সরকার
সত্য খ্রিস্টানেরা কোন সরকারের প্রতি অনুগত ও বাধ্য?
আরও দেখুন, দানি ৭:১৩, ১৪
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
গীত ৮৯:১৮-২৯—বাইবেলে মশীহ রাজা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে আর যিহোবা তাঁকে পুরো পৃথিবীর উপরে রাজা করেছেন
-
প্রকা ১২:৭-১২—শেষকালের শুরুতে মশীহ রাজা শাসন করতে শুরু করেন এবং তিনি শয়তানকে স্বর্গ থেকে নিক্ষেপ করেন
-
খ্রিস্টের অভিষিক্ত অনুসারীরা ঈশ্বরের রাজ্যের হয়ে কী করে?
খ্রিস্টানেরা জগতের সরকারগুলোর প্রতি সম্মান দেখায়
কেন আমরা সরকারি আইনকানুন মেনে চলি এবং কর দিই?
রোমীয় ১৩:১-৭; তীত ৩:১; ১পিতর ২:১৩, ১৪
আরও দেখুন, প্রেরিত ২৫:৮
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ২২:১৫-২২—যিশুর শিষ্যদের কর দেওয়া উচিত কি না, সেই বিষয়ে যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি দক্ষতার সঙ্গে উত্তর দিয়েছিলেন
-
এমনকী আমাদের যখন তাড়না করা হয়, তখনও কেন আমরা প্রতিশোধ নিই না?
আরও দেখুন, “তাড়না”
খ্রিস্টানেরা নিরপেক্ষ থাকে
যদিও আমরা জগতের শাসকদের প্রতি সম্মান দেখাই, তবে তারা যখন আমাদের যিহোবার অবাধ্য হতে বলে, তখন কেন আমরা তাদের কথা শুনি না?
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
দানি ৩:১, ৪-১৮—তিন জন অল্পবয়সি ইব্রীয় ব্যাবিলনের একটা আইন মানতে রাজি হয়নি, কারণ সেটা ঈশ্বরের আইনের বিপরীত ছিল
-
দানি ৬:৬-১০—রাজা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা না করার বিষয়ে যখন সরকার একটা আইন জারি করেছিল, তখন বৃদ্ধ দানিয়েল সেই আইন মেনে চলতে রাজি হননি
-
জগতের সরকারগুলোর বিষয়ে নিরপেক্ষ থাকার ব্যাপারে যিশু তাঁর অনুসারীদের জন্য কোন উদাহরণ রেখেছেন?
প্রতিমাপূজার বিরুদ্ধে ঈশ্বরের আইন কীভাবে একজন খ্রিস্টানকে নিরপেক্ষ থাকার জন্য সাহায্য করতে পারে?
যাত্রা ২০:৪, ৫; ১করি ১০:১৪; ১যোহন ৫:২১
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
দানি ৩:১, ৪-১৮—রাজা নবূখদ্নিৎসর সম্ভবত মিথ্যা দেবতা মার্দুকের উদ্দেশে একটা মূর্তি তৈরি করেছিলেন আর তিনি তার সমস্ত প্রজাকে সেই মূর্তির উপাসনা করতে বলেছিলেন
-
খ্রিস্টানদের যখন যুদ্ধে অংশ নেওয়ার আদেশ দেওয়া হয়, তখন তারা বাইবেলের কোন নীতিগুলো থেকে সাহায্য লাভ করতে পারে?
যিশা ২:৪; যোহন ১৮:৩৬
আরও দেখুন, গীত ১১:৫
-
বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:
-
মথি ২৬:৫০-৫২—যিশু তাঁর অনুসারীদের কাছে এটা স্পষ্ট করেছিলেন যে, তারা যুদ্ধে অংশ নেবে না
-
যোহন ১৩:৩৪, ৩৫—একজন খ্রিস্টান হয়তো নিজেকে জিজ্ঞেস করতে পারেন, ‘আমাকে যদি অন্য একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হত, হতে পারে এমনকী সহখ্রিস্টানদের হত্যা করতে হত, তা হলে কীভাবে আমি যিশুর এই আদেশ মেনে চলতাম?’
-
লোকেরা যখন সরকারের বিরোধিতা করে, তখন কেন খ্রিস্টানেরা তাতে অংশ নেয় না?
কেন আমরা সেই সময় অবাক হই না, যখন সরকার বলে থাকে যে, আমরা তাদের বিরোধিতা করছি অথবা সমস্যা তৈরি করার চেষ্টা করছি?
-
বাইবেলের যে-উদাহরণ আমাদের সাহায্য করতে পারে:
-
প্রেরিত ১৬:১৯-২৩—প্রেরিত পৌল ও সীল তাদের প্রচার কাজের জন্য কষ্ট ভোগ করেছিলেন
-