বিভাগ ৪ পুনরালোচনা
আপনাকে যিনি বাইবেল অধ্যয়ন করাচ্ছেন, তার সঙ্গে নীচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
১. হিতোপদেশ ১৩:২০ পদ পড়ুন।
কেন ভেবেচিন্তে বন্ধু বাছাই করা গুরুত্বপূর্ণ?
(পাঠ ৪৮ দেখুন।)
২. আপনি যদি একজন স্বামী অথবা স্ত্রী হয়ে থাকেন, তা হলে আপনার জন্য বাইবেলে কোন পরামর্শ দেওয়া রয়েছে?
আপনি যদি একজন বাবা, মা অথবা সন্তান হয়ে থাকেন, তা হলে আপনার জন্য বাইবেলে কোন পরামর্শ দেওয়া রয়েছে?
৩. কোন ধরনের কথাবার্তা যিহোবাকে খুশি করে? কোন ধরনের কথাবার্তা যিহোবাকে দুঃখিত করে?
(পাঠ ৫১ দেখুন।)
৪. আমরা কী পরব আর আমাদের দেখতে কেমন লাগবে, এই বিষয়ে বাইবেলের কোন নীতি আমাদের মনে রাখতে হবে?
(পাঠ ৫২ দেখুন।)
৫. আমরা এমন বিনোদন বাছাই করতে চাই, যা যিহোবাকে খুশি করে। এর জন্য আমাদের কী করতে হবে?
(পাঠ ৫৩ দেখুন।)
৬. মথি ২৪:৪৫-৪৭ পদ পড়ুন।
“বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস” কে?
(পাঠ ৫৪ দেখুন।)
৭. মণ্ডলীকে সাহায্য করার জন্য কীভাবে আপনি আপনার সময়, শক্তি, টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করতে পারেন?
(পাঠ ৫৫ দেখুন।)
৮. গীতসংহিতা ১৩৩:১ পদ পড়ুন।
মণ্ডলীতে একতা বজায় রাখার জন্য আপনি কী করতে পারেন?
(পাঠ ৫৬ দেখুন।)
৯. আমরা যখন কোনো গুরুতর পাপ করে ফেলি, তখন যিহোবার কাছ থেকে সাহায্য লাভ করার জন্য আমরা কী করতে পারি?
(পাঠ ৫৭ দেখুন।)
১০. প্রথম বংশাবলি ২৮:৯ পদ পড়ুন।
অন্যেরা যখন সত্য উপাসনার বিরোধিতা করে অথবা সত্য ছেড়ে চলে যায়, তখন কীভাবে আপনি দেখাতে পারেন যে, “একাগ্র অন্তঃকরণে” যিহোবার প্রতি অনুগত রয়েছেন?
যিহোবার প্রতি অনুগত থাকার এবং মিথ্যা ধর্ম থেকে দূরে থাকার জন্য আপনাকে কি কোনো রদবদল করতে হবে?
(পাঠ ৫৮ দেখুন।)
১১. আপনি তাড়না সহ্য করার জন্য এখন থেকেই কী করতে পারেন?
(পাঠ ৫৯ দেখুন।)
১২. যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় করার জন্য আপনি কী করার পরিকল্পনা করেছেন?
(পাঠ ৬০ দেখুন।)