পাঠ ২২
সুসমাচার জানানোর জন্য আপনি কী করতে পারেন?
বাইবেলের সত্যগুলো শেখার সঙ্গে সঙ্গে আপনি হয়তো ভাবছেন, ‘এই সত্যগুলো তো প্রত্যেকেরই জানা প্রয়োজন!’ আসলে, আপনি ঠিকই ভাবছেন। কিন্তু, আপনি হয়তো এই সত্যগুলো অন্যদের জানানোর ক্ষেত্রে ভয় পাচ্ছেন। আসুন দেখি, কীভাবে আপনি এই ভয় কাটিয়ে উঠতে পারেন এবং আনন্দের সঙ্গে অন্যদের কাছে বাইবেলের সত্যগুলো জানাতে পারেন।
১. কীভাবে আপনি বাইবেল থেকে শেখা বিষয়গুলো আপনার পরিচিত ব্যক্তিদের জানাতে পারেন?
যিশুর শিষ্যেরা বলেছিল, “আমরা যা দেখেছি ও শুনেছি, তা না বলে থাকতে পারি না।” (প্রেরিত ৪:২০) যিশুর কাছ থেকে শেখা বিষয়গুলো তাদের এতটাই ভালো লেগেছিল যে, তারা যত বেশি সম্ভব লোকদের কাছে সেগুলো জানাতে চেয়েছিল। আপনার অনুভূতিও কি সেই শিষ্যদের মতো? যদি তা-ই হয়, তা হলে আপনি আপনার পরিবার ও বন্ধুদের কাছে বাইবেল থেকে শেখা বিষয়গুলো জানানোর জন্য সুযোগ খুঁজতে পারেন। আর যখন আপনি তাদের সঙ্গে কথা বলবেন, তখন প্রেম ও সম্মানের সঙ্গে কথা বলুন।—পড়ুন, কলসীয় ৪:৬.
কথাবার্তা শুরু করার কিছু উপায়
-
আপনার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলার সময় আপনি বলতে পারেন, “এই সপ্তাহে আমি একটা দারুণ বিষয় শিখেছি” এবং এরপর আপনি বাইবেল থেকে যা শিখেছেন, তা তাদের জানাতে পারেন।
-
আপনার কোনো বন্ধু যদি অসুস্থ থাকেন কিংবা অনেক চিন্তিত থাকেন, তা হলে তাকে বাইবেল থেকে এমন একটা পদ দেখান, যেটা পড়ে তার ভালো লাগবে।
-
আপনার কাজের জায়গায় কোনো সহকর্মী যদি আপনাকে জিজ্ঞেস করেন, সবকিছু কেমন চলছে? তা হলে সুযোগ বুঝে তাকে বলুন, বাইবেল অধ্যয়ন এবং মণ্ডলীর সভা থেকে আপনি কী শিখেছেন।
-
আপনার বন্ধুদের jw.org ওয়েবসাইট দেখান।
-
আপনার শিক্ষকের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার সময় অন্যদের যোগ দিতে বলুন অথবা কীভাবে তারা jw.org ওয়েবসাইটে গিয়ে বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ পাঠাতে পারে, তা দেখান।
২. কেন আপনার মণ্ডলীর সঙ্গে প্রচার করা উচিত?
যিশুর শিষ্যেরা কি শুধুমাত্র তাদের পরিচিত ব্যক্তিদের কাছেই প্রচার করেছিলেন? না। বাইবেল বলে, যিশু প্রচার করার জন্য “তাঁর আগে তাদের [শিষ্যদের] দু-জন দু-জন করে” সমস্ত “নগরে ও জায়গায় পাঠালেন।” (লূক ১০:১) এই উপায়ে যিশুর শিষ্যেরা আরও অনেক ব্যক্তিকে সুসমাচার জানাতে পেরেছিলেন। শুধু তা-ই নয়, একসঙ্গে প্রচার করার ফলে তারা অনেক আনন্দিতও হয়েছিলেন। (লূক ১০:১৭) আপনার বিষয়ে কী বলা যায়? আপনিও কি মণ্ডলীর সঙ্গে প্রচার করতে চান? এটা করার একটা লক্ষ্য রাখলে কেমন হয়!
গভীরভাবে গবেষণা করুন
আপনি কীভাবে ভয় কাটিয়ে উঠতে পারেন এবং সেই আনন্দ লাভ করতে পারেন, যা সুসমাচার প্রচার করার মাধ্যমে পাওয়া যায়? তা জানুন।
৩. যিহোবা আপনাকে সাহায্য করবেন
অনেকে প্রচার করতে চায়, কিন্তু তারা এই ভেবে ভয় পায় যে, লোকেরা তাদের সম্বন্ধে কী মনে করবে এবং তাদের সঙ্গে কেমন আচরণ করবে।
-
আপনি যা শিখেছেন, তা অন্যদের বলতে কি ভয় পান? কেন?
ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।
-
এই তরুণ-তরুণীরা তাদের ভয় কাটিয়ে ওঠার জন্য কী করেছিল?
যিশাইয় ৪১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
-
আপনি যদি প্রচার করতে ভয় পান, তা হলে প্রার্থনা কীভাবে আপনাকে সাহায্য করতে পারে?
আপনি কি জানেন?
অনেক যিহোবার সাক্ষি একসময় মনে করত, তারা কখনো অন্যদের কাছে সুসমাচার প্রচার করতে পারবে না। সেরগি নামে একজন ব্যক্তির উদাহরণ লক্ষ করুন। তার আত্মবিশ্বাসের অভাব ছিল আর তাই তিনি অন্যদের সঙ্গে কথা বলতে ভয় পেতেন। পরে, তিনি বাইবেল অধ্যয়ন করা শুরু করেন। তিনি বলেন, “আমি ভয় পেতাম ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমি বাইবেল থেকে যা শিখছিলাম, তা অন্যদের জানাতে শুরু করি। আমি এটা দেখে অবাক হয়ে যাই যে, যতবেশি আমি অন্যদের সঙ্গে কথা বলি, ততই আমার ভয় দূর হতে থাকে। আর সেইসঙ্গে, আমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং বাইবেলের উপর বিশ্বাসও দৃঢ় হয়।”
৪. সম্মানের সঙ্গে কথা বলুন
সুসমাচার প্রচার করার সময় আপনি কী বলবেন, শুধু সেই বিষয়েই নয়, কিন্তু কীভাবে তা বলবেন, সেটাও খেয়াল রাখুন। ২ তীমথিয় ২:২৪ এবং ১ পিতর ৩:১৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
-
বাইবেল সম্বন্ধে অন্যদের জানানোর সময় কীভাবে আপনি এই পদগুলোতে দেওয়া পরামর্শ কাজে লাগাতে পারেন?
-
আপনার পরিবারের কোনো কোনো সদস্য অথবা বন্ধু আপনার সঙ্গে একমত না-ও হতে পারে। সেইসময় আপনি কী করতে পারেন? আর আপনার কী করা উচিত নয়?
-
লোকদের কী করতে হবে, সেটা সরাসরি বলার পরিবর্তে, কেন কৌশলতার সঙ্গে তাদের প্রশ্ন জিজ্ঞেস করা ভালো হবে?
৫. সুসমাচার প্রচার করার ফলে আনন্দ লাভ করা যায়
যিহোবা যিশুকে সুসমাচার প্রচার করার কাজ দিয়েছিলেন। যিশু এই কাজকে কীভাবে দেখেছিলেন? যোহন ৪:৩৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
-
ভালো খাবার খাওয়ার ফলে আমরা বেঁচে থাকি এবং আনন্দ লাভ করি। কেন যিশু বলেছিলেন যে, ঈশ্বরের ইচ্ছা পালন করা অর্থাৎ সুসমাচার প্রচার করা হল, খাবার খাওয়ার মতো?
-
সুসমাচার প্রচার করার ফলে কোন কোন আনন্দ লাভ করা যায় বলে আপনার মনে হয়?
কিছু পরামর্শ
-
সপ্তাহের মাঝের সভাতে শেখানো হয় যে, লোকদের সঙ্গে কীভাবে কথাবার্তা শুরু করা যায়। তাই আপনি সেখান থেকে শিখতে পারেন।
-
সপ্তাহের মাঝের সভায়, ছাত্র-ছাত্রীদের যে-কার্যভার থাকে, সেখানে অংশ নেওয়ার জন্য আপনি চিন্তা করতে পারেন। এখানে অংশ নিলে আপনার সাহস বৃদ্ধি পাবে এবং আপনি ভালোভাবে অন্যদের কাছে সুসমাচার প্রচার করতে পারবেন।
-
এই বইয়ের “কেউ কেউ বলে থাকে” এবং “কেউ কেউ জিজ্ঞেস করতে পারে” অংশে এমন কিছু প্রশ্ন ও বিষয় রয়েছে, যেগুলো লোকেরা সাধারণত জিজ্ঞেস করে থাকে। কীভাবে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তা নিয়ে চিন্তা করুন।
কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “কেমন চলছে সব?”
-
কীভাবে আপনি এই সুযোগ কাজে লাগিয়ে বাইবেল থেকে যা শিখেছেন, তা তাকে বলতে পারেন?
সারাংশ
সুসমাচার প্রচার করার মাধ্যমে আনন্দ লাভ করা যায়। আর কারো সঙ্গে কথাবার্তা শুরু করা ততটা কঠিন নয়, যতটা আপনি মনে করেন।
পুনরালোচনা
-
অন্যদের কাছে সুসমাচার প্রচার করা কেন প্রয়োজন?
-
সুসমাচার প্রচার করার সময় কীভাবে আপনি সম্মানের সঙ্গে কথা বলতে পারেন?
-
আপনি যদি প্রচার করতে ভয় পান, তা হলে কী করতে পারেন?
আরও জানুন
jw.org কনট্যাক্ট কার্ড ব্যবহার করে সুসমাচার প্রচার করার চারটে উপায় সম্বন্ধে জানুন।
jw.org কনট্যাক্ট কার্ডের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা (১:৪৩)
চারটে বিষয় সম্বন্ধে জানুন, যেগুলো আপনাকে অন্যদের কাছে সুসমাচার প্রচার করতে সাহায্য করবে।
“আপনি কি মনুষ্যধারী হওয়ার জন্য প্রস্তুত?” (প্রহরীদুর্গ, সেপ্টেম্বর ২০২০)
বাইবেলের একটা ঘটনা লক্ষ করুন, যা আমাদের সাহসের সঙ্গে সুসমাচার প্রচার করতে সাহায্য করবে, এমনকি আমরা বয়সে ছোটো হলেও।
কীভাবে আপনি পরিবারের সেই সদস্যদের বাইবেল সম্বন্ধে জানাতে পারেন, যারা যিহোবাকে বিশ্বাস করে না? আসুন তা জানি।
“অবিশ্বাসী আত্মীয়দের হৃদয়ে পৌঁছানো” (প্রহরীদুর্গ, মার্চ ১৫ ২০১৪)