সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

হতাশা

হতাশা

অন্যেরা আমাদের কষ্ট দেওয়ার অথবা এমনকী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণে যখন আমরা হতাশ হয়ে পড়ি

গীত ৫৫:১২-১৪; লূক ২২:২১, ৪৮

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • ১শমূ ৮:১-৬—ইজরায়েলীয়েরা যখন তাদের উপর একজন রাজা নিযুক্ত করার জন্য ভাববাদী শমূয়েলকে চাপ দিয়েছিল, তখন তিনি কষ্ট পেয়েছিলেন এবং হতাশ হয়েছিলেন

    • ১শমূ ২০:৩০-৩৪—যোনাথনের বাবা রাজা শৌল যখন তার উপর খুব রেগে গিয়েছিলেন, তখন যোনাথন কষ্ট পেয়েছিলেন এবং অপমান বোধ করেছিলেন

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • গীত ৫৫:১২-১৪, ১৬-১৮, ২২—রাজা দায়ূদের সঙ্গে যখন তার ঘনিষ্ঠ বন্ধু অহীথোফল বিশ্বাসঘাতকতা করেছিলেন, তখন দায়ূদ নিজের ভার যিহোবার উপর ফেলে দিয়েছিলেন; এর ফলে, তিনি সান্ত্বনা লাভ করেছিলেন

    • ২তীম ৪:১৬-১৮—প্রেরিত পৌল যখন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আর লোকেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন তিনি যিহোবার কাছ থেকে এবং যিহোবা যে-আশা দিয়েছেন, তা থেকে শক্তি লাভ করেছিলেন

নিজেদের দুর্বলতা ও পাপের কারণ যখন আমরা হতাশ হয়ে পড়ি

ইয়োব ১৪:৪; রোমীয় ৩:২৩; ৫:১২

  • বাইবেলের যে-উদাহরণগুলো আমাদের সাহায্য করতে পারে:

    • গীত ৫১:১-৫—রাজা দায়ূদ যিহোবার বিরুদ্ধে পাপ করেছিলেন, তাই তিনি খুব কষ্ট পেয়েছিলেন

    • রোমীয় ৭:১৯-২৪—প্রেরিত পৌল নিজের পাপপূর্ণ প্রবণতার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করছিলেন, তাই তিনি নিজেকে অসহায় বলে মনে করেছিলেন

  • যে-শাস্ত্রপদগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

  • বাইবেলের যে-উদাহরণগুলো থেকে আমরা সান্ত্বনা লাভ করতে পারি:

    • ১রাজা ৯:২-৫—রাজা দায়ূদ গুরুতর পাপ করেছিলেন, কিন্তু যিহোবা তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মনে রেখেছিলেন

    • ১তীম ১:১২-১৬—প্রেরিত পৌল অতীতে বড়ো বড়ো পাপ করেছিলেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে, ঈশ্বর তার প্রতি করুণা দেখাবেন