সরাসরি বিষয়বস্তুতে যান

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি—২০১৭

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি—২০১৭

প্রিয় ভাই ও বোনেরা:

খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে, ভাববাদী যিহিষ্কেলকে একটা চমৎকার দর্শন দেখানো হয়েছিল। তিনি নিখিলবিশ্বের শাসকের নিয়ন্ত্রণে থাকা এক বিশাল স্বর্গীয় রথ দেখেছিলেন। এই রথের এগিয়ে যাওয়ার ধরন ছিল সবচেয়ে রোমাঞ্চকর বিষয়। রথ বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছিল, এমনকী দিক পরিবর্তন করার সময়ও এটা একই গতিবেগ বজায় রেখেছিল আর সেই সময় এটার গতিবেগ হ্রাস পাচ্ছিল না!—যিহি. ১:৪, ৯, ১২, ১৪, ১৬-২৭.

এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে, যিহোবার সর্বজনীন সংগঠনের স্বর্গীয় অংশ সবসময় এগিয়ে চলেছে। আর যে-পার্থিব অংশ রয়েছে, সেটার সম্বন্ধে কী বলা যায়? গত পরিচর্যা বছরের রিপোর্ট স্পষ্টভাবে দেখায়, যিহোবা পৃথিবীতে নিজের সংগঠিত ব্যক্তিদেরও বেশ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন!

যুক্তরাষ্ট্রের বেথেল পরিবারের সদস্যরা ব্রুকলিন ছেড়ে নতুন বিশ্বপ্রধান কার্যালয় অর্থাৎ নিউ ইয়র্ক শহরের ওয়ারউইক ও অন্যান্য কমপ্লেক্সে যাওয়ার কাজে আর সেইসঙ্গে কিছু সদস্যকে ক্ষেত্রে পরিচর্যার কাজে পাঠানোর জন্য ব্যস্ত রয়েছে। পৃথিবীর অন্যান্য জায়গার বেথেলকর্মীরাও নতুন শাখা অফিস নির্মাণ করা, পুরোনো শাখা অফিসকে পুনর্সংস্কার করা, কয়েকটা শাখা অফিস একত্র করে একটা শাখা অফিস তৈরি করা কিংবা নতুন জায়গায় যাওয়ার কাজে ব্যস্ত রয়েছে। আপনার বিষয়ে কী বলা যায়? যদিও আপনি হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কাজে ব্যস্ত নন, কিন্তু আপনি নিশ্চয়ই কোনো-না-কোনো সেবার কাজে ব্যস্ত রয়েছেন।

পরিচালকগোষ্ঠী এটা দেখে খুবই খুশি ও উৎসাহিত যে, পুরো পৃথিবীতে যিহোবার লোকেরা তাঁর সংগঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আগের চেয়ে আরও বেশি ব্যস্ত রয়েছে। কেউ কেউ সেবা করার জন্য যেখানে বেশি প্রয়োজন রয়েছে, সেখানে চলে গিয়েছে। অন্যেরা আবার নতুন উপায়ে সেবা করা শুরু করেছে, যেমন ভিন্ন ভাষায় প্রচার করা। অনেকে প্রচার করার এমন পদ্ধতিগুলো ব্যবহার করছে, যেগুলো তাদের জন্য একেবারে নতুন এবং অপরিচিত। আবার বহু ভাই-বোন আলাদা আলাদা উপায়ে নিজেদের সেবাকে বৃদ্ধি করে চলেছে। আর বয়স্ক ও অসুস্থ খ্রিস্টান-সহ সমস্ত বিশ্বস্ত ভাই-বোন, জীবনের দৌড়ে অনুগতভাবে ছুটে চলেছে অর্থাৎ যিহোবার সেবায় তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আর এভাবে শয়তানকে মিথ্যাবাদী প্রমাণ করার কাজে সাহায্য করছে!—১ করি. ৯:২৪.

নিশ্চিত থাকুন, আপনি এই কাজে যে-উদ্যোগ দেখাচ্ছেন, সেটা যিহোবা অবশ্যই লক্ষ করেন। (ইব্রীয় ৬:১০) আপনাদের ইচ্ছুক মনোভাব আমাদের অব্রাহাম ও সারার কথা মনে করিয়ে দেয়। অব্রাহাম যখন কল্‌দীয়দের নগর ঊর ত্যাগ করেন এবং নিজের পরিবার নিয়ে অনেক দূরে কনানে যান, তখন তার বয়স ছিল ৭০-এর কোঠায়। সেখানে অব্রাহাম তার স্ত্রীর সঙ্গে জীবনের পরবর্তী ১০০ বছর তাঁবুতে বসবাস করেন। অব্রাহাম ও তার প্রিয় স্ত্রী কত ইচ্ছুক মনোভাবই-না দেখিয়েছিলেন!—আদি. ১১:৩১; প্রেরিত ৭:২, ৩.

আপনারাও কি একই মনোভাব দেখাচ্ছেন? আপনারা যারা এই কঠিন সময়ে বিশ্বস্তভাবে ধৈর্য বজায় রাখছেন, তারা আসলে সেই কাজই করছেন, যেটা করার জন্য যিশু আমাদের আদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন: “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; [“সুতরাং তোমরা যাও, সকল জাতিকে শিষ্য কর,” জুবিলী বাইবেল] পিতার ও পুত্ত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর।”—মথি ২৮:১৯.

এমনকী যিশুও বলেছিলেন, “যাও,” তাই আমরা বুঝতে পারি, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর কাজ করতে হবে। গত বছর খ্রিস্টের উদ্যোগী অনুসারীরা কাজ করার মাধ্যমে যা-কিছু সম্পাদন করেছিলেন, সেগুলো দেখে আমরা কতই-না আনন্দিত হই! এটা বোঝা সহজ যে, যিহোবাই সমস্ত জাতির কাছে রাজ্যের সুসমাচার জানানোর কাজে প্রচুর আশীর্বাদ করে যাচ্ছেন।—মার্ক ১৩:১০.

অনেকে এই বার্তার প্রতি সাড়া দিচ্ছে। গত বছর প্রকাশকদের শীর্ষ সংখ্যা ছিল, ৮৩,৪০,৮৪৭ আর প্রতি মাসে গড়ে ১,০১,১৫,২৬৪ জনকে বাইবেল অধ্যয়ন করানো হয়েছিল। স্পষ্টতই, যিহোবার স্বর্গীয় রথ দ্রুত এগিয়ে চলেছে আর আপনারাও এগিয়ে চলেছেন! যিহোবা উদ্ধার পাওয়ার দরজা বন্ধ করে দেওয়ার আগে যে-অল্প সময় হাতে রয়েছে, সেই সময়ের মধ্যে ভালো কাজ করে চলুন।

এটা কতই-না উপযুক্ত, ২০১৭ সালের জন্য আমাদের বার্ষিক শাস্ত্রপদ হল, যিহোবাতে নির্ভর রাখো, সদাচরণ করো। (গীত. ৩৭:৩) আপনারা যখন এই কথার বাধ্য হন এবং যিহোবাকে পবিত্র সেবা প্রদান করার মাধ্যমে ভালো কাজ করেন, তখন আপনারা দেখান, যিহোবার উপর আপনাদের নির্ভরতা রয়েছে। সবসময় মনে রাখবেন, আপনারা কখনো একা নন। যিশুর এই কথা সবসময় সত্য বলে প্রমাণিত হবে: “দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”—মথি ২৮:২০.

আপনারা নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনাদের বিশ্বস্ত সেবাকে ক্রমাগত আশীর্বাদ করবেন। তাঁর সেবায় আপনারা কম কিংবা বেশি, যা-ই করুন না কেন, যিহোবা এটা লক্ষ করেন, আপনারা আপনাদের সর্বোত্তমটা করছেন এবং সঠিক মনোভাব নিয়ে করছেন। আপনাদের এই উপহার তাঁর হৃদয়কে স্পর্শ করে এবং তাঁকে খুশি করে। (২ করি. ৯:৬, ৭) তাই আপনারা প্রতিদিন প্রার্থনা করার, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার, খ্রিস্টীয় সভায় উপস্থিত হওয়ার আর সেইসঙ্গে উদ্যোগ সহকারে প্রচার কাজ করার মাধ্যমে আপনাদের প্রিয় পিতার নিকটবর্তী হোন।

যেহেতু দিয়াবলের “সংক্ষিপ্ত” সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সেইজন্য সেই দুষ্ট বিদ্রোহী আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে চলেছে, যাতে আমরা যিহোবার প্রতি বিশ্বস্ত না থাকি। (প্রকা. ১২:১২) যিহোবার নিকটবর্তী থাকুন, তা হলে দিয়াবল তার প্রতিটা প্রচেষ্টায় ব্যর্থ হবে। (গীত. ১৬:৮) মনে রাখবেন, আমরা আপনাদের খুবই ভালোবাসি আর এই শেষ কালে আপনারা প্রভুর রাজ্যের কাজে যে-সাহায্য করছেন, সেটাকে আমরা খুবই মূল্যবান হিসেবে গণ্য করি।

আপনাদের ভাইয়েরা,

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী