বিভাগ ১ পুনরালোচনা
আপনাকে যিনি বাইবেল অধ্যয়ন করাচ্ছেন, তার সঙ্গে নীচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
১. ভবিষ্যতের বিষয়ে বাইবেলে দেওয়া প্রতিজ্ঞাগুলোর মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে? কেন?
(পাঠ ০২ দেখুন।)
২. কেন আপনি বিশ্বাস করেন যে, বাইবেল হল ঈশ্বরের বাক্য?
৩. কেন আমাদের অবশ্যই যিহোবার নাম ধরে ডাকতে হবে?
(পাঠ ০৪ দেখুন।)
৪. বাইবেল বলে ঈশ্বর মানুষ, গাছপালা ও জীবজন্তুকে ‘জীবন’ দিয়েছেন। (গীতসংহিতা ৩৬:৯) আপনি কি তা বিশ্বাস করেন?
(পাঠ ০৬ দেখুন।)
৫. পড়ুন, হিতোপদেশ ৩:৩২.
কেন যিহোবার চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না?
যিহোবা তাঁর বন্ধুদের কাছ থেকে কী আশা করেন? যিহোবা কি তাঁর বন্ধুদের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করেন? কেন আপনি তা মনে করেন?
৬. পড়ুন, গীতসংহিতা ৬২:৮.
যিহোবার কাছে আপনি কোন বিষয়গুলো নিয়ে প্রার্থনা করেছেন? আপনি আর কোন বিষয়গুলোর জন্য প্রার্থনা করতে পারেন?
কীভাবে যিহোবা আমাদের প্রার্থনার উত্তর দেন?
(পাঠ ০৯ দেখুন।)
৭. পড়ুন, ইব্রীয় ১০:২৪, ২৫.
যিহোবার সাক্ষিদের সভাগুলোতে যোগ দেওয়ার ফলে আপনি কোন কোন উপকার লাভ করতে পারবেন?
সভাগুলোতে যোগ দেওয়ার জন্য আপনি কোন প্রচেষ্টা করতে প্রস্তুত রয়েছেন?
(পাঠ ১০ দেখুন।)
৮. কেন আমাদের প্রতিদিন বাইবেল পড়া উচিত? আপনি প্রতিদিন কখন বাইবেল পড়েন?
(পাঠ ১১ দেখুন।)
৯. আপনি যতটুকু বাইবেল অধ্যয়ন করেছেন, সেটার মধ্যে কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লেগেছে?
১০. বাইবেল অধ্যয়ন শুরু করার পর থেকে আপনার সামনে কোন কোন বাধা এসেছে? এই বাধাগুলো সত্ত্বেও, কোন বিষয়টা আপনাকে বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারে?
(পাঠ ১২ দেখুন।)