পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
প্রিয় রাজ্যের প্রচারকেরা:
কল্পনা করুন, আপনি যিশুর প্রেরিতদের মধ্যে একজন আর আপনি জৈতুন পর্বতের উপর দাঁড়িয়ে রয়েছেন। যিশু আপনাদের প্রত্যেককে দেখা দেন। একটু পরেই তিনি স্বর্গে ফিরে যাবেন। তবে যাওয়ার আগে তিনি বলেন: “তোমাদের উপর পবিত্র শক্তি আসার পর তোমরা শক্তি লাভ করবে আর তোমরা জেরুসালেমে, সমস্ত যিহূদিয়া ও শমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার বিষয়ে সাক্ষ্য দেবে।” (প্রেরিত ১:৮) এত বড়ো এক দায়িত্ব পাওয়ার পর আপনার কেমন লাগবে?
আপনি হয়তো চিন্তা করতে পারেন, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে যে, ‘কীভাবে আমরা এই অল্প কয়েক জন শিষ্য “পৃথিবীর প্রান্ত পর্যন্ত” সাক্ষ্য দেব?’ এরপর যিশুর আরও একটা কথা আপনার মনে পড়ে, যেটা তিনি মারা যাওয়ার আগের রাতে বলেছিলেন। তিনি বলেছিলেন: “একজন দাস তার প্রভুর চেয়ে বড়ো নয়। তারা যদি আমাকে তাড়না করে, তা হলে তারা তোমাদেরও তাড়না করবে; তারা যদি আমার কথা পালন করে, তা হলে তোমাদের কথাও পালন করবে। কিন্তু, তারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত কিছু করবে, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকে তারা জানে না।” (যোহন ১৫:২০, ২১) আপনি যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করেন, তখন আপনার মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে, ‘এই কাজে যদি এতটা বিরোধিতা করা হয়, তা হলে কীভাবে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সাক্ষ্য দেব?’
বর্তমানে যিহোবার সাক্ষিদেরও “পৃথিবীর প্রান্ত পর্যন্ত” গিয়ে “সমস্ত জাতির লোকদের” কাছে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। (মথি ২৮:১৯, ২০) কিন্তু, কীভাবে আমরা এত বড়ো এক দায়িত্ব সম্পন্ন করব, বিশেষ করে লোকেরা যখন আমাদের বিরোধিতা করে?
প্রেরিত বইয়ে, প্রথম শতাব্দীর প্রেরিতদের এবং অন্যান্য খ্রিস্টানের রোমাঞ্চকর ইতিহাস লেখা রয়েছে। এই বইটিতে লেখা রয়েছে যে, কীভাবে যিহোবা তাদের সাহায্য করেছিলেন যাতে তারা পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিতে পারে। আপনার হাতে এখন যে-বইটা রয়েছে, সেটা পড়ার সময় আপনার মনে হবে, আপনি প্রথম শতাব্দীতে রয়েছেন আর সেই সময়ে যে-ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো নিজের চোখে দেখছেন। আর আপনি তখন সেই একইরকম আনন্দ লাভ করবেন, যা প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা করেছিল যখন তারা প্রচার কাজকে দ্রুত বৃদ্ধি পেতে দেখেছিল। এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে, সেই সময়ের খ্রিস্টান আর বর্তমান দিনের খ্রিস্টানদের মধ্যে কত মিল রয়েছে। আমরাও তাদের মতো প্রচার কাজ করে থাকি এবং এই কাজ সম্পন্ন করার জন্য আমাদের যেভাবে সংগঠিত করা হয়েছে, তা একেবারে প্রথম শতাব্দীর মতোই। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার ফলে আপনার এই বিশ্বাস আরও দৃঢ় হবে যে, যিহোবা ঈশ্বর বর্তমানেও তাঁর সংগঠনকে নির্দেশনা দিয়ে চলেছেন।
আমরা আশা করি যে, প্রেরিত বই অধ্যয়ন করার ফলে যিহোবার প্রতি আপনার এই নির্ভরতা বৃদ্ধি পাবে যে, তিনি আপনাকে সাহায্য করে চলবেন এবং তাঁর পবিত্র শক্তির মাধ্যমে আপনাকে যেকোনো পরীক্ষা সহ্য করতে সাহায্য করবেন। আপনি যখন এই বইয়ের শিক্ষাগুলো কাজে লাগাবেন, তখন আপনি এতটাই উৎসাহিত হবেন যে, ঈশ্বরের রাজ্য সম্বন্ধে “পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য” দিয়ে চলবেন এবং অন্যদের যিহোবাকে জানতে ও সেইসঙ্গে চিরকাল বেঁচে থাকার সুযোগ লাভ করতে সাহায্য করে চলবেন।—প্রেরিত ২৮:২৩; ১ তীম. ৪:১৬.
আপনার ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী