সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিভাগ ৩ পুনরালোচনা

বিভাগ ৩ পুনরালোচনা

আপনাকে যিনি বাইবেল অধ্যয়ন করাচ্ছেন, তার সঙ্গে নীচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  1. ১. হিতোপদেশ ২৭:১১ পদ পড়ুন।

    • কেন আপনি যিহোবার প্রতি অনুগত থাকতে চাইবেন?

      (পাঠ ৩৪ দেখুন।)

  2. ২. বাইবেলে যখন সরাসরি কোনো আজ্ঞা দেওয়া থাকে না, তখন আপনি কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন?

    (পাঠ ৩৫ দেখুন।)

  3. ৩. কীভাবে আপনি সমস্ত বিষয়ে সৎ হতে পারেন?

    (পাঠ ৩৬ দেখুন।)

  4. ৪. মথি ৬:৩৩ পদ পড়ুন।

    • যখন কাজ ও টাকাপয়সার বিষয়টা আসে, তখন কীভাবে আপনি ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থানে রাখতে পারেন?

      (পাঠ ৩৭ দেখুন।)

  5. ৫. যিহোবার কাছে জীবন অনেক মূল্যবান। কীভাবে আপনি জীবনকে মূল্যবান হিসেবে দেখতে পারেন?

    (পাঠ ৩৮ দেখুন।)

  6. ৬. প্রেরিত ১৫:২৯ পদ পড়ুন।

    • কীভাবে আপনি রক্তের বিষয়ে যিহোবার দেওয়া আজ্ঞা পালন করতে পারেন?

    • আপনার কি মনে হয়, তাঁর আজ্ঞা মেনে চলা বুদ্ধিমানের কাজ হবে?

      (পাঠ ৩৯ দেখুন।)

  7. ৭. ২ করিন্থীয় ৭:১ পদ পড়ুন।

    • শারীরিক ও নৈতিকভাবে শুদ্ধ থাকা বলতে কী বোঝায়?

      (পাঠ ৪০ দেখুন।)

  8. ৮. ১ করিন্থীয় ৬:৯, ১০ পদ পড়ুন।

    • যৌন সম্পর্কের বিষয়ে বাইবেল কী জানায়? আপনি কি এই বিষয়ে একমত?

    • মদ খাওয়ার বিষয়ে বাইবেল আমাদের কোন পরামর্শ দেয়?

      (পাঠ ৪১ ৪৩ দেখুন।)

  9. ৯. মথি ১৯:৪-৬,  পদ পড়ুন।

    • বিয়ের বিষয়ে যিহোবার মান কী রয়েছে?

    • বিয়ে ও বিবাহবিচ্ছেদ কেন আইনত বৈধ হওয়া উচিত?

      (পাঠ ৪২ দেখুন।)

  10. ১০. কোন ধরনের উদ্‌যাপন, আনন্দোৎসব এবং ছুটির দিনগুলো যিহোবা পছন্দ করেন না এবং কেন?

    (পাঠ ৪৪ দেখুন।)

  11. ১১. যোহন ১৭:১৬ এবং প্রেরিত ৫:২৯ পদ পড়ুন।

    • কীভাবে আপনি নিরপেক্ষ থাকতে পারেন?

    • সরকারের আইনগুলো ঈশ্বরের আইনের বিরুদ্ধে হলে আপনি কী করবেন?

      (পাঠ ৪৫ দেখুন।)

  12. ১২. মার্ক ১২:৩০ পদ পড়ুন।

    • কীভাবে আপনি দেখাতে পারেন যে, আপনি যিহোবাকে ভালোবাসেন?

      (পাঠ ৪৬ ৪৭ দেখুন।)