

১করি ৭:১৪

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • আদি ১৯:১২, ১৫—স্বর্গদূতেরা লোটের মেয়েদের সুরক্ষা জুগিয়েছিলেন; এর একটা কারণ হল, তাদের বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন

সন্তানদের কি এইরকম মনে করা উচিত যে, ঈশ্বরের সঙ্গে তাদের বাবা-মায়ের ভালো সম্পর্ক রয়েছে বলে তাদেরও ঈশ্বরের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে?

হিতো ২০:১১; যিহি ১৮:৫, ১০-১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • লেবীয় ১০:১-৩, ৮, ৯—মহাযাজক হারোণের ছেলেদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তারা সম্ভবত মাতাল অবস্থায় “ইতর অগ্নি” উৎসর্গ করেছিল

    • ১শমূ ৮:১-৫—যদিও শমূয়েল একজন ধার্মিক ভাববাদী ছিলেন, কিন্তু তার ছেলেরা অসৎ ছিল

সন্তানেরা যদি ঈশ্বরকে খুশি করতে চায়, তা হলে তাদের কী করতে হবে?

কেন অল্পবয়সিদের মণ্ডলীর সভাগুলোতে যোগ দেওয়া উচিত?

দ্বিতীয় ৩১:১২, ১৩; ইব্রীয় ১০:২৪, ২৫

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১৫:৩২-৩৮—যিশুর শ্রোতাদের মধ্যে অল্পবয়সি ছেলে-মেয়েরাও ছিল

কীভাবে আমরা বলতে পারি, যিহোবা চান যেন অল্পবয়সিরা তাঁর সেবা করে?

গীত ৮:২; ১৪৮:১২, ১৩

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ১৭:৪, ৮-১০, ৪১, ৪২, ৪৫-৫১—যিহোবা অল্পবয়সি দায়ূদকে ব্যবহার করে দৈত্যের মতো এক বড়ো বীরযোদ্ধাকে পরাজিত করেছিলেন। এভাবে যিহোবা তাঁর নাম রক্ষা করেছিলেন

    • ২রাজা ৫:১-১৫—যিহোবা একজন অল্পবয়সি ইজরায়েলীয় মেয়েকে ব্যবহার করে ন-ইজরায়েলীয় একজন সেনাপতিকে সত্য ঈশ্বর সম্বন্ধে জানতে সাহায্য করেছিলেন

    • মথি ২১:১৫, ১৬—যিশু সেইসমস্ত অল্পবয়সিদের প্রচেষ্টা দেখে খুব খুশি হয়েছিলেন, যারা তাঁর প্রতি সম্মান দেখিয়েছিল

সেই সন্তানদের যিহোবা কীভাবে দেখেন, যাদের বাবা-মা যিহোবার উপাসক নন?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গণনা ১৬:২৫, ২৬, ৩২, ৩৩—কোনো কোনো পুরুষ যখন ভাববাদী মোশি এবং মহাযাজক হারোণের বিরোধিতা করেছিল, তখন যিহোবা তাদের ও সেইসঙ্গে তাদের পরিবারকে শাস্তি দিয়েছিলেন

    • গণনা ২৬:১০, ১১—যদিও বিদ্রোহী কোরহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তবে তার ছেলেরা রক্ষা পেয়েছিল, কারণ তারা যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল

কেন এই শেষ সময়ে অল্পবয়সিদের বন্ধুবান্ধব বাছাই করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত?

খ্রিস্টান অল্পবয়সিদের কোন ধরনের বন্ধুবান্ধব বাছাই করা উচিত?