সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সম্মানজনক উপাধি

সম্মানজনক উপাধি

খ্রিস্টানেরা কি সম্মানজনক ধর্মীয় উপাধি ব্যবহার করতে পারে?

যোহন ৫:৪১

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • লূক ১৮:১৮, ১৯—যদিও যিশু ভালো লোক ছিলেন, কিন্তু তিনি “মঙ্গলময় গুরু” উপাধি গ্রহণ করতে চাননি কারণ তিনি বলেছিলেন, একমাত্র যিহোবাই মঙ্গলময়

কেন আমরা এই ধরনের ধর্মীয় উপাধিগুলো ব্যবহার করি না, যেমন “পিতা” অথবা “নেতা”?

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ২৩:৯-১২—যিশু এই ধরনের সম্মানজনক উপাধি ব্যবহার করতে নিষেধ করেছিলেন, যেমন “পিতা” অথবা “নেতা”

    • ১করি ৪:১৪-১৭—যদিও প্রেরিত পৌল অনেকের কাছে একজন বাবার মতো ছিলেন, তবে কোথাও আমরা দেখতে পাই না, তাকে পিতা পৌল অথবা এইরকম কিছু বলা হয়েছে

কেন খ্রিস্টানদের জন্য পরস্পরকে ভাই অথবা বোন বলা এবং একে অন্যের সঙ্গে ভাই-বোনের মতো আচরণ করা উপযুক্ত?

মথি ২৩:৮

আরও দেখুন, প্রেরিত ১২:১৭; ১৮:১৮; রোমীয় ১৬:১

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • মথি ১২:৪৬-৫০—যিশু এই বিষয়টা স্পষ্ট করেছিলেন যে, যারা যিহোবাকে উপাসনা করে, তারা তাঁর ভাই ও বোন

কেন খ্রিস্টানদের জন্য সরকার, রাজনৈতিক শাসক, বিচারক এবং অন্যান্য কর্মকর্তাদের যে-উপাধি রয়েছে, তা ব্যবহার করা উপযুক্ত?

রোমীয় ১৩:১, ৭; ১পিতর ২:১৭

  • বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:

    • প্রেরিত ২৬:১, ২, ২৫—প্রেরিত পৌল শাসকদের, যেমন আগ্রিপ্প ও ফীষ্টকে তাদের উপাধি ব্যবহার করে সম্বোধন করেছিলেন