সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিভাগ ২

“ন্যায়বিচার ভালবাসেন”

“ন্যায়বিচার ভালবাসেন”

আজকের জগতে অবিচার খুব দ্রুত বেড়ে চলেছে আর এই কারণে বেশির ভাগ দোষই ভুলভাবে ঈশ্বরকে দেওয়া হয়। কিন্তু, বাইবেল এক হৃদয়গ্রাহী সত্য সম্বন্ধে শেখায়, যেটা হল “সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন।” (গীতসংহিতা ৩৭:২৮) এই বিভাগে আমরা জানব যে, তিনি কীভাবে সেই বাক্যগুলোকে সত্য প্রমাণ করেছেন, যেগুলো সমস্ত মানবজাতিকে আশা প্রদান করে।

এই বিভাগে

অধ্যায় ১১

“তাঁহার সমস্ত পথ ন্যায্য”

কীভাবে ঈশ্বরের ন্যায়বিচার এক প্রীতিকর গুণ?

অধ্যায় ১২

“ঈশ্বরে কি অন্যায় আছে?”

যিহোবা যদি অবিচার ঘৃণাই করেন, তাহলে জগৎ কেন অবিচারে ছেয়ে গিয়েছে?

অধ্যায় ১৩

“যিহোবার ব্যবস্থা সিদ্ধ”

আইনের প্রক্রিয়া কীভাবে প্রেমকে তুলে ধরে?

অধ্যায় ১৪

যিহোবা ‘অনেকের পরিবর্ত্তে মুক্তির মূল্যের’ ব্যবস্থা করেন

এক সরল অথচ গভীর শিক্ষা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করতে পারে।

অধ্যায় ১৫

যিশু “পৃথিবীতে ন্যায়বিচার স্থাপন করেন”

কীভাবে যিশু অতীতে ন্যায়বিচার দেখিয়েছিলেন? এখন তিনি তা কীভাবে দেখাচ্ছেন? আর কীভাবে তিনি ভবিষ্যতে ন্যায়বিচার স্থাপন করবেন?

অধ্যায় ১৬

ঈশ্বরের সঙ্গে গমনাগমনের ক্ষেত্রে ‘ন্যায়বিচার অনুশীলন করুন’

কেন যিশু সাবধান করেছিলেন: “তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও”?